নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে লিখতে হবে ?আমি কিছুই না একদম রাস্তার ধারের চায়ের দোকানদারের মতোই সাধারণ একজন ।চায়ের দোকানদার যেমন সবাইকে চা বিলি করে আমিও তেমনি স্বপ্ন বিলি করি ।এটুকু আমি বিশ্বাস করি যে “imagination is more important than knowledge” তাই আমি বলবো অসম্ভব কিছু

ব্লগার বিশ্বাস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।

ব্লগার বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

হিজড়া

৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:১২

কতোই না বাজে একটা শব্দ । তাইনা ? আসলেই তো ।

এমন একদল যাদের আমরা মানুষ হিসেবে গণ্যই করিনা । উল্টো তাদের নিয়ে কতোই না হাসি ঠাট্টা । বন্ধু বান্ধবদের মাঝে তো ব্যাবহার হয় বিচ্ছিরী একটা গালি হিসাবে ।

আজ সকালের হত্যাকাণ্ডটার কথা আশা করি সবারই কানে গেছে । ওয়াশিকুর নামের একজন ব্লগারকে কুপিয়ে হত্যা করা হয়েছে । কিন্তু অভিজিৎ রায়ের মতো এনার খুনিকেও কেউ আটকাতে আমার আপনার মতো সাধারণ কোন মানুষই এগিয়ে আসেনি । কিন্তু তিনজনের মধ্যে ঠিকই দুইজন ধরা পরেছে । কিভাবে ?ওই যে হিজড়া আখ্যায়িত মানুষগুলো তো আমার আপনার মতো ব্লগার নাস্তিক ধর্ম বিদ্বেষী চেনেনা; তারা মানুষ চেনে । যাকে খুন করা হয়েছে সে মানুষ যে খুন করেছে সেও মানুষ যারা তাদের ধরেছে তারাও মানুষ । শুধু আমরাই মানুষ হতে পারলাম না ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.