![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাত্র ছাত্রীদের মিছিলে নারীকর্মীর ওপর হামলা করার
অভিযুক্তে পুলিশের নায়েক আনিসকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে । পুলিশের হামলার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করেছেন ঢাকা মহানগর পুলিশ । জয়েন্ট কমিশনার লজিস্টিকস ওয়াই এম বেলালুর রহমানকে কমিটির প্রধান করে এ তদন্ত কমিটটি গঠন করা হয় । ডিএমপি পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া এই তথ্য জানিয়েছেন ।
বর্ষবরণ উৎসবে নারীদের যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ছয় দফা দাবিতে পূর্বঘোষিত ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ছাত্র ছাত্রীদে উপরে রবিবার লাঠিচার্জ করে পুলিশ । আর ঐ ঘটনায় পুলিশের লাঠিচার্জের কারনে এবং টিয়ারশেলে কারনে ছাত্র ইউনিয়নের ৩৪ জন নেতাকর্মী আহত হয়েছেন । আহত ১৫ নেতাকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয় ।
২| ১২ ই মে, ২০১৫ সকাল ৯:৪৭
ক্থার্ক্থা বলেছেন: @আমি সামুর ভ্ক্তুর সাথে সহমত তারা যে অপরাধ করেছে ছাত্রীদের ওপরে হামলা চালিয়ে তাতে তাদের ব্যপারে আর কঠিন সিদ্ধান্ত গ্রহন করা উচিত ছিল ।
৩| ১২ ই মে, ২০১৫ সকাল ৯:৫৪
মনের মানুস বলেছেন: ওদের জেল হওয়ার ধরকার ছিল
৪| ১২ ই মে, ২০১৫ সকাল ৯:৫৯
মিন্টুর নগর সংবাদ বলেছেন: আমাদের দেশের হিরের টুকরা ডিএমপিরা এর থেকে ভালো আর কি করবে ।
৫| ১২ ই মে, ২০১৫ সকাল ১০:৩১
আমি মিন্টু বলেছেন: মাইয়াগুলাও ভুল করছে ওদের পায়ের জুটা ছিল না ।
৬| ১২ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৯
কলমের কালি শেষ বলেছেন: এদের যথপোযুক্ত শাস্তি হওয়া উচিত । শুধু সাময়িক বরখাস্তে কাজ হবে না ।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
সনেট কবি বলেছেন: বেশ
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৫ সকাল ৯:১৮
আমি সামুর ভ্ক্তু বলেছেন: কথা হলো বরখাস্ত করবেই যখন তখন সাময়িক কেন ? অপরাধী অপরাধীই তারা যে অপরাধ করেছে ছাত্রীদের ওপরে হামলা চালিয়ে তাতে তাদের ব্যপারে আর কঠিন সিদ্ধান্ত গ্রহন করা উচিত ছিল ।