![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।
কতোই না বাজে একটা শব্দ । তাইনা ? আসলেই তো ।
এমন একদল যাদের আমরা মানুষ হিসেবে গণ্যই করিনা । উল্টো তাদের নিয়ে কতোই না হাসি ঠাট্টা । বন্ধু বান্ধবদের মাঝে তো ব্যাবহার হয় বিচ্ছিরী একটা গালি হিসাবে ।
আজ সকালের হত্যাকাণ্ডটার কথা আশা করি সবারই কানে গেছে । ওয়াশিকুর নামের একজন ব্লগারকে কুপিয়ে হত্যা করা হয়েছে । কিন্তু অভিজিৎ রায়ের মতো এনার খুনিকেও কেউ আটকাতে আমার আপনার মতো সাধারণ কোন মানুষই এগিয়ে আসেনি । কিন্তু তিনজনের মধ্যে ঠিকই দুইজন ধরা পরেছে । কিভাবে ?ওই যে হিজড়া আখ্যায়িত মানুষগুলো তো আমার আপনার মতো ব্লগার নাস্তিক ধর্ম বিদ্বেষী চেনেনা; তারা মানুষ চেনে । যাকে খুন করা হয়েছে সে মানুষ যে খুন করেছে সেও মানুষ যারা তাদের ধরেছে তারাও মানুষ । শুধু আমরাই মানুষ হতে পারলাম না ।
©somewhere in net ltd.