![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।
ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় সবার
সাথে রেস দিতে ।রেস না দিলে কেউ
তোমাকে ধাক্কা দিয়ে চলে যাবে ।
সবাই শুধু তাদের সব আশা আকাঙ্খ ইচ্ছা শখ আমাদের
উপর চাপায় দেয় ।বাবা তুই এ হবি ।
এটা করলে ওটা হতে পারবি ওটা করলে হতে পারবিনা
।তুই সারাদিন পড় ।পড়লে অনেক ভালো রেজাল্ট
করতে পারবি ,অনেক ভালো জায়গায়
ভর্তি হতে পারবি ।অনেক বড় হতে পারবি ,অনেক
ভালো থাকবি................আরে বড় তো তখন হয় মানুষ যখন
সে ভালো থাকে ।আর মানুষ ভালো তখন থাকে যখন
তাকে তার মনের মতো কজটা করতে দেয়া হয় ।অন্যের
ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের টাকে নষ্ট করে কিছু
হওয়াকে হয়তো সফল লাইফ বলে কিন্তু সুখি লাইফ
বলা যায়না ।একজনকে সেই কাজটাই করা উচিত
যেটা সে করতে চায় বা করতে ভালোবাসে ।
তাহলে এই পৃথিবীতে অসফল বলে কেউ থাকবেনা ।
কারো সাথে রেস না দিয়ে নিজে যা করতে ভালোবাস
তাই করো তাহলে দেখবে তুমি তাদের চেয়ে অনেক
আগায় আছো ।
©somewhere in net ltd.