নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে লিখতে হবে ?আমি কিছুই না একদম রাস্তার ধারের চায়ের দোকানদারের মতোই সাধারণ একজন ।চায়ের দোকানদার যেমন সবাইকে চা বিলি করে আমিও তেমনি স্বপ্ন বিলি করি ।এটুকু আমি বিশ্বাস করি যে “imagination is more important than knowledge” তাই আমি বলবো অসম্ভব কিছু

ব্লগার বিশ্বাস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।

ব্লগার বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন ফাঁস

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৫

“tomorrow is my exam but I’m not worried because some paper can’t decide my life.” এটা আমার না বিখ্যাত একজনের উক্তি ।



চারিদিকে তো প্রশ্ন ফাঁসের মেলা বসে গেছে !আসলে এই প্রশ্ন ফাঁসের কারণটা কি ?কারণটা তেমন কিছুই না ,শুধু নম্বর বা গ্রেড ।যে প্রশ্ন ফাঁস করে সে জানে যে এ জিনিসটাই সব আর যে কেনে সেও জানে যে এটা ছাড়া পৃথিবীতে কিছু করাই সম্ভব না ।আসলেই কি নম্বর বা গ্রেড ছাড়া পৃথিবীতে কিছু করা সম্ভব না ?



আচ্ছা ধরি যে একজন ছাত্র ইলেক্ট্রনিক্স নিয়ে পড়ছে সে খুব ভালো স্টুডেন্ট, সবসময় টপ করে ।ওকে যদি একটা ফ্যান ঠিক করতে দেয়া যায় ?আমি বাজি ধরে বলতে পারবো ও ফ্যান ঠিক করতে পারবেনা ।কিন্তু একটা ফ্যানের মেকার কিন্তু ওর চেয়ে কম পড়াশুনা জানে ও কিন্তু ঠিকই পারবে ফ্যানটা ঠিক করে দিতে ।



আশা করি উদাহরণ পড়ে সবাই বুজেছো মূল কথা ।নম্বর না শিক্ষা বলেও পৃথিবীতে কিছু আছে ।মুখস্থ করে হুবহু খতায় লিখে ৯৫% নম্বর পেলেই শেখা পূর্ণ হয়না ।



3 idiots এর একটা লাইন আমার খুব প্রিয় ।বাংলায় লিখলাম –“চাবুকের ভয়ে তো সার্কাসের বাঘও লাফায় চেয়ারে বসা শিখে যায় কিন্তু এদের আমরা প্রশিক্ষিত বাঘ বলি, শিক্ষিত নয়” ।



আশা করি একদিন সবাই নম্বরের জন্য না শেখার জন্য পড়বে ।কিন্তু কবে যে আসবে সেইদিন কে জানে !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৭

বন্ধুহারা০০ বলেছেন: হুম ভাল লেগেছে আপনার কথা।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

ব্লগার বিশ্বাস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.