নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহররম হল আরবী বা ইসলামিক বর্ষপঞ্জির প্রথম মাস । চারটি পবিত্রতম মাসের মধ্যে এটিও একটি মাস । মহররম শব্দটি আরবী যার অর্থ হল পবিত্র সম্মানিত । প্রাচীনকাল থেকে মহররম মাস হল পবিত্র হিসাবে গননা । মহররমের ১০ তারিখ বিশেষ মর্যাদাসম্পন্ন দিন যাকে আশুরা বলা হয়ে থাকে। মহররম মাসের পরবর্তি মাসের নাম সফর ।
মহররম বা আশুরা হল ইসলামের একটি বিশেষ ধর্মীয় গুরুত্বপূর্ণ দিবস । যা প্রতি হিজরী চান্দ্রবর্ষের মহররম মাসের দশম দিবসে পালিত হয়ে থাকে । আরবীতে আশুরা মানে ১০ আর সে কারণে এই দিনটিকে আশুরা বলা হয় । মহররম মাসের ৯ তারিখের দিবাগত রাত থেকে আশুরা উদযাপন শুরু হয় । ইসলামের ইতিহাসে এই দিনটিকে বিশেষ তাৎপর্যমণ্ডিত কারণ বহু ঐতিহাসিক ঘটনা এই তারিখে ঘটেছিল । শিয়া সম্প্রদায়ের কাছে এই দিনটি বিশেষ মর্যাদাময় কেননা এই দিনে মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র ইমাম হুসাইন (রাঃ) ইসলামের তৎকালীন শাসনকর্তা এজিদের সৈন্য বাহিনীর হাতে কারবালার প্রান্তরে শহীদ হন । আশুরার দিনের ঘটনা বলে শেষ করার মত নয় ।মহররম মাসের দশম দিন ইসলামে বিশেষ মর্যাদাসম্পন্ন একটি দিন কারণ এই দিনে ইসলাম ধর্মমতে অনেক ঘটনার অবতারণা হয়েছিল । বিভিন্ন ঘটনাবলীর মধ্যে উল্লেখযোগ্য হলো এই দিনে প্রথম মানব আদি পিতা হযরত আদম আঃ কে সৃষ্টি করেন বআল্লাহ । হযরত আদম আঃ কে এদিনেই স্বর্গ অথবা বেহেশতে স্থান দেওয়া হয়েছিল । এবং পরবর্তীতে এই দিনেই তাকে পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ আদম আঃ কে প্রতিনিধি মনোনীত করেছিলেন । হযরত নূহ আঃ এর সময়কালে এই দিনে মহাপ্লাবনও হয় । হযরত ইব্রাহীম আঃ পৃথবীতে আগমন করেন এই দিনে ।এবং হযরত মুসা ও সমস্ত বাহিনী ফেরাউনের কবল থেকে উদ্ধার পান এই একই দিনে । হযরত মুসা আঃ সমসাময়িক ফেরাউনকে আল্লাহ এই দিনে নীল নদের পানিতে ডুবিয়ে মারেন । হযরত ইউনুছ আঃ মাছের পেট থেকে মুক্তি পান এই মহররমের বা আশুরার দিনে ।হযরত আইয়ূব আঃ রোগ মুক্তি পান এই দিনে । খ্রিস্টধর্মমতে যিশু এবং মুসলীম বিশ্বের হযরত ঈসা আঃ এই দিনে জন্ম নেন এবং পরবর্তিতে তাকে সশরীরে উর্ধ্বাকাশে উঠিয়ে নেওয়া হয় এই একই দিনে । হযরত মুহাম্মদ সঃ এর দৌহিত্র হাসান আঃ এই দিন কারবালার ময়দানে ইয়েজিদের হাতে মৃত্যুবরণ করেন । সাধারনত মতামত বা ধারণায় আশুরা মূলত একটি শোকাবহ দিন কেননা এদিন হযরত মুহাম্মদ সাঃ এর দৌহিত্র হুসাইন রাঃ কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ হয়েছিলেন । তাছাড়াও হাসিদে বর্ণিত আছে যে এই তারিখেই কেয়ামত সংঘটিত হবে ।
আশুরার ঐতিহাসিক গুরুত্বের কথাঃ
হিজরী ৬০ সনে এজিদ বিন মুয়াবিয়া পিতার মৃত্যুর পর নিজেকে মুসলিম বিশ্বের খলিফা হিসাবে ঘোষণা করেন । সে প্রকৃত মুসলমান ছিল না সে ছিল মোনাফেক । সে এমনই পথভ্রষ্ট ছিল যে সে মদ্যপানকে বৈধ ঘোষণা করেছিলেন । অধিকন্তু সে একই সঙ্গে দুই সহোদরাকে বিয়ে করাকেও বৈধ ঘোষণা করেছিলেন । শাসক হিসাবে সে ছিল স্বৈরাচারী এবং অত্যাচারী । ইমাম হুসাইন (রাঃ) এজিদের আনুগত্য করতে অস্বীকৃত হন এবং ইসলামের সংস্কারের লক্ষ্যে মদীনা ছেড়ে মক্কা চলে আসেন । উল্লেখযোগ্য যে উমাইয়া শাসনামলে ইসলাম পথভ্রষ্ট হয়ে পড়েছিলেন । মক্কা থেকে তিনি কুফার উদ্দেশ্যে যাত্রা করে । শেষ পর্যন্ত তিনিই কারবালার উদ্দেশ্যে যাত্রা করেন । এ সময় উমর ইবনে সাদ আবি ওক্কাসের নেতৃত্বে চার হাজার সৈন্য কারবালায় প্রবেশ করেন । কয়েক ঘণ্টা পর শিমার ইবনে জিলজুশান মুরাদির নেতৃত্বে আরো বহু নতুন সৈন্য এসে তার সাথে যোগ দেন ৷ কারবালায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেন । নানা নাটকীয় ঘটনার ভিতর দিয়ে যুদ্ধ শুরু হয়ে যায় । এই অসম যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) এবং তার ৭২ জন সঙ্গী শাহাদৎ বরণ করেন । শিমার ইবনে জিলজুশান মুরাদি নিজে কণ্ঠদেশে ছুরি চালিয়ে ইমাম হুসাইন (রাঃ) হত্যা করেন । সেদিন ছিল হিজরী ৬১ সনের ১০ মহররম ।
তথ্য ইন্টারনেট গুরে সংগ্রহ
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১১
আমি মিন্টু বলেছেন: আমিতো সব স্থানে পেলাম মহররম হল আরবি মাসের প্রথম মাস । এখন আপনি যদি বলেন রজব মাস হল আরবি মাসের প্রথম মাস
তাহলে আমার কিছু করার নাই ব্রাদার । তাছাড়াও ধরেন কিছু লিং দিয়ে দিলাম
https://www.facebook.com/permalink.php?id=719733098087731&story_fbid=722178477843193
http://www.beshto.com/questionid/13954
http://www.kalerkantho.com/print_edition/index.php?view=details&type=gold&data=Tax&pub_no=988&cat_id=1&menu_id=92&news_type_id=1&index=2&archiev=yes&arch_date=31-08-2012#.ViqQqG48rhk
২| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৪
গেম চেঞ্জার বলেছেন: ১০ই মহররম নিয়া পোস্ট!! রেফারেন্স লাগবো তো।
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০৮
আমি মিন্টু বলেছেন: এই লন আপনার রেপারেন্স
https://www.facebook.com/permalink.php?id=719733098087731&story_fbid=722178477843193
http://www.beshto.com/questionid/13954
http://www.kalerkantho.com/print_edition/index.php?view=details&type=gold&data=Tax&pub_no=988&cat_id=1&menu_id=92&news_type_id=1&index=2&archiev=yes&arch_date=31-08-2012#.ViqQqG48rhk
৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৮
ইমদাদুল্লাহ বলেছেন:
ইসলাম এগুলো কখনো সমর্থন করে না, অথচ শিয়া সম্প্রদায় ইসলামের নামে অবাধে সমাজে একে অবলীলায় প্রচার প্রসার করে যাচ্ছে, অপরদিকে রাজনৈতিক নেতা -নেত্রীরা তাদের কর্মীদেরকে পুজা উপলক্ষ্যে অসুরের বিরুদ্ধে লড়াই করতে বলেছে যেন অসুররা এ সমাজে ঠাই না পায়, আবার তারাই ইমাম হোসাইন রাঃ এর চেতনায় উজ্জীবিত হওয়ার জন্য আহবান জানাচ্ছে , আজব!!! , আজব এ দুনিয়ার মানুষ ঠিক যেন বাদুরের মত,
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৩
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ব্রাদার অবশ্যই ইসলাম কখনই এগুলোকে মানে খুন মারামারি সমর্থন করে না । এগুলো যারাই করছে তারা তাদের সিদ্ধান্তেইকরছে তবে তারা কিন্তু বড় ভুল করছে ।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১১
গেম চেঞ্জার বলেছেন: এইগুলো তো ১২ মাসের নাম নিয়া
কোরআন হাদীসের রেফারেন্স লাগবেক...... তা না হলে মাদ্রাসা ব্লগাররা ঝাপাইয়া কুপ লাগাইপো....
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৯
আমি মিন্টু বলেছেন: ব্রাদার ৬০ মিনিটে এক ঘন্টা আর ২৪ ঘন্টায় একদিন আর ৭দিনে এক সপ্তাহ আর ৩০ দিনে এক মাস এবং ১২ মাসে এক বছর ।
এখানে কিন্তু মাসের হিসাবই হবে । তাছাড়াও আমার এখন ঘুম পাচ্ছে না হলে আপনার জন্য হলেও খুঁজে দেখটাম কুরআনে বা হাদিসে এ বিষয় কি লিখছে ।
৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:১৯
কালের সময় বলেছেন:
৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভালো লেগেছে।
আরো ডিটেইল এবং রেফারেন্স সমৃদ্ধ হতে পারতো..............যেহেতূ কেউ কেউ প্রশ্ন তুলেছেন
সুযোগ দেবেন কেনো?
আশা করছি আপডেট করবেন।
সঙ্গে আছি...............
৭| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১২
চাঁদগাজী বলেছেন:
১০ই মুহরমে অনেক উল্লেকজযোগ্য ঘটনা ঘটেছে; সর্বশেষ সংযুক্তি, ঢাকায় গ্রেনেড আক্রমণ।
রাজতন্ত্রের ঘটনা ধর্মের অংশ হওয়ায় সিরিয়া, ইরান, ইরাক, ইয়েমেন, তুর্কী, লেবানন, পাকিস্তানে সমস্যা হচ্ছে।
৮| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭
নতুন বলেছেন: ইসলামিক ক্যাল্যান্ডার শুরু হইলো ইংরেজী 622 থেকে। তার আগে প্রি-ইসলামিক ক্যালেন্ডার ছিলো তার থেকে মাসের নামে পাথ`ক্য হইলে।
আর আরবী মাস প্রায় ৩৬ বছরে একটা সাইকেলে চলে। অথ` আপনি এখন যদি ছোট বেলায় ডিসেম্বরে রোজা করে থাকেন তবে ৩৬ পরে আবার ডিসেম্বরে রোজা পাবেন।
তাহলে ১০ মুহরম এক সময় শীতের সময় থাকবে আবার গরমের সময় থাকবে।
তার পরেও সেই ১০ই মুহরমে সব ঘটনা ঘটেছে বলে আপনারা দাবি করবেন?
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪০
নতুন বলেছেন: আশুরার দিনের ঘটনা বলে শেষ করার মত নয় ।মহররম মাসের দশম দিন ইসলামে বিশেষ মর্যাদাসম্পন্ন একটি দিন কারণ এই দিনে ইসলাম ধর্মমতে অনেক ঘটনার অবতারণা হয়েছিল ।
আরবি মাস গননা শুরুর আগে কিভাবে ১০ই মহারমের হিসাব হয়???
আদম আ: থেকেই আরবি মাসের হিসাব চালু ছিলো?? এটা পুরাই একটা বানোয়াট কাহিনি। কোন ভাবেই এটা ঠিক হতে পারেনা।
আপনি এর কোন প্রমান কোথাও পাবেননা।
আর দুনিয়ার গুরুত্বপূন সব কিছুই ১০ই মহারমের দিনে হবে? এতো কোইনসিডেন্ট ও সম্ভভ না।