নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন করে জন্ম নিতে ইচ্ছা করে।

আমিভূত

কৃত্রিমতা বর্জিত মানবী যেন এযুগের নিকৃষ্ট অভিশাপ!!

আমিভূত › বিস্তারিত পোস্টঃ

বলে দিচ্ছি তোমাকে এ বর্ষার পর তোমার আমার বর্ষা আর আসবে না

১৭ ই মে, ২০১৩ রাত ১১:২৪

বলে দিচ্ছি এ বর্ষাই কিন্তু শেষ তোমার অপেক্ষায় থাকার

পরের বর্ষায় তোমার দেয়া কদম আমার খোঁপায় পড়ব না ,

বলে দিচ্ছি এ বর্ষাই তোমার আমার শেষ বর্ষা ,শেষ বর্ষবরন -বিদায়

এরপরের বর্ষায় আমার সাথে বৃষ্টিতে তোমার আর ভেজা হবে না ।



কি ভেবেছ ? আসবে না তাই না ? এসো না আমিও আর পেছন ফিরে তাকাবো না

বৃষ্টির কান্নায় চোখ মেলাব না , তোমাকে ভুলে যেতে আমার খুব বেশিদিন লাগবে না ।



খুঁজব না তোমায় আমি ,খুঁজব না তোমার স্মৃতি

আমার আমিকে অতি দ্রতই গুটিয়ে নিচ্ছি ।



গোলাপ কিংবা গ্লাডিওলাস চাই নি প্রত্যাশা ছিল এক মুঠো কদম ফুলের

এক হাতে কদম নিয়ে তুমি থাকবে দাঁড়িয়ে অন্য হাত থাকবে আমার হাতে

এই অল্পই চাওয়া ছিল অথচ তুমি সেই দূর হতে ঠায় দাঁড়িয়ে তিরস্কারের হাসি হাসছ !

আর আমি এখানে তোমাকে পাবার আশা করেই ক্লান্ত হচ্ছি ।





_____ আমার ঘরের পাশে কিছু গাছ আছে আমার প্রিয় কিছু সাদা রঙের ফুল ফোটে এই বর্ষায় , আমি তাদের সুবাসে সিক্ত হই । আমার কদম প্রিয় , ঝুম বৃষ্টি ভালো লাগে , সিলেটি বৃষ্টি সারাদিন ধরে মুষলধারে বইবে , কান্না ধুয়ে যাবে , আনন্দের বাধ ভেঙে যাবে এমন বৃষ্টি ভালো লাগে । অফিসে যাবার সময় খুঁজতে থাকে মন আপনা থেকেই কদম গাছ ! দেখতে দেখতে প্রায় চারটা কদম গাছ পেয়ে গেছি ! আজ বাসায় ফেরার পথে কিছু বাচ্চা ছেলে হাত মুঠো করে কদম নিয়ে ঘুরছিল , আমি ওদের ডাকতেই ওরা আমার নাগাল ছাড়িয়ে গেল /:)কেউ আমায় কদম দেয় না চায় না আমি কদম হাতে নেই /:)সেই আফসোস থেকেই লেখা এই লেখা ! খুবই ফালতু লেখা ! X(

আমি জানি সে আসবে না , কদম ফুল তো দুরের কথা দুটি কথাও হবে না X((







মন্তব্য ৮৩ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৪০

এহসান সাবির বলেছেন: আপনার কাছে ফালতু লেখা হতে পারে কিন্তু আমার কাছে অসাধারন লাগলো কবিতাটা। ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।

১৭ ই মে, ২০১৩ রাত ১১:৫৯

আমিভূত বলেছেন: ধন্যবাদ সাবির , আপনি নিশ্চয়ই সুন্দর মনের মানুষ তাই আপনার কাছে এই কাব্য ভালো লেগেছে ।

ভালো থাকা হোক প্রতিদিন ।

২| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৫০

একজন আরমান বলেছেন:
এতো অভিমান !!!

অভিমান হতেই পারে। তবুও যদি কেউ এরকম ভাবে বলে তবে কেউ তা ফেলে দিতে পারে না। আর আমি আজও জানি না তার অভিমানের কারণ ! হয় তার ভুল নাহয় আমার ব্যার্থতা !

কাব্য কিন্তু ভালো লেগেছে আপু। :)

শুভকামনা আপু। :P

১৮ ই মে, ২০১৩ সকাল ৮:৪৯

আমিভূত বলেছেন: অভিমান নারে ভাই এ হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস :(

শুভ কামনারে ভালা পাই :P
শুকরিয়া :)

৩| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:৫৬

কালীদাস বলেছেন: মেলাবছর আগে বাগানে একটা কদম গাছ ছিল। মনে করিয়ে দিলেন /:)

১৮ ই মে, ২০১৩ সকাল ৮:৫০

আমিভূত বলেছেন: কালীদাস !
কদম গাছ ! :P
দুঃখিত পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়ার জন্য :)

৪| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:৩৩

ভারসাম্য বলেছেন: আসলেই ফালতু। কদম গাছ নাকি দ্রুত বাড়ে। নাই লাকড়ি উৎপাদনের জন্য আমাদের ওইদিকে চাষ হয়। ফুল নিয়া কোন মাতামাতি নাই। :D

আশা বাদ দ্যান। আমাদের ওইদিকে এখন গোলাপ, গ্ল্যাডিওলাস এসবের ফুলও চাষ হয়। মানুষের খাবারের জন্য ধান চাষতো দূর, গরু ছাগলের জন্য কলাই মটরের চাষও করেনা কেউ।

ফালতু আশা বাদ দ্যান। গোলাপ খাইতে চাইলে হাত বাড়ান। :P

১৮ ই মে, ২০১৩ সকাল ৮:৫৬

আমিভূত বলেছেন: |-) |-) /:) গোলাপ খাইতাম চাই না X(

আমি কদমই চাই :)

৫| ১৮ ই মে, ২০১৩ রাত ২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

বলে দিচ্ছি তোমাকে এ বর্ষার পর তোমার আমার বর্ষা আর আসবে না


দারুন শিরোনাম

১৮ ই মে, ২০১৩ সকাল ৮:৫৩

আমিভূত বলেছেন: :) ধন্যবাদ কাণ্ডারী ভাই ।
ভালো থাকুন সবসময় ।

৬| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৩৭

একজন আরমান বলেছেন:
এইটা ঠিক বলছেন হয়তো। আমার ভাগ্যটাই ভালো না।

আর মিছে শুভকামনার থেকে শুভকামনা না জানানো ভালো। :)

১৯ শে মে, ২০১৩ রাত ৮:০৪

আমিভূত বলেছেন: :) সবই উপরওয়ালার ইচ্ছে হয়ত সেই শুভ কামনার চাইতে ভবিষ্যৎ শুভ কামনা বেশি উত্তম :)

ভালো থাকা হোক সব সময় ।

৭| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:২২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন তো।
কদমফুল ময় শৈশব মনে পড়ছে হঠাত।

১৯ শে মে, ২০১৩ রাত ৮:০৫

আমিভূত বলেছেন: হুম আমার কৈশোর ছিল কদমময় !
শুভ কামনা ।

৮| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০

সায়েম মুন বলেছেন: বর্তমান নিবাসের পাশেই একটা কদম গাছ আছে। আজ দেখলাম অনেকগুলো ফুল ফুটেছে। বেশ কয়টা ছবি তুললাম। শেয়ারও দিলাম এফবিতে। চাইলে দেখতে পারেন। আপনার লেখা পড়ে ভাল লাগলো।

কদম ফুল

১৯ শে মে, ২০১৩ রাত ৮:০৭

আমিভূত বলেছেন: :( ছবি দেখতে পেলাম না !

আমার ঘরের পাশে বেলি ,হাসনা হেনা একই সাথে ফুটেছে ! এত সুন্দর সুবাস অন্যরকম লাগে :)

৯| ১৮ ই মে, ২০১৩ রাত ৮:২৩

মুনসী১৬১২ বলেছেন: কদম ফুল

১৯ শে মে, ২০১৩ রাত ৮:০৭

আমিভূত বলেছেন: হুম কবি কদম ফুল !
শুভ কামনা ।

১০| ১৯ শে মে, ২০১৩ রাত ১:২৩

আর কতো বলেছেন: চণ্ডীদাসের এই লাইন গুলো আপনার জন্য............

এমন পিরীতি কভু দেখি নাহি শুনি।
পরানে পরানে বান্ধা আপনা-আপনি।।
দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া।
আধ তিওল না দেখিলে যায় যে মরিয়া।।

১৯ শে মে, ২০১৩ রাত ৮:০৯

আমিভূত বলেছেন: কিভাবে খুঁজে পেলে আমায় ? :P

চণ্ডীদাসের লেখা চরণের সাথে আজও আমার মিল হয়নি :(

১১| ১৯ শে মে, ২০১৩ রাত ১:৩৬

আর কতো বলেছেন: বন্ধু পাভেলের এই কবিতার চারটি লাইনও আপনার জন্য.....

বাতাশে কিসের যেন
পোড়া গন্ধ ভাসে,
আমি শংকিত হই,
এ আমার দগ্ধ হৃদয়ের
সুবাস নয় তো!
লিংক ;)

১৯ শে মে, ২০১৩ রাত ৮:১০

আমিভূত বলেছেন: বন্ধু পাভেল আজকাল ব্লগে আসে না কেন ? ফেসবুকেও দেখছি না !

ওর লেখা তো অনেক সুন্দর :) আর বন্ধুর চরনগুলো আসলেই মিলে যায় :(

১২| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:২৭

মেহেরুন বলেছেন: আপু কদম আমার খুব পছন্দের ফুল। কি যে ভালো লাগে। লেখাটা মোটেও ফালতু না। ভালো লেগেছে। কেমন আছো??

Click This Link

১৯ শে মে, ২০১৩ রাত ৮:১৪

আমিভূত বলেছেন: ধন্যবাদ মেহেরুন , আশা করছি ভালোই আছেন , আমিও ভালো আছি :)

লিঙ্কের জন্য শুকরিয়া :)

১৩| ১৯ শে মে, ২০১৩ রাত ৮:২০

ভিয়েনাস বলেছেন: এতো অভিমান কেন ???

প্রথম বরষার প্রথম কদমগুচ্ছ,
ভোলাবে তোমায় মিছে অভিমান :)

১৯ শে মে, ২০১৩ রাত ৮:২৪

আমিভূত বলেছেন: অভিমান বুঝি হবে না ? সে কেন কিছুই বুঝে না :(

কোন অভিমান নয় নিজেকে সামলে নেয়া :)

ভালো আছেন আশা করছি !

১৪| ১৯ শে মে, ২০১৩ রাত ৮:৩৯

রাফা বলেছেন: এভাবে বললেতো গোলাপ,রজনি গন্ধা,বেলী সহ চলোসার কথা।
অবশ্য স্বর্না কদম সাপ্লাই দিতে পারে চাইলে। :P

সুন্দর হইছে কবিতা ,আমিভুত।

২০ শে মে, ২০১৩ রাত ১২:৪৫

আমিভূত বলেছেন: স্বর্ণাকে অনেকদিন দেখছি না ! কি হোল আপুটার বলেন তো ?

স্বর্ণা আপুর কাছে কদম ফুল চাই :)
আপনাকে ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য ।

১৫| ২০ শে মে, ২০১৩ রাত ৩:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শিরোনামটি খুবই ভালো হয়েছে। চমৎকার।

লেখাও ভালো লাগল। :)

২০ শে মে, ২০১৩ সকাল ৯:০৮

আমিভূত বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভাই :)

লেখা তো নয় এতো হুঁশিয়ারি ছিল যদি সে বুঝতো :(

ভালো আছেন আশা করছি !

১৬| ২০ শে মে, ২০১৩ রাত ১১:১৫

আর কতো বলেছেন: হৃদয়ে টানে কাছে আনে। ;) ;) ;) ;) ;) ;)

২১ শে মে, ২০১৩ সকাল ৮:৫১

আমিভূত বলেছেন: হুম বুঝলাম :!> B-))

১৭| ২০ শে মে, ২০১৩ রাত ১১:১৯

আর কতো বলেছেন: বন্ধু পাভেল এখন টাকার হিসেব নিয়ে ব্যাস্ত। সমস্যা হইলো টাকাগুলা তার নিজের না। ইদানিং সিলেট গেলেও তারে ঠিকমত খুজে পাওয়া যায়না। X( X(

২১ শে মে, ২০১৩ সকাল ৮:৫১

আমিভূত বলেছেন: হুম বুঝলাম /:) X(

১৮| ২১ শে মে, ২০১৩ সকাল ৯:০০

মায়াবী ছায়া বলেছেন: ফিরে আসুক এক গুচ্ছ কদম নিয়ে কোন ঝড়ো রাতে সেই তুমি... ।।

২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

আমিভূত বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া ।

আপনার জন্যও শুভ কামনা ।

১৯| ২১ শে মে, ২০১৩ দুপুর ১২:১৬

নীল-দর্পণ বলেছেন: অভিমানী সুন্দর লেখা :)

২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

আমিভূত বলেছেন: :( সেতো বুঝল না ।

২০| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৫৫

শাহেদ খান বলেছেন: কড়া অভিমানের লেখা !

লিখতে থাকুন। ভাল লাগা জানবেন। 8-|

২৩ শে মে, ২০১৩ রাত ১০:২৯

আমিভূত বলেছেন: হুম যদি সে বুঝতো !

শুভ কামনা আপনার জন্য রইল ।

২১| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৫৭

শুকনোপাতা০০৭ বলেছেন: আসুক বর্ষাটা আগে..! :)

২৩ শে মে, ২০১৩ রাত ১০:৩০

আমিভূত বলেছেন: এসে তো প্রায় গেছেই , চোখের পলকে চলেও যাবে তাই আগে থেকেই হুঁশিয়ারি আর কি :)

ভালো থাকবেন সব সময় ।

২২| ২৩ শে মে, ২০১৩ রাত ৯:১৮

আর কতো বলেছেন: হুম, বুঝলা তাইলে ;) ;) ;) ;)

২৩ শে মে, ২০১৩ রাত ১০:৩১

আমিভূত বলেছেন: হরে বুঝলাম |-) |-)

২৩| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: লেখার সাথে সম্পর্কহীন একটা কথা, আমার ২.২৫ বছরের ছোট ছেলে মাথায় ওর মায়ের ওড়না বা কাপড় জড়িয়ে গলা ভারী করে আমাদের ভয় দেখায় "আমি ভূত... আমি ভূত..."

আপনার নিকটা দেখে সে কথা মনে পড়ে গেল... :) :)

২৬ শে মে, ২০১৩ রাত ৮:৩৯

আমিভূত বলেছেন: ভাতিজা তো ফুফুর মতই হয় :)
আমি ভূত আমার ভাতিজাও ভূত !

আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ ভাইয়া :)

২৪| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:১০

দুঃখিত বলেছেন: Apu moni jibonta onek sholpo somoyer oti sundor ekta sthan. . Jibone sobar sukhi hobar odhikar ase. . . J valobasar mullo dite janena; tar jonno keno khamokha apnar sundor jibontar sundor muhurto gulo haracchen. . . ! Jibon er protiti muhurto enjoy korar chesta koren. . .
Beshi koiya felaici mone hoy :p ok ok bye. . . Assalamu alaikum ! :)

২৯ শে মে, ২০১৩ সকাল ৯:০৪

আমিভূত বলেছেন: ওয়আলাইকুম আসসালাম ভাই :)
বেশি বলেন নি যা উত্তম তাই বলেছেন । এটা শুধুই কাব্য ! বাস্তবে এর প্রভাব নেই ;)

ভালো থাকা হোক সবসময় !

২৫| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১২

এরিস বলেছেন: বলে দিচ্ছি তোমাকে এ বর্ষার পর তোমার আমার বর্ষা আর আসবে না চমৎকার শিরোনাম। এতো অভিমান কেন?? হয়তো আপনি জানেন না, কেউ না কেউ আপনার জন্যে কদম নিয়ে অপেক্ষাতে আছে। সময় হচ্ছেনা, তাই। আমি বিশ্বাস করি, আকাঙ্খার মুহূর্তগুলো সামনে আসবেই, খুব অল্প সময়ের জন্যে হলেও আসবে। ভালোলাগা রেখে গেলাম।

( আমি ভেবেছিলাম এটা ছেলে ভুত, এখন মনে হচ্ছে মেয়ে ভূত :P )

৩০ শে মে, ২০১৩ রাত ১১:২৫

আমিভূত বলেছেন: হয়ত যিনি কদম নিয়ে আমার প্রতীক্ষায় বসে আছেন তার প্রত্যাশা আমি করি না :(

অভিমান না হুঁশিয়ারি X(

এরিস আপুই মনে হচ্ছে , আপনার ব্লগ চষে ফেলেছি আজকে দিনে :)
যদিও মন্তব্য করা হয়নি আমি আবার ফাঁকিবাজ অলস কিনা B-))

২৬| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

দুঃখিত বলেছেন:
এরিস বলেছেন: ( আমি ভেবেছিলাম এটা ছেলে ভুত, এখন মনে হচ্ছে মেয়ে ভূত )

আমিও একই কথা ভেবছিলাম; =p~ =p~ কিন্তু পড়ে দেখলাম এই একটা আপু ভুত B-) B:-) :P :P :P :P

৩০ শে মে, ২০১৩ রাত ১১:২৬

আমিভূত বলেছেন: B-)) B-)) B:-/ :-0
ডরাইয়েন না ভ্রাতা /আপু আমি ভালা ভূত মানুষের ঘাড় আজও মটকাইতে পারি নাই /:)

২৭| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:১৮

দুঃখিত বলেছেন: আপুগো আমি ভ্রাতা :( আমার ব্লগ এ গেছেন দেখেছি কিন্তু আমার জেন্ডার নিয়ে তারপরেও কেন সন্দিহান বুঝতেছি না :( :( :(

৩১ শে মে, ২০১৩ রাত ৮:০৯

আমিভূত বলেছেন: :( বুঝতে টাইম লাগেরে ভাই :(

২৮| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৫৫

রহস্যময়ী কন্যা বলেছেন: চমৎকার লেখা।অনেক ভালো লাগলো।ছবিটাও অনেক সুন্দর :)

০২ রা জুন, ২০১৩ রাত ৮:১০

আমিভূত বলেছেন: ধন্যবাদ কন্যা :)

আপনার জন্য অনেক শুভ কামনা :)

২৯| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:১৭

জ্যোস্নার ফুল বলেছেন: কদম গাছের ডাল খুবই নরম।
আমি একবার পড়ে গিয়েছিলাম।

সাবধানে কদম চাওয়াচায়ি করেন। কেউ পড়ে গেলে আপনি দায়ী থাকবেন।

মজা করলাম। লিখাটা সুন্দর, অনেক সহজ সুন্দর।

০২ রা জুন, ২০১৩ রাত ৮:১১

আমিভূত বলেছেন: হাহাহা ভালো বলেছেন কথাটা মাথায় রাখব ;)

আপনাকে ধন্যবাদ সুন্দর করে মূল্যায়ন করার জন্য । ভালো থাকবেন ।

৩০| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৪২

চানাচুর বলেছেন: হুমকি দেওয়া কবিতা!!! :| :|

আমাকে ছোটবেলায় একজন একটা কদম দিয়েছিল, সেটা একটা পচা কদম ছিল :(

০৬ ই জুন, ২০১৩ রাত ৮:৩৭

আমিভূত বলেছেন: হুম ,কিন্তু কাজে লাগে নেই , এ বর্ষার কদম ফুরিয়ে গেলো প্রায় :(


৩১| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:৫২

মুদ্‌দাকির বলেছেন: বেলী , কদম, গন্ধরাজ, বড় ফোঁটার মুষুলধারে বৃষ্টি

কিন্তু বৃষ্টিটা সিলেটি কেন???

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৬

আমিভূত বলেছেন: আপনি যদি সিলেটের বৃষ্টি না দেখে থাকেন তাহলে বুঝবেন না :)

সে এক অন্য রকম বৃষ্টি , টানা এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে অথচ আপনার বিরক্ত লাগবে না , সবুজের শীতল ছায়া ,দূরে হাওড়ের পানি , মেঘ ময় আকাশ আর পাহাড় !! অদ্ভুত অনুভূতি ।

ঢাকায় যে প্যাচ প্যাচ মার্কা বৃষ্টি হয় তাতে বৃষ্টির অনুভুতি পাইনাহ !

৩২| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:০৫

মুদ্‌দাকির বলেছেন:

অনেক কারনেই সিলেট আমার মনে গুরুত্ত পূর্ণ, কিন্তু হ্যাঁ সিলেটের বৃষ্টিকে সময় দেয়া হয়নাই............ :( :(

আজ ঢাকা আরিচা রোডে টানা ১ ঘন্টা ঝুম বৃষ্টিতে ভিজলাম, অসাধারন ভাষায় প্রকাশ করতে পারবোনা , মনে হচ্ছিল এক্ষনি বিজলি আমাকে ছুবে, ভয় হচ্ছিল এত খোলা যায়গা, কিন্তু একবারও মনে হয়নাই যে রাস্তা থেকে নিরাপদে অন্য কোথাও যাই, অসাধারন , আর মোটেও প্যাচ প্যাচা না..................

০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:০৯

আমিভূত বলেছেন: বাহ দারুন অনুভূতি :)

আমার কাছে সিলেট অনেক অনেক গুরুত্ত পূর্ণ তার একটা কারন এই বৃষ্টি :)

অনেকদিন আপনার লেখা পাচ্ছি না আপনার লেখার আমি বিরাট ভক্ত সময় পেলে লেখা পোস্ট করেন :)

৩৩| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৪

মুদ্‌দাকির বলেছেন: সূরা নূরঃ আয়াত ৩৫

"আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের জ্যোতি, তাঁর জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গি, যাতে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাঁচপাত্রে স্থাপিত, কাঁচপাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। তাতে পুতঃপবিত্র যয়তুন বৃক্ষের তৈল প্রজ্বলিত হয়, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়। অগ্নি স্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী। জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তাঁর জ্যোতির দিকে। আল্লাহ মানুষের জন্যে দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত।"

পড়েন , চিন্তা করেন, ভালো লাগবে, আরবীটা পইড়েন

আমি বুঝতেসি না অনেক কিছু

লিখতে ইচ্ছা করে, অনেক কিছু ঘুরপাক খায় মাথায়, সময় আর ধৈর্যের অভাব, দোয়া করবেন!!!!!!!!!!

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪

আমিভূত বলেছেন: অনেকদিন ধরেই পড়ি পড়ছি পড়ব করে পড়া হয়নি :(

আজ পড়লাম ,কয়েকবার । কি বুঝেন নি আপনি ? আলোচনা করা যায়?

৩৪| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:৪৫

আরজু পনি বলেছেন:

কয়েকদিন আগে ধানমন্ডি লেকের পার থেকে পিচ্চিদের কাছ থেকে ১৮টা কদম কিনে নিয়েছি B-)

এরকম থ্রেটই ভালো। কষ্টে ধুকতে ধুকতে আধমরা হওয়ার চেয়ে....

১২ ই জুন, ২০১৩ রাত ১০:০২

আমিভূত বলেছেন: কেউ না দিলে আর কি করা নিজেই কিনে কদমী বর্ষা পার করতে হবে :(

থ্রেটে কাজ হয়নাই । :'(

আপনাকে আমার ব্লগে মন্তব্য করতে দেখে খুব ভালো লাগছে :)

৩৫| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: কদম, গোলাপ, গ্লাডিওলাস আরও কিছু ফুলের উল্লেখ্য করেছেন দেখলাম। ভাল লেগেছে কবিতা। ফালতু কে বলেছে?

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

আমিভূত বলেছেন: আপনার ভালো লাগায় আমি ধন্য :)

আমি আসলেই পাঠক লেখক নাহ B-))

৩৬| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লেগেছে।

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

আমিভূত বলেছেন: ধন্যবাদ স্বর্ণা আপু , অনেকদিন পর!

বর্ষায় কদমফুলেল প্রোপিকের আপনাকে খুব মনে পড়েছে :)

৩৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কি বললেন?????????????????



বর্ষা না আসলে আমার কি হবে???????????????? :(( :(( :(( :(( :((

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৩৮

আমিভূত বলেছেন: আপনার আর কি হবে ? পকেটের টাকা বেচে যাবে !কদম কেনার ঝামেলার হাত থেকেও বেঁচে যাবেন! X((


এই তো চান ?

৩৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৪৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধুর বুঝেন নাই......... আমার গার্লফ্রেন্ডের নামই বর্ষা।

X( X( X( X( X(

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫৪

আমিভূত বলেছেন: :|| এখনও ইন্টার পাশ হয়না আর গার্লফ্রেন্ড !!
মাশআল্লাহ মাশআল্লাহ !!

বুঝলাম :) ব্যাপার নাহ, আপনার বর্ষা আসবে ,থাকবে :) শুভ কামনা ;)

৩৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৫৬

খেয়া ঘাট বলেছেন: লিখাটি ভালো লেগেছে, খুউব ভালো লেগেছে।
++++++++++++++++++

সিলেটি বৃষ্টি সারাদিন ধরে মুষলধারে বইবে - সিলট কিতা বেশি মেঘ অয়নি?

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১০

আমিভূত বলেছেন: ধন্যবাদ :)
সিলেটি মাত মাতেন আর ইতা জানেন না ?
আপনার বাড়ি সিলেট হইলে বুঝতে পারবেন না ! ননসিলটি হইলে ফারাক বুঝতে পারবেন :P ;)

৪০| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০১

রেজওয়ান তানিম বলেছেন: মোটামুটি লাগল

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৯

আমিভূত বলেছেন: এই বেশ মোটামুটি :) ভালো থাকবেন ,শুভ কামনা ।

৪১| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৬

মুদ্‌দাকির বলেছেন: সূরা নূরঃ আয়াত ৩৫

"আল্লাহ নভোমন্ডল ও ভূমন্ডলের জ্যোতি, তাঁর জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গি, যাতে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাঁচপাত্রে স্থাপিত, কাঁচপাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। তাতে পুতঃপবিত্র যয়তুন বৃক্ষের তৈল প্রজ্বলিত হয়, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়। অগ্নি স্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী। জ্যোতির উপর জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তাঁর জ্যোতির দিকে। আল্লাহ মানুষের জন্যে দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত।"

বাঁকা অংশ টুকু বুঝি না!!! আমার মন খারাপ থাকলে পড়ি, ভালো লাগে, বুঝবার চেষ্টা করি , কিন্তু বুঝি না। অবশ্যই আলোচনা করা যায়। আসসালামুয়ালাইকুম

৪২| ২০ শে মে, ২০১৪ সকাল ১১:২৯

মুদ্‌দাকির বলেছেন: বহুদিন পর আপনাকে লগড ইন দেখলাম , কেমন আছেন ??

৪৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:০৭

মুদ্‌দাকির বলেছেন: মুদ্‌দাকির বলেছেন: বহুদিন পর আপনাকে লগড ইন দেখলাম , কেমন আছেন ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.