![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বন্দ্ব ডট কম এ আসাদ লাভলুর লেখা আমাদের মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পড়ুন
আমরা এখন কেরানীগিরিতে এতো বেশি ব্যস্ত যে সময়ই নেই। আমরা জীবনের সবক্ষেত্রেই ক্ষমতাবানদের আঁচলধরা হয়ে গেছি। কর্মক্ষেত্র থেকে শুরু করে সংস্কৃতি পর্যন্ত। সবার আগে আমাদের প্রাণ ধারণ করতে হয়। এখন প্রাণ ধারণ করতে গিয়ে এর উর্দ্ধের ব্যাপারটি অর্থাৎ শিল্পসৃষ্টির কাজটি আর করা সম্ভব হয় না। অনেকেই করেন বটে। তবে রামায়ন, মহাভারত, মেঘদূত, রবীন্দ্রসঙ্গীত পেতে হলে জীবন ধারনের পিছনে ছোটাছুটি চলে না। এজন্য যারা এসব কিছু করতে চান, সমাজের উচিৎ তাদেরকে প্রাণধারণের চিন্তা থেকে রেহাই দেওয়া। নইলে যখন বলা হবে যার যার সংস্কৃতিটা সে সে হাতে নাও তো, তখন আমাদের হাতে নিজস্ব বলতে কিছু হয়তো থাকবে না। তাই বিষয়টি নিয়ে এখন থেকেই ভাবতে হবে। তাতে হয়তো হাত একেবারে ফাঁকা থাকবে না।
©somewhere in net ltd.