![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।
‘১৯৭১’ সেই সময় যখন বাঙ্গালি তাঁর অধিকার আদায়ে সোচ্চার হয়েছিলো ।‘২০১৩’ মনে হচ্ছে আরও একবার তাই হতে হবে ।
আজ থেকে ঠিক ৪২বছর পূর্বে যারা পাকিস্তানিদের অন্যায় রুখেছিল, যাঁদের ভাই বোন বাবা মা ৪২বছর আগে দেশটাকে স্বাধীন করেছিলো স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলো, আজ তাঁদেরই ভাই বোন তাঁদের সেই স্বাধীন সোনার দেশটাকে নিয়ে এক মজার খেলা খেলছে ।আগে অন্যেরা দেশটাকে নিয়ে খেলেছিল আর এখন আমরা ।বেশ ভালো একটা খেলনা মনে হয় আমাদের এই দেশটা, তাইনা ?
আচ্ছা একবার ভাবতো ৪২বছর আগের সেই দিনটা যখন আমাদের কাছে কিচ্ছু ছিলনা, ছিল শুধু ইচ্ছা শক্তি ।দেশকে স্বাধীন করার ইচ্ছা ।তখন কিন্তু ঠিকই বড় বড় হাতিয়ারের সামনে আমাদের ছোট্ট ইচ্ছা শক্তিই দেশকে স্বাধীন করেছিলো ।আর ভাবো এখন যখন আমাদের কাছে আগের চেয়ে অনেক বেশি জিনিস আছে কিন্তু তা ব্যাবহার হচ্ছে তাঁদের বিরুদ্ধে যাঁদের জন্য আজ আমরা স্বাধীন দেশের নাগরিক ।
কাঁদের পুড়িয়ে মারছ তোমরা যারা দুবেলা পেটের দায়ে ঘড় থেকে বেরোয় !কাঁদের ঘড় বাড়ি জ্বালিয়ে দিচ্ছ যারা একসময় জাতি গোত্র ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে স্বাধীন করেছিলো !কাঁদের সম্পত্তি নষ্ট করছ যাঁদের সম্পদ বলতে শুধু একটা ভিটে বাড়ি !কাঁদের স্বপ্ন নষ্ট করছ যাঁদের স্বপ্ন বলতে শুধু বেঁচে থাকা !তোমরা তাঁদেরই মারছ যাঁদের জন্যে আজ পুরো বিশ্বের কাছে তোমরা স্বাধীন ।তাঁদেরই ক্ষতি করছ যাঁদের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে ।
ভুলে যেওনা “চোখের বদলে চোখ, জাতিকে অন্ধ করে দেয়” ।হরতাল অবরোধ এখন মানুষের কাছে ডাল ভাত কিন্তু আর কতদিন একটা চেয়ারে বসতে দুইজন লড়বে তা বলা সম্ভব না ।কিন্তু এই জঘন্য খেলা বন্ধ করা যেতে পারে ।বেশি কিছুর দরকার পরবেনা শুধু একটুখানি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসকে জাগিয়ে তুলতে হবে ।আর মানুষ বিশেষ করে বাঙ্গালি যে চাইলেই সব পারে তা আশা করি নতুন করে বলে দিতে হবেনা ।
চল সবাই বুকে সাহস নিয়ে একবার উচ্চস্বরে বলি -“জয় বাংলা” ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১
মশিকুর বলেছেন:
রাজনৈতিক সমীকরণে সবচেয়ে বেশী ক্ষতি হচ্ছে একেবারে হতদরিদ্র মানুষ। একেবারে নগ্ন হামলা চলছে তাদের উপর। সাবাই দেখেও না দেখার মত করে আছি!!
শুভকামনা।