নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসুমের ব্লগ

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

শওকত হোসেন মাসুম

আকাল-তবু স্বপ্ন থাকে বিরোধ-তবু স্বপ্ন থাকে ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে

শওকত হোসেন মাসুম › বিস্তারিত পোস্টঃ

একজন ‘মৃত’ ব্যক্তির গল্প

৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩১

১.

আমার বসের সঙ্গে কাজ করতে সুবিধা-অসুবিধা দুটোই আছে। মাঝে মধ্যে অতি মধুর ব্যবহার, কখনো ঝাড়ি। সেইদিন ছিল ঝাড়ির দিন। ঝাড়ি খাইয়া মেজাজ খারাপ। রাম্তায় ট্যাক্সি পাইলাম না। মেজাজ আরো বিলা। বাসায় ফিরতে ফিরতে মহাক্লান্ত।

দরজা খুলে দিলো ৭ বছরের পুরোনো বউ। কিন্তু দেখলাম যেন নতুন বউ, সেজেছে, চুলও কি কেটেছে? শাড়িটাও মনে হল নতুন, নাকি অনেক দিন পড়ে না?

মনে হলো মুগ্ধ যখন হয়েছি তখন কিছু একটা বলা দরকার।

বললামও, ‘তোমাকে আজ একদম পরের বউ এর মতো লাগতাছে’

এই জীবনে এখন পর্যন্ত আমার বউকে দেওয়া এটাই আমার সেরা কমপ্লিমেন্টস। :P



২.

আমার ছেলের বয়স ২ বছর ৯ মাস। রাতে ঘুমাতে গেছি, ছেলে বলে, ”বাবা, আম্মুর জ্বালায় ঘরেই থাকা যায় না!!”। ছেলের উপলিব্ধতে আমি মহামুগ্ধ। আমি যা বলতে পারলাম না ছেলে কেমন অবলীলায় বলে দিল।

সকালে বের হয়ে রাতে বাসায় ফিরি। বউয়ের প্রশ্ন, বাসায় ফিরতে ভাল লাগে না? আমি অফিসের অজুহাত দেই। আর মনে মনে ছেলের কথাটা মনে করি।

আমার বুক ফাটে তো মুখ ফোটে না! :|



৩.

গত মাসের ঘটনা। একিদন বাসায় যেয়ে দেখি ছেলে দুই কানে তুলা দিয়ে ঘুরতাছে। জিগাইলাম, বাবা কানে তুলা কেন। ছেলে বললো, আম্মু আর আপু খালি জোরে জোরে কথা বলে।

কয়েক দিন ধরে ভাবছি তুলা কিনতে হবে কয়েক টন। ;)



৪.

জীবনের কিছু দ্বন্দ্ব

তুমি যা চাও তা পাও না (ভালবাসা)

আবার যা পাও তা উপভোগ করো না (বিয়ে)

যা উপভোগ করো তা আবার চিরস্থায়ী নয় (বান্ধবী)

যা চিরস্থায়ী সেটা আবার বিরক্তিকর (বউ)।/:)



৫.

এই এসএমএসটা আমার এক বিবাহিত বন্ধু পাঠাইছিল। ইংরেজি তর্জমা কইরা দিলাম

সবসময় মানিব্যাগে স্ত্রীর ছবি রাখুন। যখনই বড়ো কোনো সমস্যায় পড়বেন তখন মানিব্যাগ বের করে স্ত্রীর ছবিটা দেখবেন, আর মনে করবেন এর চেয়ে বড় সমস্যা আর কিছুই হতে পারে না। :((

(সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আমার মানি ব্যাগে আমার বউয়ের ছবি নাই)

৬.

সরকারের উচিত ব্যাচেলরদের উপর ১৫ শতাংশ কর বসানো।

কিছূ মানুষ অন্যদের তুলনায় সুখে থাকবে এটা তো হতে পারে না। X(

মন্তব্য ১৪৩ টি রেটিং +৫০/-৩

মন্তব্য (১৪৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৭

বিপ্লব কান্তি বলেছেন: হুম ,

সুন্দর রম্য কথন

৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫০

শওকত হোসেন মাসুম বলেছেন: খাইছে। জলি আফারে তো ভালই সাজাইছেন।

২| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৭

শাফি উদ্দীন বলেছেন: সদা সহনশীল হওয়াটাই মংঘলজনক।

৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫২

শওকত হোসেন মাসুম বলেছেন: আমার চেয়ে সহনশীল আর কে আছে??

৩| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৮

একরামুল হক শামীম বলেছেন: ব্যাচেলরদের ওপর কর বসানোর প্রস্তাবে তেবঢ়ো নিন্দা জানাইলাম ;)

৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৫

শওকত হোসেন মাসুম বলেছেন: শামীম ট্যাক্সটা আমারে দিয়া যাইও।

৪| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৮

বড় বিলাই বলেছেন: জীবনের সবচেয়ে বড় কমপ্লিমেন্ট পেয়ে ভাবীজান কী করলেন জানতে ইচ্ছা করছে।

৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৬

শওকত হোসেন মাসুম বলেছেন: দু:খের কথা কেন মনে করাইয়া দেন ;)

৫| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪২

একজন সুখীমানুষ বলেছেন: ঝঠিল

৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৭

শওকত হোসেন মাসুম বলেছেন: ঝঠিল....;)

৬| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪২

সোহানা মাহবুব বলেছেন: হা হা প গে ;) ;) ;)

৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৮

শওকত হোসেন মাসুম বলেছেন: থেংকু

৭| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪৪

সামছা আকিদা জাহান বলেছেন: ভালই রম্য রচনা করেছেন। সাত বছরের পুরান বউ??!! বউ এবং স্বামী কয় বছর পর পর চেঞ্জ করতে হয় ভাই??

৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৮

শওকত হোসেন মাসুম বলেছেন: ক্ষেইপেন না গো আফা। ইহা নিতান্তই রম্য।

৮| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪৭

অনির্বান বলেছেন: দারুন হইছে.. কিন্তু ঐ কমপ্লিমেন্ট পেয়ে ভাবি কি করলো সেইটা তো চাইপা গেলেন...

অবশ্য জনগন বুঝে নিতে পারে.. :)

++

ব্যাচেলরদের ওপর কর বসানোর প্রস্তাবে তেবরো নিন্দা জানাইলাম ;)

৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৯

শওকত হোসেন মাসুম বলেছেন: জনগনই বুইঝা নিক।
ট্যাক্সটা আমার কাছে পাঠাইয়া দিয়েন। ;)

৯| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪৭

লেখাজোকা শামীম বলেছেন: ব্যাফক হিতোপদেশ। ব্যালেচররা ডর খাইব।

৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:০০

শওকত হোসেন মাসুম বলেছেন: ডর খাইলে বিয়া ব্যবস্থাটাই উইঠা যাইতো। কেউই ডর খায় না শেষ পর্যন্ত। ;)

১০| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪৯

~স্বপ্নজয়~ বলেছেন: হা হা হা ... মজা পাইছি ... আপনার সাথে উপলব্ধি কমন পড়ে ;)

৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:০১

শওকত হোসেন মাসুম বলেছেন: হাহাহাহাহ। দলেই আছেন তাইলে। ;)

১১| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৩

সুলতানা শিরীন সাজি বলেছেন:
হাসতে হাসতে শেষ..........
আমি জানি এটা আমার বরের পছন্দের পোষ্ট........।:)
"বললামও, ‘তোমাকে আজ একদম পরের বউ এর মতো লাগতাছে’
এই জীবনে এখন পর্যন্ত আমার বউকে দেওয়া এটাই আমার সেরা কমপ্লিমেন্টস। "
.............উত্তরটা কি ছিলো?:)

ছোটসাহেব ও তো মহা বুদ্ধিমান হয়েছেন এখুনি......কানে তুলা দিয়ে ঘোরে এখুনি।
বড় হলে কি হবে বোঝাই যাচ্ছে.......

কয়দিন আগে আমার বরের ফোনে দেখি আমার ছবি।
একটু অবাকিত হলাম তো বটেই।
আজ সকালে দেখি আমার ছোটছেলের ছবি....বলে,"মানুষ যে বউ এর ছবি কেনো রাখে ফোনে।" আমাকে দেখায় বলে দেখোতো রাইয়ানের ছবিটা সুন্দর না?
আমি মাথা নাড়ালাম.....এবং আরেকবার অবাক হইলাম।:)

ভালো থাকেন।শুভেচ্ছা......

৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:০৩

শওকত হোসেন মাসুম বলেছেন: আপনি উত্তর দিতেন সেইটা আগে শুনি। ;)

আমিও কয়েকবার বলছিলাম 'বউয়ের ছবি মাইনষে রাখে'??

মজার কথা হলো আমার ছেলের নামও রাইয়ান।

১২| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৪

শান্তির দেবদূত বলেছেন: আমি আপনার অনুজ, কোথায় একটু ভরসা দিবেন !!
না! উল্টা !! আমারতো ভয়ে হাত ...পা .....;)

আর ব্যাচেলরদের ওপর কর বসানোর প্রস্তাব জোড় সমর্থন জানাইলাম ......অতিস্বত্তর আরোপ করা হোক ......

৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:০৩

শওকত হোসেন মাসুম বলেছেন: ৮ বছর ঘরে আমারও ভয়ে হাত পা..........

১৩| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:১১

আবদুর রহমান (রোমাস) বলেছেন: ব্যাচেলরদের ওপর কর বসানোর প্রস্তাবে তীব্র নিন্দা জানাইলাম

০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:১২

শওকত হোসেন মাসুম বলেছেন: এক সময় তো আমার লাইনেই আসবেন। ঠিক জানি।

১৪| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:১১

শারমিন সুলতানা লিলি বলেছেন: আচ্ছা ব্রাদার বলবেন কি ছেলেরা বউয়ের জালা-যন্ত্রণার কথা বলে কেন এত আনন্দ পায়? পজিটিভ দিকগুলোতো এমন অবলীলায় বলতে পারেন না ।

০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:২০

শওকত হোসেন মাসুম বলেছেন: খাইছে। আপনিও ক্ষেপছেন? মাফ কইরা দেন গো আফা।

১৫| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:১৩

সৌরভ১৩ বলেছেন: আপনার সব কথা মানলাম, কিন্তু ব্যচেলর গো উপর কর বসানির ব্যপারটায় তেব্র নিন্দা ও ক্ষোভ জানাইতেছি... ব্যাচেলর হওয়ার সুখ যেমন আছে বিড়ম্বনাও তেমনি আছে... :(
সময় পাইলে এইটা একটু পইড়া দেইখেন...

Click This Link

০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৭

শওকত হোসেন মাসুম বলেছেন: অবশ্যই পড়বো।

১৬| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:১৬

পারভেজ বলেছেন: দিল্লীর লাড্ডু যখন খাইয়াই ফেলছি, হাতে যেটুক মিস্টি লাইগা আছে ঐটাই চাইটা খাওয়া ভালো ;)

০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫১

শওকত হোসেন মাসুম বলেছেন: হাহাহাহাহাহহাহাহহা। কথাটা বড়ই পছন্দ হইছে।

১৭| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:১৬

শান্তির দেবদূত বলেছেন: @শারমিন সুলতানা লিলি,

কি বলেন ! আমরা পজিটিভ দিক বলতে পারি না !! .....
মাইন্ড খাইলাম .... রীতিমত দুইটা সিরিজি লেইখা ফালাছি বউ এর গুণগান গাইয়া , এখন এই কারনে উল্টা দৌড়ের উপরে আছি !!

০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:১৬

শওকত হোসেন মাসুম বলেছেন: হাহাহাহাহাহ। দৌ্ড় শেষ হয় নাই?

১৮| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:১৯

মাসুদ রশিদ বলেছেন: আপনার দলে যাইতে আমার এখনো ছয় বচ্ছর দেরী আছে। তুলা কেনার প্রস্তুতির জন্যে এই সময় যথেষ্ট দীর্ঘ।

০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:১৮

শওকত হোসেন মাসুম বলেছেন: হাহাহাহাহা। ভাল বলছেন।

১৯| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:২০

সৌম্য বলেছেন: ব্যাচেলরদের উপর ট্যাক্স বসানোর বুদ্ধির প্রতিবাদে হরতাল দেওয়া যেতে পারে।

০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:২২

শওকত হোসেন মাসুম বলেছেন: খাইছে। কবে?

২০| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৪

রাতমজুর বলেছেন: এই পোষ্ট প্রিন্ট কৈরা বান্ধায়া ভাবীর হাতে দিয়া আসুম :)

০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩২

শওকত হোসেন মাসুম বলেছেন: আপনারে মিয়া মাইনাস। খালি ঝামেলা বাজাইতে চান। আমি একজন নিরীহ মানুষ.........মাসুম পোলা........

২১| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৯

একরামুল হক শামীম বলেছেন: ট্যাক্স আপনেই দাবী কইরা বসলেন :|

না ট্যাক্স ল'টা ভালো করেই পড়তে হৈবো ;)

০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৮

শওকত হোসেন মাসুম বলেছেন: শামীমরে না হয় ভাগ দিলাম।

২২| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৭

নাজনীন খলিল বলেছেন:
হাহাহাহা-----

বৌ কি ব্লগ পড়েনা?পড়লে কিন্তু খবর আছে।

০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৫

শওকত হোসেন মাসুম বলেছেন: আপা, আপনি এই ফালতু জিনিষ পড়লেন।

বৌ ব্লগ পড়ে না।

২৩| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪১

নামহীন মানব বলেছেন: মনে হইতাছে তার পরদিন মাসুম ভাইয়ের নতুন ঝাড়ু কিনতে হইছে।

- মজা পাইলাম তবে ব্যাচেলরদের উপর কর বসানোর ব্যাপারে আপত্তি আছে।

০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ২:০৭

শওকত হোসেন মাসুম বলেছেন: মিশু আছেন কেমন?

২৪| ৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৯

মমমম১২ বলেছেন: এইবার বুঝছি আমার ছবি ক্যান মানি ব্যাগে থাকে।আজকে আসুক বাড়ী.............

০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ২:১২

শওকত হোসেন মাসুম বলেছেন: আপডেট জানাইয়েন।

২৫| ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১২:০৪

নির্ঝরিনী বলেছেন: ইদানিং আমার বাড়ীর কর্তা দেখতেছি, কানে হেডফোন লাগায় কম্পুতে পেপার পড়ে....কিছু কইলেও তাকায় খালি হাসে কোনো কথা কয় না....এই বার বুঝলাম মাজেজা টা...





০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ২:১৪

শওকত হোসেন মাসুম বলেছেন: বোঝার রেজাল্ট কি?

২৬| ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪২

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম :(

০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৭

শওকত হোসেন মাসুম বলেছেন: সদ্য দলে আসা প্রতু।

২৭| ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১:০৯

রায়হান(তন্ময়) বলেছেন: আবদুর রহমান (রোমাস) বলেছেন: ব্যাচেলরদের ওপর কর বসানোর প্রস্তাবে তীব্র নিন্দা জানাইলাম


হা হা হা হা হা ব্যাফক মজা পাইসি :)

০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৩:২০

শওকত হোসেন মাসুম বলেছেন: :)

২৮| ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১:১১

নিবিড় অভ্র বলেছেন: সুলতানা শিরীন সাজি বলেছেন:
হাসতে হাসতে শেষ..........

নামহীন মানব বলেছেন: মনে হইতাছে তার পরদিন মাসুম ভাইয়ের নতুন ঝাড়ু কিনতে হইছে।



=p~ =p~ =p~

০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৩

শওকত হোসেন মাসুম বলেছেন: =p~ =p~ =p~

২৯| ৩১ শে জুলাই, ২০০৯ রাত ১:১৪

হোরাস্‌ বলেছেন: ৭ বছর আগের কথা মনে করে মন না খারাপ করে ৭ বছর পরের কথা ভাবেন?? তাইলেই দেখবেন মনে অনেক শান্তি পাইতেছেন। ;)

০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৯

শওকত হোসেন মাসুম বলেছেন: শান্তি পাইলাম।

৩০| ৩১ শে জুলাই, ২০০৯ ভোর ৫:০৫

কঁাকন বলেছেন: সুখে থাকতে ভুতে কিলায় আর কি

০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩১

শওকত হোসেন মাসুম বলেছেন: দুই নারী মাইনাস দিয়া গেছে। আপনি দেন নাই দেইখ্যা প্রীত হইলাম।

৩১| ৩১ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৫৩

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ভাই বুজলাম না ,সবাই একই কথা বলে ঘটনা কী ?
আমি থাকি ফুপার সাথে ,আমি যদি বিয়ের কথা বলি তখন ই ফুপা বলে ,

যখন তোমার আর বেচে থাকার শখ থাকব না তখন বিয়া করবা ।

০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৩৮

শওকত হোসেন মাসুম বলেছেন: অভিজ্ঞতা থেকে বলে রে ভাই।

৩২| ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩

লীনা দিলরূবা বলেছেন: ভাবতেছি ভাবীরে এই লেখার লিংকটা পাঠায় দিব;)

০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪০

শওকত হোসেন মাসুম বলেছেন: আমি আপনার কী ক্ষতি করলাম আবার?

৩৩| ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৭

ওমর হাসান আল জাহিদ বলেছেন: দয়া কইরা আমাদের (ব্যাচেলরদের) উপর কর বসানোর আবেদন জানায়া কোন প্রতিবেদন দিয়েন না! পিলিজ!!!!!!:)

০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৬

শওকত হোসেন মাসুম বলেছেন: হাহাহাহাহ। ঠিকাছে। =p~

৩৪| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১২:২০

মেহবুবা বলেছেন: মৃত ব্যক্তির হাতে টাই কে ধরিয়ে দিল ?

যদি সময় পাই তো আপনার পোষ্টের সমুচিত জবাব দেব :)

আপনার বউয়ের মোবাইল নাম্বার দরকার ছিল একটু ।

০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৬

শওকত হোসেন মাসুম বলেছেন: হাহাহাহাহাহা। একটা পোস্টই দেন প্লিজ।

৩৫| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:২৫

সাইফুর বলেছেন: ব্যাপকস লেখছেন.
১নং পড়ে হাসতে হাসতে শেষ..
হেহেহেহ....

০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৭

শওকত হোসেন মাসুম বলেছেন: =p~ =p~ =p~

৩৬| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:২৭

সাইফুর বলেছেন: লীনা দিলরূবা বলেছেন: ভাবতেছি ভাবীরে এই লেখার লিংকটা পাঠায় দিব;)


হেহহেহে...

০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৯

শওকত হোসেন মাসুম বলেছেন: ;)

৩৭| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:২৭

মুহিব বলেছেন: একজন মৃত ব্যক্তি হিসেবে আমিও আপনার সাথে সহমত। তবে আপনার একটা প্লাস পয়েন্ট যে ভাবী মাঝে মাঝে নতুনরুপে দেখা দেয়। আমি তো তাও দেখি না।

০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৯

শওকত হোসেন মাসুম বলেছেন: আহারে। আফসুস।

৩৮| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৩

আনিসুজ্জামান উজ্জল বলেছেন: আমার বউ (হবে আর কি)এমনিতেই খুব শান্ত শিষ্ট। অন্তত আশপাশের লোকজন এমনই বলে। কিন্তু আমি তো ভালো জানি কতখানি শান্তশিষ্ট সে। সামনা সামনি থাকলে না হয় কানে তুলা দিতাম, দুরে থেকে তা তো আর সম্ভব না। তাই মাঝে মাঝে কথা বলার সময় মোবাইলটা কান থেকে দুরে রাখি। আর যাই হোক শ্রবন শক্তি তো আর হারানো যায় না।.

আশাকরি খুব অল্পদিনেই মৃত মানুষের কাতারে শামিল হব।

০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৬

শওকত হোসেন মাসুম বলেছেন: অভিনন্দন উজ্জল।

৩৯| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৬

নিঃশব্দ শিশির! বলেছেন: মাসুম ভাই!!!

অর্থনীতির ছাত্র। মাস্টার্স। সাংবাদিকতার অভিজ্ঞতি ৩ বছর।
আচ্ছা একটি চাকরী দেওয়া যাবে। সরি এভাবে সরাসরি বলার জন্য।

০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

শওকত হোসেন মাসুম বলেছেন: সিভি নিয়া আসেন একদিন। দেখা যাক। সাংবাদিকতা করতে চান কেন?

৪০| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ২:০৯

মাহবুব সুমন বলেছেন: ভাবী আপনার লেখা পড়ে ?

০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৮

শওকত হোসেন মাসুম বলেছেন: পড়ে না। হেহেহেহেহে

৪১| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ২:২৮

আইরিন সুলতানা বলেছেন: শুনেছিলাম যে ,পুরুষ মানুষ দুই প্রকার -জীবিত, বিবাহিত

আজকে তার সংজ্ঞা, ব্যাখা আর উদাহরণ পাইলাম ;)


:) :)

০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

শওকত হোসেন মাসুম বলেছেন: :) :) কোনো কিছুতে উৎসাহ পাচ্ছেন তাহলে?

৪২| ০১ লা আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৬

আকাশচুরি বলেছেন: জীবনে কি প্লাম!!:(

০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১১

শওকত হোসেন মাসুম বলেছেন: :) :):(

৪৩| ০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৫

|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: সরকারের উচিত ব্যাচেলরদের উপর ১৫ শতাংশ কর বসানো।
কিছূ মানুষ অন্যদের তুলনায় সুখে থাকবে এটা তো হতে পারে না।

----
গররররর,রাইগ্যা গেছি এই ইমো দিতাম পারি না। ক্যান বুয়ার রান্ধা খাওইনা পেডে আলসার এই প্রজাতির উফর এতো নাখাস্তা আর নাইলে না? তার উফর আমাগো কিছু অভাগা পাব্লিকের বউ ও নাই বান্ধবী ও নাই, নিজে ছাড়া কেউ নাই :( তাগো কি ১৫% ট্যাকসো কম দেওন লাগবো?

০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

শওকত হোসেন মাসুম বলেছেন: বিয়া করেন। মানা করছে কে? :) :)

৪৪| ০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১২

মেসবাহ য়াযাদ বলেছেন: আপনার তো মোটে ৭ বছরের পুরানো বৌ ! আমার যে ১২ বছর ! আমার কী হইবো, দুলাভাই...??? জোশ লেখছেন বস

০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

শওকত হোসেন মাসুম বলেছেন: খালি বন্ধুদের নিয়াই লিখবেন, ঐ বান্ধবীদের নিয়া লেখবেন না?

৪৫| ০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

একলব্যের পুনর্জন্ম বলেছেন: ভাইয়া , ভাবিরে ছাড়া আপনি লেখার আর টপিক পান না কেন ? ;)

০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২১

শওকত হোসেন মাসুম বলেছেন: আপনার ভাবী ছাড়া আমার আর আছে কে কন? যার বান্ধবী আছে সে লিখবো বান্ধবী নিয়া, বন্ধু থাকলে লিখবা বন্ধু নিয়া। আমার বউ আছে তাই বউ নিয়া লেখি। ;)

৪৬| ০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

মেসবাহ য়াযাদ বলেছেন: অথচ এই লেখক সব সময় বলেন, আমি নাকী প্রতি লেখাতেই বৌরে টাইনা আনি। আপনিই কন @ একলব্যের পুনর্জন্ম

০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

শওকত হোসেন মাসুম বলেছেন: ফাঁস কইরা দেবো কিন্তু

৪৭| ০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫০

রাজামশাই বলেছেন: পড়লাম

মন্তব্য নিস্প্রয়োজন

০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

শওকত হোসেন মাসুম বলেছেন: রাজামশাই বুদ্ধিমান।

৪৮| ০২ রা আগস্ট, ২০০৯ ভোর ৪:৫৯

শিরোনামহীন বলেছেন: আপ্নার পুস্ট গুলা আমি খালি আমার হবু জামাইরে মেইলাই।

সেদিন আমাকে কয়, নিজের বৌ তো নিজের বৌ - ই। পরের বৌ রে দেখতে ভালো লাগে কারণ ঐটা তো কয়েক মিনিটের জন্য দেখি। :D আমারর বৌ আমারে জ্বালায় কম না, কিন্তু ভালোবাসেও তো কম না ।

(চামে চিকণে খোঁচা টা দিলো কিন্তু)। X(

০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৩

শওকত হোসেন মাসুম বলেছেন: পুতুল, বিয়ের প্রথম বছর আমিও কইতাম এইসব। এমনকি খোঁচাও দিতাম না। খেয়াল কইরো কিন্তু

৪৯| ০২ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:৩৫

একলব্যের পুনর্জন্ম বলেছেন: এইটাই আসল কথা ভাইয়া - সব প্যাঁচাল এর শেষে - ভাবি ছাড়া আপনার আর জীবনে আছেটাই বা কি !খালি খালি এত কথা বলা লাগে এটা বুঝানোর জন্য ? !! :P

-----------------------------------------------------

০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৭

শওকত হোসেন মাসুম বলেছেন: আমি বি কখনো অস্বীকার করছি? :P

৫০| ০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৩

সহেলী বলেছেন: কপি করে রেখে দিয়েছি , যেদিন দেখা হবে ভাবীর সাথে বুঝতেই পারছেন !

কি কাঁপুনি কি খুব বেশী হচ্ছে ?

০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৫

শওকত হোসেন মাসুম বলেছেন: ভয়ে আমার হাত পা............

৫১| ০২ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০০

মেহরাব শাহরিয়ার বলেছেন: দারুণ দারুণ
বুঝা গেল আপনি আপনার বউয়ের দারুণ ভক্ত :)

০২ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৮

শওকত হোসেন মাসুম বলেছেন: আপনিই খালি বুঝলেন।

৫২| ০২ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৫

সাইফুর বলেছেন: মাসুম ভাইয়ের পোষ্ট ২য় বারের মত পড়লাম..
আবারো ভালো লাগছে.. হেহে:)

মাসুম ভাই..কেমন আছেন?

০২ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬

শওকত হোসেন মাসুম বলেছেন: সাইফুররে দেখলেই ভাল লাগে।
আছি ভালই।

৫৩| ০২ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

অদ্রোহ বলেছেন: মাসুম ভাই,স্ত্রৈণ শব্দের মানে কি ? ;)

০২ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৯

শওকত হোসেন মাসুম বলেছেন: মাসুম

৫৪| ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৮:৪১

নুশেরা বলেছেন: এই টপিকে একের পর এক লেখা আসার মাজেজা কী হইতে পারে?

১. কেউ ডিস্টাব দিতেছে; লেখক তারে মনে করায় দিতেসেন যে হোম মিনিস্ট্রি অকুপাইড।

২. ১ নাম্বারের উল্টাটা। নিজের করুণ হালের গীত গায়া লেখক নিজেই কাউরে কিছু ঈশারা দিতে চাইতেসেন ;) :P

০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:০১

শওকত হোসেন মাসুম বলেছেন: কেউইতো ইশারা বোঝে না। বড়ই আফসুস। আপনিই একমাত্র বুঝলেন। ইয়ে মানে........;) :P

৫৫| ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৩

ফারহান দাউদ বলেছেন: নুশেরা আপা, মাসুম ভাইয়ের বউয়ের যন্ত্রণা বিষয়ক পোস্টগুলা টানা পইড়া এখটা পুরানো গল্প মনে পড়লো। সেই যে, রাজা কইলো, কে কে বউরে ডরাও তারা একদিকে যাও, যে যে ডরাও না তারা আরেক সাইডে খাড়াও। একজন বাদে সবাই এক সাইডে গেলগা, তারা বউরে ডরায়। যে গেলনা, রাজা জিগাইলেন, তুমি তাইলে বউরে ডরাও না? বেচারা কয়, আসলে হইসে কি রাজামশাই, আমার বউয়ে কইসে যেইখানে ভিড় সেইখানে না যাইতে।
গল্পটা ক্যান মনে হইলো? মনে হইলো এই লাইগা যে, মাসুম ভাইরে আবার তার বউ এইসব লেখতে অর্ডার করেন না তো, যে জনগণরে এইসব লেইখা দেখাও স্ত্রী ভয়ে কম্পিত নহে আমার হৃদয়, আমি কি করি আমার বউ খবরই জানে না? হাজার হোক, জামাইয়ের সামাজিক মানইজ্জতের ব্যাপারটাও তো উনিই খিয়াল রাখবেন।:)

০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:০০

শওকত হোসেন মাসুম বলেছেন: ফারহানরে তো অভিজ্ঞই মনে হইতাছে। :)

৫৬| ০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ১১:১৪

ভাঙ্গন বলেছেন: ব্যাচেলরদের উর্পে করারোপ প্রস্তাবের তীব্র নিন্দা করছি।:)


লাস্টের দুইলাইন বাদে বাকি লেখায়:)
...প্লাস

০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:০১

শওকত হোসেন মাসুম বলেছেন: ঠিক আছে। আপনারে ট্যাক্স দিতে হইবো না।

৫৭| ০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৫

দূর্ভাষী বলেছেন: বউ বাপের বাড়ি গেছে, ভাই গো কি শান্তি নিরিবিলি বাসায় আমি একা আর আমার ল্যাপটপ, এর চেয়ে শান্তির কি আছে!!

কর বসানোর প্রস্তাবে সহমত, তবে করের টাকা একা খাইবেন তা হবে না তা হবে না, ব্লগের সকল শহীদদের প্রতি সমবন্টন করতে হবে। আর যারা সিনিয়র (আগে যারা শহীদ) তারা একটু বেশী পাইলে ও পাইতে পারেন।

(আমি কিন্তু ৫ বছর আগে শহীদ হইছি)

০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৬

শওকত হোসেন মাসুম বলেছেন: এই তো সঙ্গী পাওয়া গেছে। ভাগ আপনি পাইবেন, আর কেউ না পাইলেও।

৫৮| ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪১

ফেরারী পাখি বলেছেন: বস জোশ হইছে. দেরীতে পড়নের লাইগা বড়ই আফসুসিত।

০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

শওকত হোসেন মাসুম বলেছেন: ব্যাপার না। মেয়েরা সবাই গালি দিল, আপনিই একমাত্র ভাল কইলেন। আমার আফসুস নাই।

৫৯| ০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০১

পুরাতন বলেছেন: হা হা হা হা :D

০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

শওকত হোসেন মাসুম বলেছেন: :D

৬০| ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩৫

পারভীন রহমান বলেছেন: গালি দিলাম না মাসুম ভাই, লেখাটা দারুণ হয়েছে

০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৩

শওকত হোসেন মাসুম বলেছেন: কার কমন পড়লো?

৬১| ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৩

খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
দুর থেকে খেলা দেখতে ভালাই লাগে মাগার খেলোয়াড় হিসাবে যখন নিজেকে চিন্তা করি তখন ভয়ে হাত পা .............

০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৮

শওকত হোসেন মাসুম বলেছেন: আরে মাঠে নাইমা পড়েন। কুন চিন্তা নাই।

৬২| ০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:২৬

ফারহান দাউদ বলেছেন: মাসুম ভাই, আপনাদের দেইখা ঘাঁতঘোত বুঝার চেষ্টায় আছি আরকি।:|

০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১৯

শওকত হোসেন মাসুম বলেছেন: ভবিষ্যতে ফলাফল জানাইয়েন, দাওয়াতসহ।

৬৩| ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫১

টোনা বলেছেন: ভালো হইসে তা বলার অপেক্ষা রাখে না ...

আপনে কি ফারুকির ৬৯ দেখসেন ?? বারবার সেজুতির প্রসঙ্গ টানাটা ... আপনে যখন ভাবীরে নিয়া লেখেন তখন আমার ওইরকমই মনে হয় , আফসোস পাবলিকে খালি কষ্টটাই দেখলো , ভালোবাসাটা দেখলো না ;) ;)

০৯ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৭

শওকত হোসেন মাসুম বলেছেন: ৬৯ দেখি নাই। তবে কি বিষয় বুঝতে পারছি।
আপনিই খালি বুঝলেন।

৬৪| ০৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

পারভীন রহমান বলেছেন: না, মানে কার যে কমন পড়ল মাসুম ভাই বুঝতে পারি নাই :P

০৯ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৬

শওকত হোসেন মাসুম বলেছেন: জিগাইয়া দেখেন।

৬৫| ০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩২

কালপুরুষ বলেছেন: এই লেখাটা কোন ফাঁক গলে চোখ এড়িয়ে গেছে টের পাইনি। ভাগ্যিস সাম্প্রতিক মন্তব্যের ঘরে দেখতে পেয়ে এসে দেখি এমন চমৎকার একটা লেখা। খুব ভাল লাগলো। আপনার লেখার রস এমনই আঁঠালো পানি দিয়ে ধুলে যায়না, আঁঠা ছাড়াতে স্পিরিট দিয়ে মুছতে হয়। আর এই স্পিরিটের গন্ধ একটুআধটু মুখে লেগে থাকে তাই ঘরের মানুষ ভাবে যে আমি নেশা করেছি। তার খুব অবাক হবার পালি। যে মানুষ বিয়ার কিংবা কোল্ড ড্রিংকস্ কখনো পান করেনা সে মানুষের মুখে নেশার গন্ধ কেন! কী যে যন্ত্রণা! লেখা পড়েও শান্তি নাই।

০৯ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৯

শওকত হোসেন মাসুম বলেছেন: ওয়াও। মন্তব্য পড়েই মুগ্ধ। এতো চমৎকার করেই বা বলতে জাতে কয়জনে?

৬৬| ০৯ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৪

শাহেনশাহ বলেছেন: বেশ রসালো এবং উপাদেয় লেখা+

১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৬

শওকত হোসেন মাসুম বলেছেন: থেংকু ভাইয়া

৬৭| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪১

শাকালাকা বুম বলেছেন: bah aonek moja pelum.....

thik e bolsen :)

bangla type koy gelo amar?

jay hok, emon hole keman hoy

Click This Link

১১ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৫৭

শওকত হোসেন মাসুম বলেছেন: পড়ছি। ভাল হইছে।

৬৮| ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০১

অমিত০৯৭ বলেছেন: আবদুর রহমান (রোমাস) বলেছেন: ব্যাচেলরদের ওপর কর বসানোর প্রস্তাবে তীব্র নিন্দা জানাইলাম

১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:০৩

শওকত হোসেন মাসুম বলেছেন: কী আর করা!!

৬৯| ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৯

শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: Click This Link

১৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

শওকত হোসেন মাসুম বলেছেন: পড়ছি

৭০| ১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১৮

জয়িতা বলেছেন: পোষ্টটা পড়ে খুবই মজা পেলাম তবে ভাবীর পড়া খুবই জরুরী।ফুন নম্বরটা যেন কত??/

২২ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

শওকত হোসেন মাসুম বলেছেন: ফুন নাম্বার ভুইলা গেছি যে.......

৭১| ১৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫১

নাজনীন১ বলেছেন: ব্যাচেলর নারীদের উপরও কর বসানোর দাবী জানাই। আমরা এতো কষ্ট করবো, আবার বদনামও সহ্য করবো, আর তারা............X(

৭২| ২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৩

তাহসিন আহমেদ বলেছেন: মজা পেলাম।

আমি কর আরোপের তীব্র বিরোধিতা করছি। :)

৭৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৪

সামী মিয়াদাদ বলেছেন: ১ নাম্বারের উপর কোন কথা নাই...জটিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.