নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

চাচার বাসর ঘরের পাশে নিশিযাপন :P

০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২১

চাচা চাকুরির সুবাদে একটা কোয়াটার পেয়েছিলেন। কোয়াটার পাওয়ার পরই তার বিয়ের ঝোঁক বেড়ে যায়। শহরের মেয়ে ছাড়া বিয়ে করবেন না ঘোষণা করলে সম্ভবত তার আর তড় সইছিল না বলে তাড়াহুড়ো করে গ্রামের মেয়েই বিয়ে করে ফেললেন।

বিয়ের উৎসবে যোগ দেয়ার জন্য আমরা গেলাম গ্রামে। খুব মজা হল। কাদা ছোঁড়াছুঁড়ি আনন্দ হল। চাচীকে আমার খুব পছন্দ হল। চাচা ও চাচীকে খুব মানানসই বলে মনে হল।

গ্রামে বিয়ে পর্ব সেরে চাচা চাচীকে নিয়ে তার শহরের কোয়ার্টারে ফিরবেন। সব গুছিয়ে রওয়ানা হলাম আমরা - চাচা, চাচী, চাচীর ছোট বোন, আমার মা ও আমার ছোট ভাই।

চাচার কোয়ার্টারে পৌছে দেখি এলাহী কারবার। তার কলিগরা খুব সুন্দর করে ফ্লাটটি সাজিয়েছে। বাসর ঘরের সাজ তো অপূর্ব। চাচা আর তার কলিগরা মিলে অনেক আনন্দ করলেন।

রাতে সবাই বিদায় নিল। আমার মা ও ছোট ভাইও চলে গেল। কিন্তু চাচা আমাকে আদর করে রেখে দিলেন।

৩ রুমের ফ্লাট। একটি রুম ড্রইং রুম। অপর ২টি রুমে খাট। একটি বাসর ঘর। অপর রুমে একটি মাত্র খাট। আমি টেনশনে পড়ে গেলাম আমি কোথায় ঘুমাব আর আমার চাচীর ছোট বোন কোথায় ঘুমাবে। চাচীর ছোট বোন আবার একটু বেশি ঢঙ্গী।

রাতের খাবার শেষে চাচা আমাকে পাশের ঘর দেখিয়ে ঘুমাতে যেতে বললেন। ভদ্র ছেলের মতো আমি খাটে উঠে শুয়ে পড়লাম। দেয়ালের দিকে মাথা ঘুরিয়ে নিজেকে গুটিয়ে রাখলাম। চাচীর ছোট বোন পাশের বাসর ঘরে তার বোনের সঙ্গে কথা বলছে। আমি খাটে শুয়ে শুয়ে ভাবছি ও কি আমার সঙ্গে ঘুমাতে আসবে নাকি ?

কিছুক্ষণ পর তা-ই ঘটল। চাচা তার শালীকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিলেন। আমি দরজা লাগানোর শব্দ পেলাম। তারপর সব সুনসান। ভাবলাম, ঘাড় ঘুরিয়ে দেখব। কিন্তু ভয় করতে করতে লাগল যদি ঘাড় ঘোরালে ও ধমক দেয়। কিছুক্ষণ পর বুঝলাম ও খাটে বসল। বালিশ ঠিক করে শুয়ে পড়ল। আমি সংকোচে ও ভয়ে পারলে দেয়ালের ভিতরে ঢুকে যাই আর কি ।

হঠাৎ করেই চাচীর ছোট বোন বলল, তুমি কি ঘুমের মধ্যে পা গায়ের উপর তুলে দাও ? ;)

আমার শীত করতে লাগল। কাঁপতে কাঁপতে আমি বললাম, না।

ও বলল, শোন, আমার গায়ের উপর পা তুললে কিন্তু আমি চিৎকার করব। :((

লজ্জায় ও সংকোচে আমি দেয়ালের সঙ্গে মিশে গেলাম।

কিন্তু সকালে উঠে দেখি আমরা দু জনে দু জনকে জড়িয়ে ধরে শুয়ে আছি এবং ও আমার গায়ের উপর পা তুলে দিয়েছে। :P





অফটপিক : ইহা একটি বাল্যকালের সরল কাহিনী। আমি তখন মাত্র ক্লাস থ্রিতে পড়ি। চাচীর ছোট বোনও আমার মতো ক্লাস থ্রিতে পড়ে। তাই ১৮+ দিলাম না।

মন্তব্য ১১২ টি রেটিং +৩০/-২

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৮

চতুষ্কোণ বলেছেন: আমি টেনশনে পড়ে গেলাম আমি কোথায় ঘুমাব আর আমার চাচীর ছোট বোন কোথায় ঘুমাব।
উফরে! কি মজার টেনশন!
শমীম ভাই সত্যি বলতেছি ঘটনা হেব্বি জুস।

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৮

লেখাজোকা শামীম বলেছেন: তাই নাকি ? ;)

২| ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩১

হোদল রাজা বলেছেন: ক্লাস থ্রী তেই . . . .

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৭

লেখাজোকা শামীম বলেছেন: কী আর এমন অপকর্ম করলাম ব্রাদার ? ;)

৩| ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৪

মুকুট বলেছেন: আমরাও আর কিছু মনে করি নাই :||

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৭

লেখাজোকা শামীম বলেছেন: মনে করার মতো তো কিছু লিখি নাই।

৪| ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৫

চতুষ্কোণ বলেছেন: শামীম ভাই আপনেগো ছুডুকালের সেই বাসর রাইতের :P ঘটনা কি ভাবী জানে ;)
জানলে কিন্তু খবর আছে :D :D :D

০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৮

লেখাজোকা শামীম বলেছেন: আপনাদের ভাবী মানে আমার বৌ এই ঘটনা শুনে খুব মজা পেয়েছিল।

৫| ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৬

পিটার প্যান বলেছেন: ক্লাশ থ্রীতেই এত টেনশন!!!! বোঝা যায় অকালপক্ক আছিলেন। ;)

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৯

লেখাজোকা শামীম বলেছেন: এখনই বা পক্ক হইছি কি না সেটাই মাঝে মাঝে গুলিয়ে যায়।

৬| ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪০

হমপগ্র বলেছেন: দারুণ অভিজ্ঞতা। কিন্তু ব্যাপারটা ক্লাস থ্রী বলে চালিয়ে দেওয়া ঠিক হইল? ;)

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫০

লেখাজোকা শামীম বলেছেন: কোন ক্লাস বলে চালাইলে সুবিধা হবে বলে আপনার ধারণা ? ;)

৭| ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪১

দখিনা বাতাস বলেছেন: অনেকককককককককককক দিন পরে সামুতে একটা লেখা পইড়া সেিরকম ম মজা পাইলাম ভাই।

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫০

লেখাজোকা শামীম বলেছেন: আপনি মজা পেলেন জেনে আমারও মজা লাগল।

৮| ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৪

সামছা আকিদা জাহান বলেছেন: কি মুশকিল।!! পোলাপানের অতীততো বড়ই জটিল :P

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১

লেখাজোকা শামীম বলেছেন: কারে কন পোলাপান ? মাথা ঠিক আছে তো ?

৯| ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৩

চতুষ্কোণ বলেছেন: কন কি! ভাবী ত দেখি বড়ই দিলওয়ালা মানুষ :D আফনের লাক আই মিন কফাল ভালা B-)

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১

লেখাজোকা শামীম বলেছেন: আমার স্ত্রী-রত্ন খুবই সমঝদার

১০| ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৪

ভাবের অভাব বলেছেন: অনুমান করেছিলাম।বেশ মজার!!!!!!!!!!!!!++++++++++++

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২

লেখাজোকা শামীম বলেছেন: আপনার অনুমানের সঙ্গে কি মিলেছে ?

১১| ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৪

আজনবী বলেছেন: আমি কিন্তু কিছুই বুঝি নাই। সত্যিই কিছু বুঝি নাই।

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৫

লেখাজোকা শামীম বলেছেন: ছোট খোকা বড় হও, বড় হবি না ?

১২| ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৪

রবিনহুড বলেছেন: ইস.. সেইদিনের ঘটনা হয়ে যদি আজ হইত, তা হলে কত্তনা মজাই হতো।

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৪

লেখাজোকা শামীম বলেছেন: মজা হইত কি না জানি না, তবে আমার সংসার ভাঙ্গত।

১৩| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০১

সরকার সেলিম বলেছেন: হায় হায় রে.......

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২

লেখাজোকা শামীম বলেছেন: দিন যায় রে ..........

১৪| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৪

মহলদার বলেছেন: লেখা ব্যাপক মজার, সাথে কমেন্টগুলান ও ;);)

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২

লেখাজোকা শামীম বলেছেন: আপনার কমেন্টও মজার ;)

১৫| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৪

আহমেদ রাকিব বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা।

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখাজোকা শামীম বলেছেন: :) :) :) :) :) :)

১৬| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৬

রােশদ সুলতান তপু বলেছেন: শামীম ভাই, আপনাকে একটা অনুরোধ করি- দয়া করে রাখবেন। সেই চাচীর বোন যদি এখনও বেঁচে থাকে তাহলে তাকে আবার একবার অনুরোধ করে এক খাটে নিশি যাপনের ব্যবস্থা করেন। একরাত কাটিয়ে সকালে একটা পোস্ট দেন। আমার মনে হয় পরবর্তী পোস্টটা আরো মজার হবে (যদি সত্যি কথাগুলো বলতে পারেন।)

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৩

লেখাজোকা শামীম বলেছেন: মজা হবে কি না জানি না, তবে ৪০+ হবে।

১৭| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭

আহমেদ রাকিব বলেছেন: শামীম ভাই, আজকাল পোষ্ট একটু কম দিতাছেন। নাটক নিয়া নিজি নিকি?

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২১

লেখাজোকা শামীম বলেছেন: নাটক না, একটা শর্ট ফিল্ম বানাচ্ছি। সাথে একটা বইও লিখছি মানে লেখা বই রিভিশন দিচ্ছি। এই বইটার সঙ্গে টেক্সট ফিল্ম হিসেবে শর্ট ফিল্মটা ও মুভি মেকিং এর উপর একটা ডকুমেন্টারি থাকবে ডিভিটিতে।

Click This Link

১৮| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২০

পারভেজ বলেছেন: চাচীর বোনে কি ব্লগায়? ;)

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২২

লেখাজোকা শামীম বলেছেন: মনে হয় না। তার সাথে আমার যোগাযোগ নাই।

১৯| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২২

অন্যরকম বলেছেন: াহাহাহাহা....... আমি তো টেনশনে পইড়া গেছিলাম... লাস্ট প্যারায় কি হয়! ;)

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪১

লেখাজোকা শামীম বলেছেন: যার মনে যা, ফাল দিয়া উঠে তা

২০| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৬

পুরাতন বলেছেন: হা হাহ া হা মজা পাইলাম.......চাচীর ছোট বোনের সাথে কি পরে কখনও দেখা হয়েছে ?? দেখা হলে আপনাদের সুখ স্মৃতি টুকু মনে করিয়ে দিয়েন :P

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৭

লেখাজোকা শামীম বলেছেন: চাচার ট্রান্সফারের চাকুরি। চাচার সাথে আমাদের খুব যোগাযোগ নেই। আমারও আর গ্রামে যাওয়া হয়নি। অনেক দিন তাদের কারো সাথেই যোগাযোগ নেই।

২১| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৮

সুতরাং বলেছেন: খুব মজা পেলাম। +
আমারও এরকম একটা ঘটনা ছিল। নিষ্কলুষ কিন্তু মজার।

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখাজোকা শামীম বলেছেন: আমার মনে হয়, সবার জীবনেই এই ধরনের নিষ্কলুষ মজার ঘটনা থাকে।

২২| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩১

ম্যাক্স পেইন বলেছেন: বড়ভাইগে অতীততো বড়ই জটিল :P

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখাজোকা শামীম বলেছেন: পুরাই জটিল ;)

২৩| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩১

মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: চাচীর বোন তো মহা বিটলা।;)

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৩

লেখাজোকা শামীম বলেছেন: মেয়েরা মনে হয় একটু আগেই পাকে।

২৪| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৬

কালপুরুষ বলেছেন: ছোটবেলার দিনগুলো আসলেই মজার ছিল। বন্ধুরা সবাই কেমন ইনোসেন্ট ছিল। অল্পতেই আড়ি আবার অল্পতেই ভাব হয়ে যেত।

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৬

লেখাজোকা শামীম বলেছেন: ছোটবেলার দিনগুলো আসলেই মজার ছিল।

২৫| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৮

সিরাজ বলেছেন: + দিলাম বয়সটা কম দেখে

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪২

লেখাজোকা শামীম বলেছেন: ভাগ্যিস বয়সটা কম ছিল ;)

২৬| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪০

মহিউদ্দিন আহামেদ সৈকত বলেছেন: ভাই এ রকম স্মৃতি আমারো আছে, আসলেই সুখের স্মৃতি এবং ছোট বয়সের তাই অন্যরকম না..!

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৬

লেখাজোকা শামীম বলেছেন: খুবই অন্য রকম সেই সব স্মৃতি। প্রায় সবারই এই রকম স্মৃতি আছে।

২৭| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১২

অগ্নিশিখা বলেছেন: ;) ;)

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৪

লেখাজোকা শামীম বলেছেন: :) :) :)

২৮| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৪

এস বাসার বলেছেন: খারাপ না, কি বলেন?

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৪

লেখাজোকা শামীম বলেছেন: কোনটা ?

২৯| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:২২

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: শামীম ভাই, এই গল্পটা আগেও আমি কোথাও পড়েছি। নিজের বলে চালিয়ে দেয়া ঠিক হয়নি।

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৭

লেখাজোকা শামীম বলেছেন: কন কী ? আমার জীবন কাহিনী নিয়া সাহিত্য রচনাও হয়া গেছে !!!!!!!!! ;)
কোন শালায় লেখছে ? নামটা কন। রয়ালিটি আদায় করি।

৩০| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৫

এস বাসার বলেছেন: কোনটা? কেন, একসাথে ঘুমানো।

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৭

লেখাজোকা শামীম বলেছেন: ও আচ্ছা। আমার কাছে ভালো লাগে নি। ভয়েই অস্থির ।

৩১| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৭

আমি আমার বলেছেন: "আমি কোথায় ঘুমাব আর আমার চাচীর ছোট বোন কোথায় ঘুমাবে।"
আগেই আপনার মাথায় এইটা আইলো কেন? ;) :P

ঝাকাস হইসে শামীমভাই ; +

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৯

লেখাজোকা শামীম বলেছেন: কেন আইল সেটা বলতে পারছি না, কিন্তু সত্যি এই চিন্তাটা মাথায় এসেছিল। অনেক ব্যাপার না বুঝলেও (বোঝার বয়সই হয় নি), নারী পুরুষের পার্থক্য তো বুঝতাম, নাকি ?

৩২| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৩

জানপরী বলেছেন: হঠাৎ করেই চাচীর ছোট বোন বলল, তুমি কি ঘুমের মধ্যে পা গায়ের উপর তুলে দাও ? ;) B-) B-) =p~ =p~

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৯

লেখাজোকা শামীম বলেছেন: =p~ =p~

৩৩| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৮

_তানজীর_ বলেছেন: সেটাই! কিছু মুনে করিনাই .. ব্যাপার না.. ;)

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫০

লেখাজোকা শামীম বলেছেন: মনে করলেও কিছু আসে যায় না।

৩৪| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২২

ব্রাইট বলেছেন:
চাইল্ড .......!!!!!!!!!!!!!

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫১

লেখাজোকা শামীম বলেছেন: জ্বী জনাব।

৩৫| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৫

মদন বলেছেন: জটিলসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস :)

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫২

লেখাজোকা শামীম বলেছেন: :)

৩৬| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪৫

লুথা বলেছেন:
জটিল...আমারে কেও যদি এমন কইতো :((

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৩

লেখাজোকা শামীম বলেছেন: কাইন্দেন না, দিন এখনও যায় নাই।

৩৭| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪৬

তৃষ্ণার্ত বলেছেন: মজারু। :D :D

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৪

লেখাজোকা শামীম বলেছেন: :D :D

৩৮| ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৭

ইসানুর বলেছেন: মজা লাগল।

৩৯| ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫

িনরুপমা.কম বলেছেন: টেনশন দেক্কাই বুজা জাইতাঝে, আপনি ওই সময়েও ভালই .......

৪০| ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৭

বড় বিলাই বলেছেন: বাসর রাতের অভিজ্ঞতা ভালোই অর্জন করেছেন।;)

০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:২৪

লেখাজোকা শামীম বলেছেন: ওই অভিজ্ঞতা তো চাচায় নিছে। আমি তো কেবল ............

৪১| ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৭

ম্যাক্স পেইন বলেছেন: বস কি আমার নতুন পোস্টগুলান দেখসেন?

৪২| ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৯

নীরজন বলেছেন: ;)

৪৩| ০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

আকাশ_পাগলা বলেছেন: আমি একটু বড় হয়ে গেছি, কিন্তু তাই বলে এমন ভাগ্য আমার আসেনা কেন?

৪৪| ০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

সবাক বলেছেন:
মাইনকার চিপায় পইড়া কেলাশ থীরী হইলো বলির পাঁঠা #:-S

ঘটনা কবে ঘটিলো তাহা কাহারো কর্ণগুহরে প্রবেশ করিলো না। :(

৪৫| ০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭

নাজমুল আহমেদ বলেছেন: সেইরাম সেইরাম =p~ =p~

৪৬| ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৬

লালসালু বলেছেন: চতুষ্কোণ বলেছেন: শামীম ভাই আপনেগো ছুডুকালের সেই বাসর রাইতের :P ঘটনা কি ভাবী জানে ;)
জানলে কিন্তু খবর আছে :D :D :D

০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩১

লেখাজোকা শামীম বলেছেন: জানে, কিন্তু কোন খবর নাই।

৪৭| ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০২

অনন্ত দিগন্ত বলেছেন: পরের কাহিনী ঝাতি ঝানটে চায় শামীম ভাই ....

০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:১৬

লেখাজোকা শামীম বলেছেন: পরে আর কোন কাহিনী নাই। ওটাই শেষ। সম্পর্কটা তো খেয়াল করবেন।

৪৮| ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৩

কুয়াশায় ডাকা বলেছেন: =p~ =p~=p~ =p~

৪৯| ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ২:২৩

হোদল রাজা বলেছেন: আমি কিন্তু অপকর্মের কথা কই নাই শামীম ভাই! (২ নং মন্তব্য)

আমি মিন কর্তে চাইছি লজ্জা পাওয়ার ব্যপার আর আপনার পিচ্চি আত্নিয়ার পাকনামী!!

মজা লাগছে উপস্থাপনাটা। +

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:০০

লেখাজোকা শামীম বলেছেন: ধন্যবাদ জনাব।

৫০| ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪৬

চতুষ্কোণ বলেছেন: শামীম যত যাই বলেন ফাঁকাতালে ঠিকই বাসর রাইতের অভিজ্ঞতা কেলাস থ্রীতেই নিয়া ফেলছেন :-B

শামীম ভাই একটা ব্যাপার খেয়াল করছেন, এই পুষ্টা যেমন মজার কমেন্ট গুলাও তার কোন অংশে কম নয়।পুরা পোষ্টাই ব্যাপক বিনোদন :)

৫১| ০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:০৯

পিংকী বলেছেন: হি হি
মজার কাহিনী

৫২| ০৬ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৯

সীমানা ছাড়িয়ে বলেছেন: শামীম ভাই, আপনে তাইলে বাইল্যকালেই ... :D

৫৩| ০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

কাব্য বলেছেন: তাইলে পিচ্চিকাল থেইক্কাই ......... ! ;)

৫৪| ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৮

একরামুল হক শামীম বলেছেন: ক্লাস থ্রিতেই এই অবস্থা আপনার? B:-) B:-/

০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

লেখাজোকা শামীম বলেছেন: পাকচক্রে ভগবান নাকি ভুত হয় B:-) B:-/

৫৫| ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৭

মুরুববী বলেছেন: লাস্টের পেরা দিয়া মাথার বিষ নামাইছেন। এর লাইগা প্লাস

০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০০

লেখাজোকা শামীম বলেছেন: মাথার বিষ তাইলে ভালোই উঠছিল ;)

৫৬| ০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১০

দুষ্টু রোমান্টিক বলেছেন: "সকালে উঠে দেখি আমরা দু জনে দু জনকে জড়িয়ে ধরে শুয়ে আছি এবং ও আমার গায়ের উপর পা তুলে দিয়েছে"
- হে হে, ভালোই মজা দিলেন তয় ঘুমের ঘোরে কেডা যে লোমান্টিক, বুইজতে পারলুম না..
তা ভাইজান কাপড়গুলান কি শরীরেই আছিলো নাকি..সে ব্যাপারে তো কইলেন না ;)

পোষ্টে পেলাচ

০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

লেখাজোকা শামীম বলেছেন: পিচ্চিকালে কি আর বুঝতাম, যে শরীরে কাপড় রাখতে নাই ?

৫৭| ০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬

সেতূ বলেছেন: চরম হইছে
পোষ্টে পেলাচ

০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০২

লেখাজোকা শামীম বলেছেন: অনেক ধন্যবাদ।

৫৮| ০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: পোষ্ট পড়তে পড়তে তো আমারই শীত শীত লাগতাছিল ।

০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

লেখাজোকা শামীম বলেছেন: খাইছে !!!!
তবে এখন তো শীতকাল। তারপর সন্ধ্যা। শীত লাগতেই পারে ;)

৫৯| ০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১২

ডিজিটাল কলম বলেছেন: ভাল লাগল............ আবার ছোট হইতাম চাই

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৬

লেখাজোকা শামীম বলেছেন: এত ভালোই লেগেছে !!!!!!!!!!

৬০| ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৫১

এমদাদ হোসেন জাবেদ বলেছেন: ভাই, জব্বর লিখলেন তো...... :)
আর মন্তব্যগুলো আরো মজার হলো...... যাইহোক, ধন্যবাদ।

৬১| ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৪১

রাজীব বলেছেন: ছিঃ ছিঃ ছিঃ চাচীর বোন মানে আপনারও চাচী। শেষ পর্যন্ত আন্টির সাথে শুয়েছিলেন। :P :P :P :P

৬২| ১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:২৫

নুরুল বলেছেন: ! ২ জনের ভাল লাগেনি , কেন ? পোষ্টে পেলাচ

৬৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৫

এনোনিমাস বলেছেন: @শামীম ভাই, শেষের বি দ্র পড়ে মনটা খারাপ হয়ে গেলো। হা হা হা ;) ;) ;) ;) ;) ;)

৬৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

পৃথিবীর আমি বলেছেন: হা হা প গে!!!

৬৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৫

ই য়া দ বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.