![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।
pk .বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ছবি । তো এই ছবির মূলভাবটা কি ? ধর্ম নিয়ে মানুষের মাঝে যে ভেদাভেদ সেইটা তুলে ধরা । ধর্ম নিয়ে কিছু মানুষের ব্যবসার দিকগুলো তুলে ধরা । আর আমরা কি বানাইছি ?
হিন্দু ধর্মে অনেক গোঁড়ামি আছে । মূর্তি পূজা নিয়ে বলছে কিন্তু মুসলিমদের মসজিদ নিয়ে বলেনি । ইসলাম ঠিক আছে, হিন্দু খাও বাঁশ ! তাইনা ? তো আমি ইসলামকে ছোট অথবা হিন্দুকে বড়; কোনটারই পক্ষে না । ওখানে শুধু মন্দিরে চুরি করছে, সাধুবাবাদের অপকর্মের কথা বলছে, মূর্তির কথা বলছে শুধু ওইগুলা দেখছেন ? আচ্ছা ধরে নিলাম হিন্দুধর্মে গোঁড়ামি আছে ইসলামধর্মে নাই । তা আমার আপনার শরীরে ট্যাটু কই ? আমার বাবা মা হিন্দু, আমি হিন্দু হয়ে গেছি; আপনার আব্বু আম্মু মুসলিম, আপনি মুসলিম । ঠিক ? এইরকম একটা ফালতু বিবর্তন থেকেই তো বের হয়ে মন খুলে নিঃশ্বাস নিয়ে নিজে থেকে বুঝতে শিখতে বলার কথা বলা হয়েছে রে আহাম্মকের দল । যেইটা বুঝাইছে সেইটা বুঝ, নিজে ভুল বুঝে ছেল্লানোর দরকার আছে ? কালকে একজনের স্ট্যাটাস দেখে পুরা হাঁ হয়ে গেছি ! “আমির, তুমি অনেক ভালো একজন অভিনেতা । ইসলামকে শান্তির ধর্ম হিসাবে সকলের সামনে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ” ।আমির পড়লেও লজ্জা পাবে । এই হচ্ছে অবস্থা । আসলে ঠিকই আছে একদিক দিয়ে । রেজাল্টের আগেরদিন, বিপদে পরা এবং বিশেষ দিনগুলো বাদে যার কথা জীবনেও মনে পরেনা তাদের উপাসকদের থেকে আর কি বা আশা করা যেতে পারে ?
“ধর্মের connection fashion থেকে” । এই scene –টা কি missing ছিল আপনাদের specially ordered ছবিতে ? হয়তো ভুলে গেছেন । অথবা ওই যে “এই খেলা ভয়ের” ওই scene-টাও কি missing ?
সমস্যা ছবিতে না, সমস্যা আমাদের মাঝে । অন্যত্র শয়তানকে ধ্বংস করার আগে যেটা নিজের মধ্যে আছে সেটাকে ধ্বংস করো ।
১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
ব্লগার বিশ্বাস বলেছেন: "কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কি জাত ভিন্ন বলায় ?"-লালন
জানেন তো আশা রাখি । আমার সমস্যা ওদের হাতি দেখা অথবা এভারেজ নিয়ে নয় । আমার সমস্যা এইটা নিয়ে, যে যেখানে যেটা বোঝানো হয় বা দেখানো হয় তা না বুঝে উল্টা দিকে হাঁটা দেওয়া !
২| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০
ভবঘুরেআমি বলেছেন: pk ar dhoom 3 besi valo lagenai . 3 idiots ta valo silo
৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১
বেদুইন জাহিদ বলেছেন: আসলে সমস্যাটা ধর্মের না, আমাদের মানসিকতাই হচ্ছে আসল সমস্যা ।
আমরা সব কিছুতেই ব্যবসা খুলে বসি।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: খেপেন ক্যা ভাই!
অন্ধের হাতি দেখার গল্প জানেন না। যে যার মতো ভেবে নেবে এটাই বাস্তবতা!
এভারেজে যা বেশী তাই সার্বজনীন হয়ে যাবে!
ধর্মের নামে ব্যবসা নিয় নজরুল ইসলাম শতবছর আগে যা বলেগেছেন পিকেতো তার কাছাকাছি বলেছে মাত্র!
হায়রে ভজনালয়
তোমার মিনারে চড়িয়া ভন্ড
গায়ে স্বার্থের জয়।
তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী
মোল্লা, পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি!
খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেকানে তালা
সব দ্বার এর খোলা রবে-চালা হাতুরি শাবল চালা!!!!
হতাশ হবার কিছু নেই। সব কিচু নিয়েই জীবন!