|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 আমি আলী বলছি
আমি আলী বলছি
	একজন সন্তান। একজন ভাই। একজন বন্ধু। একজন স্বামী। একজন বাবা। একজন মানুষ।
বর্তমানে বিশ্বাস নির্ভর করে মিথ্যার উপর।যে যত গুছিয়ে মিথ্যা বলতে জানে সে ততই বিশ্বাসী।
মুদি দোকানি কোন ভাবে যদি বুঝিয়ে দিতে পারে আপনার হাতে ধরিয়ে দেয়া পন্যটিই তার দোকানের সেড়া পন্য,তবে আপনি বিশ্বাস করে মূল মূল্যের পাঁচ টাকা বেশি দিয়েই সেই পন্যটি কিনে নিবেন।
ফল বিক্রেতা কোন ভাবে যদি বুঝিয়ে দিতে পারে আপনার হাতে তুলে দেয়া ফলটিই তার দোকানের একমাত্র ফল,যেটায় সে কোন ফর্মালিন ব্যবহার করেনি ও এই ফল স্বর্গীয় ফলের ন্যায় সুস্বাদু, তবে আপনি বিশ্বাস করে সেই ফল ওজনে কম এনেও বাড়তি দাম হাসি মুখে দিয়ে আসবেন।
কোচিং ব্যবসায়ী শিক্ষকটা যদি কোন ভাবে বুঝিয়ে দিতে পারে, তার কাছে পড়লেই আপনার সন্তান নিশ্চিত জিপিএ পাঁচ পাবে,তবে শিক্ষকের হাত থেকে ছেলে পরীক্ষার আগের রাতে প্রশ্ন পেয়ে জিপিএ পাঁচ পাওয়ার আনন্দে সেই শিক্ষকের হাতে পাঁচ শত টাকা বকসিস দিয়ে অন্ধ বিশ্বাস নিয়ে ঘরে ফিরে আসবেন।
গার্লফ্রেন্ড দ্বিতীয় বয়ফ্রেন্ডের সাথে কথা বলা অবস্থায় আপনার কল পেয়ে কোন ভাবে যদি বুঝিয়ে দিতে পারে সে তার বাবার সাথেই কথা বলছিলো,তবে সে তৃতীয় বয়ফ্রেন্ড তৈরিতে মোবাইল বিলের খরচ টা আপনার থেকেই চেয়ে নিবে,আর আপনি বিশ্বাস করে পাঁচ টাকা বেশিই রিচার্জ করে দিবেন।
মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার বেড়াতে যাওয়ার প্ল্যান করে আপনাকে কোন ভাবে যদি বুঝাই দিতে পারে সে তার বান্ধবীর বড় বোনের গায়ে হলুদ,বিয়ে সেড়েই বাড়ি ফিরবে,তবে বাস স্টেন্ডে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা বাসে মেয়ের পাশে বসা বয়ফ্রেন্ডকেই বিশ্বাস করে বলে আসবেন-"বাবা,মেয়েটা কক্সবাজারেই যাবে,একটু খেয়াল রেখো।"
বস কোন ভাবে যদি বুঝিয়ে দিতে পারে আগামি বছরেই আপনার প্রমোশন নিশ্চিত, তবে আপনি পরবর্তী পাঁচ বছর একই পোষ্টে গাধারখাটুনি খেটেও বুক ভরা বিশ্বাস নিয়ে শত ক্লান্তি লুকিয়ে বসের সামনে হাসি মুখে দাঁড়িয়ে বলবেন-"স্যার,আর কোন কাজ করে দিতে হবে?"
বন্ধুদের সাথে ইচ্ছা মত সিগারেট টেনে মুখে সুগন্ধযুক্ত চুইংগাম চিবিয়ে আসা ছেলেটা কোন ভাবে যদি বুঝিয়ে দিতে পারে সে সব ক্লাস কোচিং শেষ করে অতি ক্লান্ত হয়ে ঘরে ফিরেছে,তবে আপনি অতি বিশ্বাসে তার হাতে অতিরিক্ত বিশ টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলবেন-"কাল থেকে আর হেটে আশিস না।"
গাজা খাওয়া ভন্ড পীর টা কোন ভাবে যদি বুঝিয়ে দিতে পারে সে ই আপনার সকল সমস্যার সমাধান,তবে আপনি বিশ্বাস করে প্রতি সপ্তাহে তার দরবারে হাজিরা দিয়ে খুশি মনে তাকে গাজা খাওয়ার জন্য শত টাকা দিয়ে আসবেন।
বন্ধ হোক বিশ্বাসের এই বেচাকেনা,এই প্রার্থনা।
 ৩ টি
    	৩ টি    	 +০/-০
    	+০/-০২|  ১২ ই মার্চ, ২০১৬  দুপুর ২:০০
১২ ই মার্চ, ২০১৬  দুপুর ২:০০
বিপরীত বাক বলেছেন: মানুষকে বিশ্বাস করা পাপ।
বাঙালীকে বিশ্বাস করা বিপদজনক।
লেখক হুমায়ুন আজাদ
৩|  ১২ ই মার্চ, ২০১৬  বিকাল ৩:৩১
১২ ই মার্চ, ২০১৬  বিকাল ৩:৩১
বিজন রয় বলেছেন: মানুষকে বিশ্বাস করতে হবে। ঠকলেও। না হলে সব শেষ হয়ে যাবে।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৬  দুপুর ১:২০
১২ ই মার্চ, ২০১৬  দুপুর ১:২০
মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: আপনি বিশ্বাস করে পাঁচ টাকা বেশিই রিচার্জ করে দিবেন খুব হাসি পাচ্ছে
 খুব হাসি পাচ্ছে