নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনজনদের উচিৎ কথা শোনার অভ্যাস কম, কিন্তু বেয়াদব বলার অভ্যাস বেশি। ফলাফল- আমি বেয়াদব।

আমি আলী বলছি

একজন সন্তান। একজন ভাই। একজন বন্ধু। একজন স্বামী। একজন বাবা। একজন মানুষ।

আমি আলী বলছি › বিস্তারিত পোস্টঃ

প্রেম

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

প্রথম পর্ব
ছেলেটির সাথে মেয়েটির পরিচয় হয়েছিলো শ্রেনী কক্ষের মূল দরজায় মুখমুখি সংঘর্ষের মাধ্যমে।একজন শ্রেণীকক্ষ ত্যাগ করতে যাচ্ছিলো আরেকজন যাচ্ছিলো প্রবেশ করতে।সেদিনের পর থেকে দু'জনের চোখে চোখ ঠোটে হাসি,এর পর শুরু হলো মধুর ভালোবাসা-বাসি।

দ্বিতীয় পর্ব
ছেলেটি আবেগ আপ্লুত হয়ে মেয়েটির নাম ব্লেড দিয়ে নিজ হাতে খুদাই করে লিখে নিলো।
সামান্য রক্ত আর যন্ত্রনা মেয়েটিকে ভেবে সয়ে নিলো।
মেয়েটি নিজ নাম ছেলেটির হাতে দেখে বেশ আনন্দিতও হলো,আদরের স্পর্শে নামের উপর একটি চুম্বন বসিয়ে হাতে হাত রেখে কথা দিলো-"এ জীবনে আমি শুধুই তোমার।"

তৃতীয় পর্ব
কোন একদিন কলেজ থেকে ফিরে মেয়েটি নিজ গৃহে আবিষ্কার করলো তার ডাক্তার ভাই কোন এক আগুন্তুক নিয়ে ছুটি কাটাতে বাড়ি এসেছে।
মেয়েটির মা জানান দিলো সেই আগুন্তুকও ডাক্তার,যেকিনা আসার পথে ডায়মন্ড ওয়ার্ল্ডে কিছু টাকা ব্যয় করে এসেছে।

চতুর্থ পর্ব
রাতের আহারের পর মেয়েটির মা নিজের সর্বোচ্চ প্রতিভা প্রয়োগে মেয়েটিকে সাজিয়ে সেই আগুন্তুকের সামনে নিয়ে গেলো।
মেয়েটি বরফের মত জমে গিয়ে শক্ত হয়ে বসে রইলো,আগুন্তুক সেই বরফ পানিতে রূপান্তর করতে পকেট থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডে ব্যয় করা অর্থে কেনা দামি বস্তুটি বের করে মেয়েটির হাতের বিশেষ আঙ্গুলে পড়িয়ে দিলো।

পঞ্চম পর্ব
মেয়েটি সুন্দর ডিজাইনের একটি কার্ড হাতে ছেলেটির সামনে গিয়ে বললো-"কার্ড টি রাখো,তবে খেয়াল রেখো,কার্ডে যে ডাক্তারের নাম লেখা তার চেম্বারে গিয়ে হাতে লেখা আমার নামটি মুছার চিকিৎসা নিতে যেও না।"

ষষ্ঠ পর্ব
ছেলেটি নতুন ব্লেড কিনেছে,হাতে লেখা নামের দু একটা বর্ণ মুছে ফেলেছে, সামান্য রক্ত আর যন্ত্রনা সইবার ক্ষমতা হারিয়েছে বলে চোখের জল মাটিতে পরছে।
মেয়েটি এখন লক্ষি বধুর ভুমিকায় ডাক্তারের সাথে সানন্দে-আনন্দে দিন শেষে বিকেলের রোদে ছাদে বসে কফির মগে চুমুক দিচ্ছে আর ডাক্তারের দিকে তাকিয়ে মুচকি হাসছে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

শাহিবযাদা সোহান বলেছেন: ভালো লাগলো,তোবে ছেলে কি এখনো অপেক্ষারত আছে?

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

আমি আলী বলছি বলেছেন: অপেক্ষায় আছে,তবে মেয়েটির জন্য নয়।
বাকি বর্ণ গুলো মুছে ফেলার অপেক্ষায়।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

নির্বাসিত_নির্বাক বলেছেন: ভালো।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

আমি আলী বলছি বলেছেন: :)

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
:)

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

আমি আলী বলছি বলেছেন: :)

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

রানার ব্লগ বলেছেন: ছেলেরা আজীবন অপেক্ষাতেই থাকে।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১১

আমি আলী বলছি বলেছেন: আর মেয়েরা সুখে স্বপ্ন দেখে আগামি দিনের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.