নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

কিভাবে এলো ৩৩ নম্বরে পাশ !

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯



১৮৫৮ সালে উপমহাদেশে ১ম বারের মত মেট্রিকুলেশন পরীক্ষা চালু করা হয়। কিন্তু পাশ নম্বর কত হবে তা নির্ধারণ নিয়ে বোর্ড কতৃপক্ষ দ্বিধাদ্বন্দে পড়ে যায়, এবং ব্রিটেনে কনসাল্টেশনের জন্য চিঠি লেখা হয়।

তখন ব্রিটেনে স্থানীয় ছাত্রদের জন্য পাশের নম্বর ছিল ৬৫। সে সময় ইংরেজ সমাজে একটা প্রচলিত ধারণা ছিল, "The people of Subcontinent are half as intellectual and efficient as compared to the British" অর্থাৎ "বুদ্ধি ও দক্ষতায় উপমহাদেশের মানুষ কে ইংরেজদের তুলনায় অর্ধেক বলে মনে করা হতো"।

এর-ই ধারাবাহিকতায় মেট্রিকুলেশনের পাশ নম্বর ৬৫ এর অর্ধেক ৩২.৫ নির্ধারণ করা হয়। ১৮৫৮ সাল হতে ১৮৬১ সাল পর্যন্ত পাশ নম্বর ৩২.৫ ই ছিল। ১৮৬২ সালে তা গননার সুবিধার্থে বৃদ্ধি করে ৩৩ করা হয়। সেই থেকে এই ৩৩ নম্বর-ই চলছে। ফেডারেল পাকিস্তানেও ছিল, বাংলাদেশেও তাই চলছে।

লক্ষনীয় ও আজব ব্যাপার হল, প্রায় দুই শতাব্দী পরেও আমাদের শিক্ষা ব্যবস্থায় ৩৩ নম্বরে উত্তীর্ন হওয়ার ধারাবাহিক ইতিহাস বদলায়নি।
ঘটনাটি কী সতিই? প্রশ্ন সবার কাছে।




(FB থেকে collected)

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:



বিশ্বে বাংগালীদের প্রোফাইল দেখে মনে হচ্ছে, এখন উহাকে ১০'এ নামিয়ে আনার দরকার।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অবস্থাটা এরকমই হয়েছে।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

ব্লগ সার্চম্যান বলেছেন: খুব ভালো একটা বিষয় সামনে তুলে এনেছেন । যুগের সাথে সব যখন পরিবর্তন তখন এরও একটা পরিবর্তন আনা প্রয়োজন।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হ্যাঁ এরও পরিবর্তন আনা প্রয়োজন।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: পাশ নম্বর যত কম, শিক্ষার হার তত বেশি!

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম ঠিক কথা। পাশ নম্বর যত কম, শিক্ষার হার তত বেশি! আমাদের দরকার পাশের হার!!!

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

আমরাই মনে হয় সবচে পিছিয়ে পড়া পাস নাম্বারে!!!!

ঘটনার সত্যতা কতটুকু? যদি সত্যি হয় তবে এই অপমানজনক রীতি আজো বহাল রাখা লজ্জ্বাজনক।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পাশ নম্বর বাড়ানো দরকার।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

ব্লগ মাস্টার বলেছেন: হুম মাথা নষ্ট হয়ে যাওয়ার মত ।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক তাই।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১০

আরোগ্য বলেছেন: বাঙালীর ব্রিটিশ ভক্তি আজও পরিলক্ষিত হয়।বেশ।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হুম সেইজন্যই এখনো ব্রিটিশ আমালের বহু আইন কানুন বিদ্যমান।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি মনে করি আমাদের পাস নম্বর আর মান বৃদ্ধি করা দরকার। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম সেখানে পাস নম্বর ছিল ১০০-তে ৪০। কিন্তু সব বিষয় মিলে গড়ে ৪৫% না পেলে ফেল। এমন কোন নিয়ম করা যেতে পারে।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এমন নিয়ম করাই এখন সময়ের চাহিদা।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যুক্তি থাকলেও বিশ্বাস করতে
কষ্ট হয়! আসলেই কি তাই?
ইংরেজরা আমাদের এতই
ছোট ভাবরতো? ভাবতেও
খারাপ লাগছে!

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার এখনো বিশ্বাস হচ্ছেনা। তবে হওয়ার সম্ভাবনাটা বেশি।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯

রাজীব নুর বলেছেন: জানলাম।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জানার কোন শেষ নেই জানার চেষ্টা বৃথা তাই। :)

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: পাশ মার্ক বাড়ানো দরকার।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক বলেছে। ধন্যবাদ।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮

আরাফআহনাফ বলেছেন: সত্য কথা - পরীক্ষার মতো পরীক্ষা হলে ৬৫ পাওয়া দায় হয়ে যাবে আমার মতো আধা-মেধাবীদের!!!!

তবে এখনকার শিক্ষাব্যবস্থার যে হাল-চাল তাতে ৬৫ নম্বরকে পাশ মার্ক করা যেতে পারে -
৬৫ করলেও ভুরি ভুরি পাশ করবে - আই এম জিপিএ ফাইভএর এ সময়ে! !


সুন্দর তথ্যের জন্য ধন্যবাদ।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ইয়েস সার। আই এম জিপিএ ফাইভ। :D

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৮

প্রামানিক বলেছেন: পাশ মার্ক সম্পর্কে এমন ইতিহাস জানা ছিল না জেনে ভালো লাগল। ধন্যবাদ

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ০৬ ই মে, ২০১৯ রাত ১:২১

বলেছেন: বিজ্ঞানীদের সবচেয়ে বড় সংস্থার প্রধান একজন বাঙালি,
গুগলের চিফ অপারেশন অফিসার বাঙালি,
তারপর ও
বিশ্বে বাংগালীদের প্রোফাইল নিয়ে নিচু মনমানসিকতা পাগলের প্রলাপ।


পাশ মার্ক শতকের গড়ে এসেছে এটা বৃটিশ সৃষ্টি নয়।

০৬ ই মে, ২০১৯ সকাল ৮:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ১০ ই মে, ২০১৯ রাত ৯:৪১

আহমেদ জী এস বলেছেন: দেশ প্রেমিক বাঙালী,




আমার তো মনে হয় কোনও পাশমার্কই থাকা উচিৎ নয়। সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই পাশ। আর যদি থাকতেই হয় সেটা হতে হবে ৬০।

১৪ ই মে, ২০১৯ বিকাল ৩:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জ্বী আপনি ঠিকই বলেছেন তবে এক্ষেত্রে শিক্ষাব্যবস্থাকে একেবারেই ঢেলে সাজাতে হবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৩৩

ফাহাদ হামযা বলেছেন: ভাই কোনো নাম্বার লাগবে না শুধু ...লীগ করলে হবে..! তাহলে জাতি শতভাগ পাস্/উন্নতি হবে

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি কিছু বুঝিনা ভাই।






ভালো থাকুন নিরন্তর।।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৩১

সোহানী বলেছেন: সবার কথা বলতে পারবো না কিন্তু কানাডায় ইন জেনারেল পাস মার্ক ৫০%। তবে সাবজেক্ট ভেদে ভিন্ন। যেমন আমি যে বিষয়ে পড়েছিলাম সেখানে ৭০% পাস মার্ক। আবার আমার হাজবেন্ড পড়েছে যেখানে সেখানে ৮৫%............।

তবে দেশে অবশ্যই চেইন্জ করা উচিত।

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।






ভালো থাকুন নিরন্তর।।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা ইংরেজদের অর্ধেক বুদ্ধি পেলেও এই দেশটার আজ এরকম অবস্থা হত না। আমরা ইংরেজদের ১০ ভাগের ১ ভাগ বুদ্ধি ও দক্ষতাও পাইনি...

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক বলেছেন।







ভালো থাকুন নিরন্তর।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.