নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে লিখতে হবে ?আমি কিছুই না একদম রাস্তার ধারের চায়ের দোকানদারের মতোই সাধারণ একজন ।চায়ের দোকানদার যেমন সবাইকে চা বিলি করে আমিও তেমনি স্বপ্ন বিলি করি ।এটুকু আমি বিশ্বাস করি যে “imagination is more important than knowledge” তাই আমি বলবো অসম্ভব কিছু

ব্লগার বিশ্বাস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।

ব্লগার বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা তুমি কি শুনছো ?

২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪

আজ থেকে ৪৩ বছর আগের কথা ।দেশ স্বাধীন হওয়ার পর এমনই একটা দিনে সবাই দুঃখ আনন্দ দুটোই করছিলো ।একদিকে কিছু হারানোর দুঃখ অপরদিকে কিছু পাওয়ার আনন্দ ।সেদিন এই জাতি যা হারিয়েছিল তা ছিল আপনজন আর যা পেয়েছিল তা স্বাধীনতা ।কিন্তু আজ এই স্বাধীনতার মূল্য কতটুকু ?সেদিন আপনজনকে মেরেছিল শত্রুরা আজ আর মারছে বন্ধুরা ।

বেশিকিছু না জানলেও এটুকু জানি ৪৩ বছর আগের সেইদিনটায় মানুষের মাঝে আজকের মতো ভেদাভেদ ছিলোনা ।সেদিন হাতে হাত মিলিয়ে ১০ টা হোক বা ১০০ টা, শত্রুর বিপক্ষে ঠিকই সবাই রুখে দাঁড়িয়েছিলো ।কিন্তু আজ যেন আমরাই আমাদের শত্রু !সেদিন দমন করতে হয়েছিলো বাহিরের শত্রু আর আজ মারতে হচ্ছে পাশের বাসার ছোটবেলার ক্রিকেট খেলার সেই বন্ধুটাকে ।এটাই কি দেখার বাকি ছিল ?সকালে খেলা দেখছিলাম তো হঠাৎ-ই একটা চ্যানেলে চোখ আটকে গেলো ।ওখানে কতজন মারছিল ঠিক বলতে পারবোনা কিন্তু মার খাচ্ছিল ‘একজন’ ।একটা লোক কখন এতোটা দয়ামায়াহীন হয়ে পরে ?যখন তার ভাবার ক্ষমতাটা নষ্ট করে দেওয়া হয় ।তাকে বুঝিয়ে দেওয়া হয় যে তোমাকে এইটা করতে হবে ।রাজনীতি ।ব্যাপারটাতে আমি খুব একটা অভিজ্ঞ যদিও না তবুও কেন যেন মনে হয় আমরা ভুল পথে হাঁটছি ।রাজনীতি=দাঙ্গা, খুনোখুনি, মারামারি কখনোই হতে পারেনা ।ক্ষমতায় যেই থাকুক তার মূল কাজ একটাই ।দেশের শান্তি বজায় রাখা ।কিন্তু এরাই তো উল্টো অশান্তি সৃষ্টি করে ।

আর আমরা, মানে জনগণ ।কতো ভালো ।তাইনা ?“আরে ও মার খাচ্ছে খাক না ।আমার কি ?”কিন্তু যেদিন নিজেরই আপন ভাইকে ওভাবে ১০জনের মাঝে মার খেতে দেখবেন সেদিন কি করবেন ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

খেলাঘর বলেছেন:


সালমান রহমান, ফালু, জয়, তারেক, হাসিনা, খালেদা, কর্ণেল ফারুক, ওবায়দুল কাদের, বদি মিয়ার মতো ৫০ লাখ বাংগালী স্বাধীনতাকে ভালোবাসে; যত সমস্যা আপনার!

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

ব্লগার বিশ্বাস বলেছেন: ঠিক বুঝলাম না আপনার কথার অর্থ

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫১

খেলাঘর বলেছেন:

১৭ কোটীর জন্য স্বাধীনতা আসে নেই; সালমান রহমান, ফালু, জয়, তারেক, হাসিনা, খালেদা, কর্ণেল ফারুক, ওবায়দুল কাদের, বদি মিয়ার মতো ৫০ লাখ বাংগালী স্বাধীনতাকে উপভোগ করছে।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫২

ব্লগার বিশ্বাস বলেছেন: তা আপনি ভুল বলেননি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.