নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে লিখতে হবে ?আমি কিছুই না একদম রাস্তার ধারের চায়ের দোকানদারের মতোই সাধারণ একজন ।চায়ের দোকানদার যেমন সবাইকে চা বিলি করে আমিও তেমনি স্বপ্ন বিলি করি ।এটুকু আমি বিশ্বাস করি যে “imagination is more important than knowledge” তাই আমি বলবো অসম্ভব কিছু

ব্লগার বিশ্বাস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।

ব্লগার বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

আমরা কি পারিনা নিজেদের মানুষ বলে পরিচয় দিতে ?

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৯

পৃথিবীতে কোন জিনিস না থাকলে ঝগড়া বিবাদ যুদ্ধ হানাহানি কম হতো ?
উত্তরঃ ধর্ম ।
তাহলে কেউ বলত না যে ও হিন্দু আমি মুসলিম আমি হিন্দু ও বৌদ্ধ আমি বৌদ্ধ ও খ্রিস্টান ।কেউ বলতনা ওর ধর্ম নিচু আমার উঁচু ।আমার ধর্ম শান্তির ওর অশান্তির ।আমার দেশে ওর কোন জায়গা নেই ।ওকে ওর দেশে পাঠাও ।
একদিকে মানুষ যেমন কৃপণ তেমনি নিজের বড়াই করতে এরা বেশি ভালবাসে ।আর এই জন্যেই আজ অকারণে মানুষ মানুষকে হত্যা যজ্ঞে মেতে উঠেছে ।শুধু আজ কেন আরও অনেক আগে থেকেই এইসব চলে আসছে ।নিজের ধর্মের বড়াই নিয়ে যে আর কতদিন এমন চলবে তা বলা সম্ভব না ।কিন্তু মানুষ যদি নিজেকে ধর্মের পরিচয়ে পরিচয় না দিয়ে সব মানুষ যদি নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতো ?আমি মানুষ ও মানুষ ।আমার যেমন বিবেক বুদ্ধি ইচ্ছা রাগ অহংকার আছে তেমনি ওরও রয়েছে ।লালন শাহ্‌ তাঁর কবিতায় বলেছেন;
“কেউ মালা, কেউ তসবি গলায়,
তাইতে কি জাত ভিন্ন বলায়,
যাওয়া কিংবা আসার বেলায়
জেতের চিহ্ন রয় কার রে ।”
তাহলে হয়তোবা ঝগড়া বিবাদ যুদ্ধ হানাহানি অনেকাংশে কমানো যেতো । (আমি এখানে কোন ধর্মকে ছোট অথবা কোন ধর্মকে বড় করিনি তাই কেউ তর্কে না গেলে খুশি হবো )

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫

নীল আকাশ ২০১৪ বলেছেন: প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বব্যাপী প্রায় আড়াই কোটি লোক নিহত হয়েছে। এটা কি ধর্মের জন্য?

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৬ কোটি লোক মারা গেছে। ওটা কি ধর্মযুদ্ধ ছিল?

৭১ এর মুক্তিযুদ্ধে আওয়ামী মতানুসারে ৩০ লাখ লোক মারা গিয়েছিল। এজন্য কোন ধর্ম দোষী?

এছাড়া বড় বড় যুদ্ধের মধ্যে পড়ে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ, চাইনিজ ও মঙ্গোলিয়ানদের যুদ্ধ, জাপান রাজা - সামুরাই যুদ্ধ। আচ্ছা, আফ্রিকায় যে কয়টা গৃহযুদ্ধে অসংখ্য মানুষ মারা গেছে, তার কয়টা হয়েছে ধর্মের জন্য?

কথায় কথায় ধর্মের দোষ-ত্রুটি না ধরে নিজের দোষ-ত্রুটি খুঁজে বের করুন। আখেরে ওটাই কাজে দেবে।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২২

ব্লগার বিশ্বাস বলেছেন: ৭১ এ তো স্বাধীনতা আদায়ের জন্য সব ধর্মের লোকই যুদ্ধ করেছিল ।তাইনা ?তা আজ স্বাধীনতার ৪৩ বছর পর আমারাই আমাদের মারছি কেন ?ধর্মের দোষ ওই একটাই ।বুঝলেন ?মানুষের মাঝে তফাত তৈরি করে ।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪

আহলান বলেছেন: আপনে ঠিকই বলেছেন ..ধর্ম না থাকলেই ভালো হতো..... আমরা কুকুর বেড়ালের মতো যা খুশি করতে পরতাম ..... এখন ধর্মের কারণেই অনেকে অনেক কিছু থেকে বিরত থাকি .... ধর্ম আছে বলেই খারাপ ভালোর প্রশ্ন আছে, ধর্ম না থাকলে আর এসব মেনে বেছে চলা লাগতো না ..... কেউ আমার ভাবী হতো না, সবাইকেই বউ ভাবতে পারতাম ..... আহ কি সুখেই না দিন কাটাইতাম ..... ;) ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৯

ব্লগার বিশ্বাস বলেছেন: ও আচ্ছা তাই না ?তা বউ নাহয় ভাবাটা খারাপ ।তা অন্যের ধর্মের অমর্যাদা করাটা তো আসা করি সব ধর্মে লেখা আছে ।তাইনা ?কুকুর বিড়ালের ধর্ম নাই তাই ওরা আমাদের মতো নিষ্ঠুর না ।আর ভালো খারাপ মনুষ্যত্ব দিয়ে বোঝা যায়, ধর্ম দিয়ে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.