| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অপেক্ষা করেছিলাম
শুধুই তোমার জন্য,
মনের ভেতরে যে ঘর আছে, সেই ঘরে বসে
সারাদিন শুধু তোমার নাম হৃদয়ে একেঁ
অপেক্ষা করেছিলাম।
তুমি আসোনি, আসোনি আমার হৃদয় মন্দিরে
ভালবাসনি..
আমার অপেক্ষার বিনিময়ে তুমি দিয়েছিলে
একবুক জ্বালা আর যন্ত্রনা,
আমি সেই জ্বালা বুকে নিয়ে এরপরেও বহু রজণী অপেক্ষা করেছিলাম;
যদি তুমি আসো,
কারন ওরা বলেছিল তুমি আসবে।
আমি অন্ধের মতন বিশ্বাস করেছিলাম, তুমি আসবে
তোমাকে যে আসতেই হবে।
অথচ, তুমি আসোনি, কথনোই আর আসোনি।
জানো? আমি এখনো অপেক্ষা করি,
কিন্তু;
তোমার ফিরে আসার জন্য নয়,
এই অপেক্ষার কারন, আমার যে অভ্যাস হয়ে গেছে....
কবিতা: তাইমুর হাসান শুভ
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১২
মাক্স বলেছেন: +++++