নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসুমের ব্লগ

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

শওকত হোসেন মাসুম

আকাল-তবু স্বপ্ন থাকে বিরোধ-তবু স্বপ্ন থাকে ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে

শওকত হোসেন মাসুম › বিস্তারিত পোস্টঃ

আমার বাবা ও আমার ছেলে

১৫ ই জুন, ২০০৮ দুপুর ২:২৭

বাবাকে আমরা চার ভাই বোন ভয় পেতাম। এমনিতেই দেখা হতো কম, অফিস করতেন। বাসায় আসলে আমরা থাকতাম দূরে দূরে। বাবা এই রুমে তো আমরা দ্রুত অন্য রুমে চলে যেতেন। আমাদের সময় বাবাকে ভয় পাওয়াটাই ছিল রীতি।

সে সময়ে বাবারাও কি ভয়ের সম্পর্ক রাখতে চাইতেন? কখনো কখনো সেটাই মনে হয়। বাবা মানেই গুরুগম্ভীর একজন, বাবা বাসায় থাকা মানেই ফিসফাস কথাবার্তা।

আমার মনে আছে আমি তখন এইটে পড়ি, আমার খুব জ্বর হয়েছিল। আমার মা বিছানা ঠিক করছিলেন বলে আমার বাবা আমাকে কোলে নিয়েছিলেন। এর বাইরে বাবা আমাদের চার ভাই বোনকে আর কোলে নিয়েছিলেন বলে মনে পড়ে না।

আমার বাবার ভালবাসার প্রকাশ ছিলো না। প্রকাশ কিভাবে করতে হয় আমার বাবা জানতেন না। ঘুমিয়ে গেলে মাথায় হাত বুলাতেন, আমাদের অসুখ হলে গোপনে কাঁদতেন, কিন্তু আমাদের দেখাতেন না। আর তাই আমাদেরও বাবাকে ভালবাসা দেখানোর সুযোগ ছিল না। বাবা ছিলেন আমাদের জন্য দূরের একজন মানুষ, যিনি শুধু আমাদের জন্যই খাটছেন। বলা যায় ঐ সময় নিয়ম ছিল যেন এরকমই, বাবারা খালি বাইরে কাজ করবেন আর বাসায় এসে শাসন করবেন।

আমার বাবা ভুলো মন ছিলেন। ক্যাডেট কলেজ জীবনে একবার প্যারেন্টস ডে তে আমার ছোট ভাইয়ের নাম লিখে বসেছিলেন। নাম পাঠালেই কেবল যেতে হয় যেখানে প্যারেন্টসরা বসে থাকেন। আমার বাবাকে অনেকক্ষন বসে থাকতে হয়েছিল।

সেই বাবাকে কখনো ভালবাসি বলেছি বলে মনে পড়ে না। বোঝার বয়স থেকে বলিনি, যখন বুঝতাম না তখনও বলিনি। বললে সেই গল্প আমার মায়ের কাছ থেকে শুনতাম অবশ্যই।



আমার বাবা আজ নেই। আমার বাসায় এখন আছে আমার নতুন বাবা। আমার ছেলের বয়স এখন ২ বছর ২ মাস। আমার পাশে শোয়া নিয়ে বোনের সঙ্গে প্রতিরাত ঝগড়া করে এবং জিতে যায়। অফিস যাবো বললে দরজার সামনে দাঁড়িয়ে থাকে, যাতে যেতে না পারি।



এই তো চারদিন আগে। ছেলেটা হঠাৎ আমার কাছে এসে আমার কানটা টেনে নিয়ে বললো, 'বাবা, আমি তোমাকে ভালবাসি'।

এই জীবনে এতটো অবাক কখনো হয়েছি বলে মনে পড়ে না। আমি মোটামুটি চিৎকার করে সবাইকে জানিয়ে দিলাম তার কীর্তি। আমি মুগ্ধ, বিষ্মিত। এই বয়সে সে কিভাবে বললো আমি সে রহস্য আবিস্কার করতে পারিনি। তাও আবার কানে কানে।



আমার বাবাকে আমি কখনো বলতে পারিনি, 'আমি তোমাকে অনেক ভালবাসি'। আমার ছেলের এই আক্ষেপ থাকবে না, আমি রাখবো না।

মন্তব্য ৩১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০০৮ দুপুর ২:৩৩

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: চমৎকার ...

বাবাগুলোকে কেউ আসলে ঠিক মতো বুঝে না :(

১৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:১৬

শওকত হোসেন মাসুম বলেছেন: একমত। সেজন্যই তো নিজেকে বদলাচ্ছি।

২| ১৫ ই জুন, ২০০৮ দুপুর ২:৩৫

কৌশিক বলেছেন: ফাটাফাটি।

আপার জন্য মনটা পুড়ে।

১৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:২৭

শওকত হোসেন মাসুম বলেছেন: কার জন্য মটনা পুড়ে??

৩| ১৫ ই জুন, ২০০৮ দুপুর ২:৩৬

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: হয়তো ভালবাসার প্রকাশ নেই বলে... :(

আমি এইখানেই পুরোপুরি ব্যর্থ ... বাবার ভালবাসার গভীরতা কখনো মাপতে পারিনি... কখনো অসুস্থ হলে মা কাছে আসে...বাবা দুর দিয়ে ঘুরে.. :(... হয়তো ওই পথে আমরাও হাটব... হয়তো আমাদেরও কেউ বুঝবে না :(

১৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:৪১

শওকত হোসেন মাসুম বলেছেন: আমরা এই পথে হাটবো না। ( অফটপিক-এর মধ্যে আপনে এসেন কেমনে? বাবা হইতে হইলে কি কি করতে হয় জানেন?)

৪| ১৫ ই জুন, ২০০৮ দুপুর ২:৪০

অনিকেত বলেছেন: কোনো কোনো গভীর ভালোবাসার কথায় চোখ ভিজে যায় ।

১৫ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৮

শওকত হোসেন মাসুম বলেছেন: সেটাই

৫| ১৫ ই জুন, ২০০৮ দুপুর ২:৪২

ক্যামেরাম্যান বলেছেন: বোধ হয় আমারও মনের কথা .....

১৫ ই জুন, ২০০৮ বিকাল ৪:২৯

শওকত হোসেন মাসুম বলেছেন: বোধহয় বেশিরভাগেরই

৬| ১৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:০০

নূর-ই-হাফসা বলেছেন: বাবারাও সন্তানদের অনেক ভালবাসে,কিন্তু তারা তা প্রকাশ করতে চায় না।কিন্তু মায়েদের ভালবাসা প্রতি ক্ষনে ক্ষনে প্রকাশ পায়,এই হচ্ছে পার্থক্য।

১৫ ই জুন, ২০০৮ বিকাল ৪:৪৬

শওকত হোসেন মাসুম বলেছেন: একমত

৭| ১৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:০১

মিলটন বলেছেন: খুব সম্ভবত আমার বাবার সাথে আপনার বাবার একটা দারুন মিল আছে। আমি একটা পোষ্ট দিয়েছি সকালে যেগুলোর ঘটনার অনেক মিলে যায় আপনার সাথে। পড়ে খুবই ভাল লাগলো।

১৫ ই জুন, ২০০৮ বিকাল ৫:০৩

শওকত হোসেন মাসুম বলেছেন: বাবারা প্রায় একই রকম হয়

৮| ১৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:০৩

নিসর্গ পথিক বলেছেন: চমৎকার....অনেক ভাল লাগলো....

১৫ ই জুন, ২০০৮ বিকাল ৫:৩১

শওকত হোসেন মাসুম বলেছেন: ধন্যবাদ

৯| ১৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:২৪

কৌশিক বলেছেন: প্রত্যুকে যে বাবা হতে সাহায্য করবে সেই নারীর জন্য কি কোন উপদেশ দেবেন? জানবেন এই ব্লগের অনেক অদৃশ্য পাঠিকা আছে।

১৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:৫৭

শওকত হোসেন মাসুম বলেছেন: প্রত্যুকে বাবা হতে সাহায্য করা কোনো ব্যাপারই না। আমরা আছি না। প্রত্যুরে বাবা ডাক শোনাবোই

১০| ১৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:৩১

মুহিব বলেছেন: ক্লাস এইটে কোলে নিয়েছেন!!! Lucky man. আমাদের সন্তানরা খুব সহজেই মনের কথা বলতে পারুক।

১১| ১৫ ই জুন, ২০০৮ বিকাল ৩:৫৯

হ্যারি সেলডন বলেছেন: আমি কবে বাবা হব? কে সেই মহীয়সী নারী যে আমার সন্তানের মা হওয়ার জন্য রাজি?

১৫ ই জুন, ২০০৮ রাত ১০:০২

শওকত হোসেন মাসুম বলেছেন: খুঁজতে থাকেন

১২| ১৫ ই জুন, ২০০৮ বিকাল ৪:২৩

পুষ্প বলেছেন: খুব হৃদয়ছোয়া লেখা লিখেছেন।বাবারা সন্তানদের অনেক ভালবাসে কিন্তু মায়েদের ভালবাসার মত সেটার প্রকাশ কম।

১৩| ১৫ ই জুন, ২০০৮ বিকাল ৪:৪৫

আমি বাঙ্গালি বলেছেন: কি হইলো ক্লাসে আইলা না? ম্যাডাম তো যাইতাছেগা।

১৪| ১৫ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

সৌমিত্রমজুমদার বলেছেন: মাসুম ভাই,
আমি সৌমিত্র মজুমদার। নিউ এজ পত্রিকার রাজশাহী প্রতিনিধি। যদিও আমার ব্লগ আছে। আমার খুব একটা বসা হয় না। আপনার বিভিন্ন টিভি চ্যানেলে কমন্টেসগুলো দেখি।
সুমন ভাইয়ের কাছ থেকে শুনলাম, আপনার ব্লগ আছে। তাই ভাবলাম একটু কিছু বলি।
ভালো থাকবেন।

১৫ ই জুন, ২০০৮ রাত ৮:২৬

শওকত হোসেন মাসুম বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।

১৫| ১৫ ই জুন, ২০০৮ রাত ১০:০৭

মৈথুনানন্দ বলেছেন: লাকি ম্যান এক মেয়ে ও এক ছেলের বাবা

১৫ ই জুন, ২০০৮ রাত ১০:১১

শওকত হোসেন মাসুম বলেছেন: ধন্যবাদ

১৬| ১৫ ই জুন, ২০০৮ রাত ১০:২৭

তানজু রাহমান বলেছেন: ভাই আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগল।
ঠিক বলসেন, আক্ষেপ আমরা রাখব না।

১৬ ই জুন, ২০০৮ দুপুর ১:৪০

শওকত হোসেন মাসুম বলেছেন: আক্ষেপ রাইখেন না

১৭| ১৮ ই জুন, ২০০৮ বিকাল ৫:৪৪

সারিয়া তাসনিম বলেছেন:

আমার বেলায় একটু ভিন্ন । আম্মা প্রায়ই বলে আমরা বাপ-বেটি নাকি গভীর ষড়যন্ত্রকারী :)

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫০

নুশেরা বলেছেন: মন ছুঁয়ে যাওয়া একটা লেখা। বাবা-ছেলের জন্য অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.