![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নগুলি খুঁজে বেড়াই পথ হারানোর পথ ধরে...
শাহরিয়ার কবিরের এই হরতালকে আপনারা কি চোখে দেখেছেন বুঝতেছি না। তবে এটা দৃশ্যতই নাস্তিকতা রক্ষার হরতাল।
ধর্মবিদ্বেষীরা কট খাওয়ায় হনু ব্যতীত কারো হতাশ হবার কথা না। ব্লগার হিসেবে না, নাস্তিক হিসেবেও না - তাকে আটক করা হয়েছে উগ্রপন্থী, কট্টর ইসলাম বিদ্বেষী হিসেবে।
কিন্তু হনু কট খাইলে নাস্তিকতার প্রচার করবে কে? তাই নাস্তিকতার স্বার্থেই মৌলবাদী হনুদের রক্ষা করা জরুরী। সেই জন্যই এই হরতাল।
সহমত হইলে আওয়াজ দেন।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮
আমার স্বপ্নগুলি বলেছেন: ধইন্যা।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২
নিয়েল ( হিমু ) বলেছেন: জাশির ডাকা হরতালের বিরুদ্ধে কোন দিন কিছু বলছিলেন ?
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩
আশিকুর রহমান ১ বলেছেন: হনুদের জন্য হনুরাই হরতাল দিবে সাধারণ ব্লগার রা না।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪
ফ্রিঞ্জ বলেছেন: নাস্তিকতা রক্ষার হরতাল?
নাস্তিকতা রক্ষা করতে হবে কেন? বাংলাদেশে কি নাস্তিকতা নিষিদ্ধ নাকি?
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭
সিয়াম রক্সয বলেছেন: নাস্তিকতা অপরাধ নয়
কিন্তু নাস্তিকতার নামে ইসলামকে অপবাদ দেয়াই অপরাধ ।
নাস্তিক নামক ইসলাম বিদ্বেষীদের রাজাকারদের মতই শাস্তি দেয়াদ দরকার
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০
আলাউদ্দীন বলেছেন: @সিয়াম রক্সয বলেছেন: নাস্তিকতা অপরাধ নয়
কিন্তু নাস্তিকতার নামে ইসলামকে অপবাদ দেয়াই অপরাধ ।
নাস্তিক নামক ইসলাম বিদ্বেষীদের রাজাকারদের মতই শাস্তি দেয়াদ দরকার
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০
কাজী মামুনহোসেন বলেছেন: যখন সাঈদিকে চাঁদে দেখার গুজব ছাড়ানো হল তখন ত হেফাজত কোন ধরনের লংমার্চের ঘোষনা দিল না ?
এমনকি ওই ঘটনার বিপক্ষে কোন ধরনের বিবৃতিও প্রদান করল না ?
ওটা কি ধর্মঅবমাননা নয় ?
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১
সাহসী আমি বলেছেন: ব্লগার হিসেবে না, নাস্তিক হিসেবেও না - তাকে আটক করা হয়েছে উগ্রপন্থী, কট্টর ইসলাম বিদ্বেষী হিসেবে।
এই কথায় সহমত।
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫
কাজী মামুনহোসেন বলেছেন: আমি নাস্তিকদের বিচারের পক্ষে তবে এই বিচারকে কেন্দ্র করে কারও রাজনৈতিক ফায়দা হাসিলের পক্ষে নয়.....
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৫
বিডি আমিনুর বলেছেন: নাস্তিকতার নামে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি কারী, ইসলাম বিদ্বেষী হনুদের রক্ষার এ হরতাল সমর্থন করি না।
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫
হোমারদা বলেছেন: ইসলাম বিদ্বেষীদের
(নট নাস্তিক। কোন
মুসলমান অন্য
ধর্মকে বিদ্রুপ
করলেও সেম জিনিস)।
শাস্তির আওতায়
আনা ঠিক আছে।
তবে একটা বেপার
খেয়াল করলে বুঝবেন,
এই হুজুগে জামাতিদের
পাঙ্খা গজাইছে।
ধর্মানুভুতির
ধোয়া তুলে জামাতের
প্রতি ঘৃণা আড়ালে ঢাকা পড়ছে।
আর ধর্মানুভুতি শুধু
মুসলমানের নাই।
মন্দিরে হামলায় এই
অনুভুতি আঘাতপ্রাপ্ত
হয় না? মসজিদ
ভাঙলে,
জায়নামাজে আগুন
দিলে, জামাতিদের গুরু
মওদুদি জখন
বলে নবি (সঃ)
মনগড়া কথা বলেছেন
(নাউজুবিল্লাহ),
জামাতি পত্রিকা কিশোর
কন্ঠে যখন
নবিকে নিয়ে বিদ্রুপ
করে, কাবা শরিফ
নিয়ে মিথ্যাচার করে,
আলেম হত্যার
তালিকা হয়? তখন
কোথায় ছিল
তথাকথিত
হেফাজতে ইসলাম?
ইসলামের নাম শুনলেই
লাফানো ছাড়েন।
ঢালাওভাবে নাস্তিক
বললে তওবা পড়ে মুসলমান
হওয়া লাগবে।
(আস্তিককে নাস্তিক
বললে ইমান থাকে না)।
আর রাজাকার
মুসলমান
বলে কোলে তুলে নাচব
না। আর
জামাতিরাতো মুনাফিক,
কাফেরের চেয়ে খারাপ
বলে চিনিয়েছেন
আমাদের নবি।
নবিকে ভালবাসলে রাজাকারের
বিচার আম পাবলিকই
করত, তথাকথিত
নাস্তিকদের
শাহবাগে রাত
জাগতে হয় না।
হেফাজতে ইসলাম
যে এত ইসলামের
হেফাজতকারী, তাদের
বলিঃ ইসলামে নারী নেতৃত্ব
কি জায়েজ? নাজায়েজ
হলে আপনারা পারলে বলুন
হাসিনা খালেদাকে রাজনীতি ছেড়ে দিতে,
দেখেন কি অবস্তা হয়।
শক্তের ভক্ত নরমের
জম হওয়া কোন
ইসলামিক আইন? সুদ,
মদ, জুয়া, হরতাল,
অশ্লিলতা জোর
করে বন্ধ করার
উদ্যোগ নেন না দেখি।
নাস্তিকদের জোর
করে না, ইসলামের
যুক্তি দেখিয়ে আলোতে আনতে হবে।
আপনাদের মত
কাঠমোল্লাদের
জন্যে বিধর্মীরা বলে ইসলাম
তরবারির মুখে প্রচার
হইছে।
এগুলো ছেড়ে ভাল হন,
ধর্ম নিয়ে খেলা বন্ধ
করেন। এখন শুনলাম
রোববার
থেকে লাগাতার হরতাল
দিবেন।
সাচ্চা মুসলমান
জনগনকে কষ্ট
দিয়ে হরতাল দেয় না।
প্রিয় নবি আর
সাহাবিদের দেখেন,
উনারা কিভাবে যুদ্ধ
করছে। খুব খেয়ার
কৈরা।
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪
আমরা তোমাদের ভুলব না বলেছেন: ধর্মবিদ্বেষীরা কট খাওয়ায় হনু ব্যতীত কারো হতাশ হবার কথা না। ব্লগার হিসেবে না, নাস্তিক হিসেবেও না - তাকে আটক করা হয়েছে উগ্রপন্থী, কট্টর ইসলাম বিদ্বেষী হিসেবে।
৫+
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯
তথই বলেছেন: হনুদের জন্য হনুরাই হরতাল দিবে সাধারণ ব্লগার রা না
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬
িনষ্ঠুর বলেছেন: সহমত