নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

রাজীব

যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....

রাজীব › বিস্তারিত পোস্টঃ

উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২২

উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি নামটি শুনলে অনেকের মনে হয় হয়তো পেন্টাগন বা স্কটল্যান্ড ইয়ার্ড থেকে প্রশিক্ষনপ্রাপ্ত কিছু স্পেশালিষ্ট লোক দিয়ে গঠিত একটি দল যারা অপরাধ ও অপরাধী নিয়ে দীর্ঘদিন কাজ করছে।
কিন্তু বাস্তবতা হচ্ছে যে, যেসব লোকদের নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয় তারা কখনো তদন্ত করা শিখেনি। তদন্ত সম্পর্কে তাদের কোন প্রশিক্ষন নেই। অপরাধী ও অপরাধ বিজ্ঞান সম্পর্কে তাদের কোন পড়াশোনা নেই। ফরেনসিক সম্পর্কে কোন জ্ঞান নেই। এমনকি শর্লহোমসও হয়তো কখনো পড়েনি। তারা যা করেছে তা হচ্ছে বিসিএস নামক একটি পরীক্ষা পাশ করেছে। আমি কয়েকটি বিসিএস গাইড দেখেছি। সেখানে তদন্ত সম্পর্কে কোন লেখা দেখিনি।
এবার আপনারাই বুঝুন উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি নামটি কাকে বলে ও এর কাজ কি?

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৮

সৈয়দ কুতুব বলেছেন: আমার এক আত্নীয় সরকারি চাকুরি করতেন। আমি উনাকে উচ্চ পর্যায়ের কমিটি কি তা জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন, এই কমিটির কাজ হলো মিটিং করা, ইটিং করা, গোসিপিং করা এবং সর্বশেষ রিপোর্ট দেয়া নাথিং ফাউন্ড! =p~

০৪ ঠা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪২

রাজীব বলেছেন: এই কয়টি কাজই তারা পারে। কি করে রিপোর্ট লিখতে হয় সেই প্রশিক্ষণ তাদের থাকে।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৭

বাকপ্রবাস বলেছেন: আমাদের দেশের উচ্চ পর্যায়ের বুদ্বিজীবিরা, রাজনীতিবিদরা, শিক্ষকরা সবাই বোকাচোদা দায় উচ্চ পর্যায়ের কমিটিগুলো অমনটা হয়। উপরোক্ত সমাজগুলো নিজেদের সুবিধা আদায় করে রাষ্ট্র, সরকারকে গাইড করেনা, ফলত সরকারও যাচ্ছেতায় করে বেড়ায়।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সম্ভব ২০০৪ সালের ঘটনা।
ঢাকার বঙ্গবন্ধু অভিনিউতে ভয়াবহ গ্রেনেড হামলা হয় ।
এই হামলার পরে বাংলাদেশের উচ্চ আদালতের একজন বিচারকের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল।।

০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৮

রাজীব বলেছেন: তদন্ত করা কি বিচারকদের কাজ?

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আরেকটি বিষয় লক্ষ্য করে থাকবেন যে আমাদের দেশের মানুষ তাদের নামের পদবীর আগে এখন সিনিয়র শব্দটি ব্যবহার করতে যথেষ্টই আরামবোধ করছেন।

আপনার পোষ্টের ধারণা নিয়ে উদাহরণ হিসেবে বলা যেতে পারে-
এক। সিনিয়র সচিব দুই।
২। সিনিয়র মন্ত্রী
তিন। সিনিয়র সহ-সভাপতি ।
চার ।‌সিনিয়র যুগ্ম মহাসচিব।
পাঁচ ।সিনিয়র সাংবাদিক
ছয়। সিনিয়র শিক্ষক
৭। সিনিয়র বড় ভাই।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৪

শেরজা তপন বলেছেন: কথা অনেকাংশেই ঠিক।
সচিবালয়ে যে তদন্ত হয়েছে সেখানে দেখবেন অনেকের মাথাতেই নেই যে সিসিটিভির ফুটেজ কতদিনের জন্য সংরক্ষিত থাকে। এসব হাই প্রোফাইল নাশকতার জন্য পরিকল্পনা থাকে প্রায় ফুলপ্রুফ। মোসাদের সর্বাধুনিক টেকনোলজির সন্মন্ধে সি আই এ 'র ই পুরো ধারনা নাই আর আমাদের যদু মদু সেখানে কি করবে??

০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩০

রাজীব বলেছেন: আমাদের দেশে কি প্রশিক্ষনপ্রাপ্ত যোগ্য তদন্ত কর্মকর্তা নেই?

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: তদন্ত কমিটি শব্দটাই একটা ফাজলামো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.