যা জানিনা তা বলতে চাইও না
তথাকথিত বামপন্থীরা যখন বলেন, ‘এখানে মানুষ গিয়েছে, আমরা কেন যাবো না?’ তখন তাদের চিন্তা করা উচিৎ যে হিটলার, মুসোলিনির মত দৈত্যদের পেছনেও মানুষ গিয়েছিল। জনগণ ভুল করতেই পারে, কিন্তু সমাজের প্রগতিশীল চিন্তাধারায় সজ্জিত হয়ে থাকলে উচিৎ হবে সেই ভুল, ভ্রম থেকে জনগণকে টেনে বের করে আনা। আরো একটা ব্যপার আসলেই লক্ষণীয় যে, যেই বাম নেতাদের বিশ্বাস থাকে ‘শ্রমিক শ্রেণীর কোন দেশ নাই, জাতি নাই’, সেই বাম নেতারা কিভাবে ‘জয় বাংলা’, ‘আমি কে তুমি কে, বাঙ্গালী বাঙ্গালী’ বলে জাতীয়তাবাদী চরিত্রে বিকশিত হলেন। শুধু তাই নয়, এই স্লোগানের মাধ্যমে প্রতিনিয়তই তথাকথিত আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকেই প্রতিষ্ঠা করে যাচ্ছেন, এবং দূরে সরিয়ে রাখছেন প্রকৃত ইতিহাসকে।
full version
©somewhere in net ltd.