![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাছটির নাম দুধকলমি।
কারণ এর পাতা ছিড়লে সাদা দুধের মত কষ বের হয়।
ইংরেজিতে বলা হয় মর্নিং গ্লোরি! মানে সকালের ঐজ্জল্য। কেনো বলুন তো? এর তুষার ধবল ফুলগুলো যখন সকালে সমস্ত ঝোপটাকে আলোকিত করে রাখে তাকে স্বর্গীয় সৌন্দর্য বলেই ভুল হয়। এখন ফুলের সময় নয়, তাই দৃশ্যকল্পটি কল্পনা করে নিতে হবে আমাদের।
এদের বৈজ্ঞানিক নাম Operculina turpethum.
আমাদের দেশী গাছ এটি।
আয়ুর্বেদে এর উল্লেখ আছে ঔশুধি গাছ হিসেবে! শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে দেয় এরা! জ্বর এবং ইনফ্লামেশন কমাতেও এদের জুড়ি নেই!
আর এদের মুলের ছালে ১০% গ্লাইকোসিডিয়াম রেজিন থাকে যা কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করে! এছাড়া পেট ফাপা বদহজমেও এদের উপকারীতা রয়েছে!
ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো!
১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৯
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: ধন্যবাদ! আপনার ভালো লেগেছে জেনে আনন্দলাভ করলািম। আরো কিছু ভিডি আছে দেখতে পারেন!
১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৯
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: ধন্যবাদ! আপনার ভালো লেগেছে জেনে আনন্দলাভ করলািম। আরো কিছু ভিডি আছে দেখতে পারেন!
২| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার তথ্য পেলাম ;সুন্দর ফুল ,বেশ কমন ও ।
১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৯
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: ধন্যবাদ! আমাদের ওদিকে বেশ রেয়ার!
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫
শাহিন বিন রফিক বলেছেন: চমৎকার লেখা।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লেংটাককালে ইহা ছিড়ে খেলা করতাম। ভুলেই গেছিলাম, স্মরণ করিয়ে দিলেন।
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: এই ফুল আমি চিনতাম না।
আজই প্রথম চিনলাম।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১০
আহমেদ জী এস বলেছেন: ডা. অমিতাভ অরণ্য ,
অনেক আগের দেখা একটি ফুলের কথা মনে করিয়ে দিলেন । আজকাল এদের দেখা মেলা ভার ।
ভিডিওটিও ভালো হয়েছে । ভালো লেখা ।