![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার কন্ঠতালব্য ধ্বনিতে আমি খুঁজেপেয়েছি এক অজানা মধু মাখা সুরের অরণ্য ।
প্রতিটি শব্দে আছে যেন মিসে হাজারো মহাপ্রাণবর্ণ ।
আজ কেন জানি সূর্য উদয় লাগছে অন্যান্য দিনের তুলনায় একটু অন্যরকম ।
মনে হয় আজ থেকে সূর্য উদয়ের হয়েছে নতুন কোন নিয়ম ।
ভাল হোত থাকতো যদি প্রতিদিন এ নতুন নিয়ম ।
রাখতাম আমিও তোমায় লুকিয়ে বুকের ভেতর অন্ধকারে
থাকতে তুমি সেখানে আঁধারে আলো ভরা চাঁদ হয়ে ।
২| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০১
***মহারাজ*** বলেছেন: ভাল লাগা
৩| ০৮ ই মে, ২০১৫ সকাল ৭:৫৫
আমি বন্দি বলেছেন: সুন্দর কবিতা ।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৪
কালের সময় বলেছেন: কবিতা ভাল লাগা ।