নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীড় হারা পথিক

যা এখনও জানিনা তা বলতে চাই না

শ্রাবণ মন

যা জানিনা তা বলতে চাইও না

শ্রাবণ মন › বিস্তারিত পোস্টঃ

আবার ভাঙলো বাসদ

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ গড়ে উঠেছিল জাসদের অভ্যন্তরে মতাদর্শগত বিভেদের মধ্য দিয়ে। মতাদর্শগত সংগ্রাম ছিল বিপ্লবী পার্টি গড়ে তোলা। আর সেই বিপ্লবী পার্টি গঠনের লক্ষ্য নিয়ে ১৯৮০ সালে বাসদ প্রতিষ্ঠিত হয়। কিন্তু দুই বছর পর আদর্শের সংগ্রাম তীব্র হওয়ায় সেবারও বাসদ ভাগ হয়ে গেল। একটি খালেকুজ্জমানের আরেকটি আ ফ ম মাহবুবুল হকের নেতৃত্বে। আবার বাসদ মাহবুব থেকে মান্না, আখতার, মাঈনুদ্দিন খান বাদলসহ এক অংশ চলে গেলে দলটি কার্যত অচল হয়ে যায়। বাসদ-খালেকুজ্জমানের অংশটি শেষ পর্যন্ত ছয় নেতার কেন্দ্রীয় কমিটি হয়ে টিকে থাকে। এই বাসদেরই মতাদর্শগত সংগ্রামের জের ধরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ১০ বছর ধরে নেতৃত্ব দানকারী নূরুল ইসলাম বেরিয়ে যান বছর আটেক আগে। মাঝে বছর দুয়েক আগে বাসদের কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ সরকার ও সাইফুর রহমান তপন দল ত্যাগও করেন। ফলে এবারেও দলটি আবারো ভাঙনের মুখে পড়ল।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২

এ সামাদ বলেছেন: আরে ভাই জামাত ভাগ হয়না কেনরে?

সবাই তো ভাগ হয়ে গেল।

আলীগ, বিম্পী সব সব

জামাতরে ভাগ করার ব্যবস্তা করেন তো?

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭

আশিকুর রহমান ১ বলেছেন: বামদের সমর্থকের চাইতে দলের সংখ্যা বেশি ;) বর্তমানে এরা নিজেদের হাতুড়ী কাস্তে মার্কা নিয়ে একটা ইউনিয়নের মেম্বার হওয়ারও যোগ্যতা রাখে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.