নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

প্যারিস হামলায় তিনটি দল জড়িত

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৭


প্যারিস হামলার পেছনে তিনটি দল জড়িত ছিল বলে জানিয়েছেন ফ্রান্সের তদন্তকারীরা।তারা আলাদাভাবে হামলা করেছে, বলছে ফরাসি কর্তৃপক্ষ।অন্তত একজন হামলাকারীর পরিচয় পেয়েছে ফরাসি পুলিশ। সে প্যারিসেরই একটি শহরতলীর বাসিন্দা, যার বিরুদ্ধে আগেও অপরাধের অভিযোগ রয়েছে। আরেকজন হামলাকারীর কাছে সিরিয়ার পাসপোর্ট পাওয়া গেছে।ওমর ইসমাইল মোস্তেফা নামের ওই হামলাকারীর স্বজনদের আটক করেছে পুলিশ। তার বাড়িতেও তল্লাশী চালানো হয়েছে।প্রসিকিউটর ফাঁসোয়া মোলিস বলেন, তারা কিভাবে এবং কোন খান থেকে এসেছেন, তাদের কারা অর্থ দিয়েছে, সেগুলো আমরা খুঁজে বের করব।প্রসিকিউটর বলছেন, ওই হামলায় নিহত সাতজন ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিলেন।এদিকে, শনিবার ভোরে সীমান্ত অতিক্রমের সময় তিনজন ফরাসি নাগরিককে গ্রেপ্তার করেছে বেলজিয়াম পুলিশ। প্যারিস হামলার সঙ্গে তাদের সম্পৃকতা আছে কিনা সেটা যাচাই করছে বেলজিয়াম কর্তৃপক্ষ।এদের অন্তত একজন শুক্রবার সন্ধ্যায় প্যারিসে ছিলেন বলে বেলজিয়াম কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

শুক্রবারের ওই হামলায় ১২৯জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫০জন।এই সন্ত্রাসী হামলার দায়িত্ব স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করেছে ইসলামিক স্টেট।প্যারিস থেকে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ওয়াহেদ তাহের বিবিসি বাংলাকে জানিয়েছেন, ওই ঘটনায় কোন বাংলাদেশী হতাহত হয়নি।প্যারিস হামলায় বেলজিয়ামের লাইসেন্স প্লেট রয়েছে, বাটাক্লাঁ কনসার্ট হলের কাছাকাছি এমন একটি ভক্সওয়াগন পোলো গাড়ি দেখা যাওয়ার পর অভিযান শুরু করেছে বেলজিয়ামের পুলিশ।বেলজিয়ামে বসবাসকারী একজন ফরাসি নাগরিক ওই গাড়িটি ভাড়া করেছিলেন। কিন্তু অন্য একটি গাড়িতে করে শনিবার ভোরে সীমান্ত অতিক্রমের সময় তাকে আটক করে বেলজিয়াম পুলিশ।হামলার পর শুক্রবারই ফ্রান্সে জরুরী অবস্থা জারি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার প্যারিসে কার্ফ্যু জারি করা হয়েছে, বন্ধ করা হয়েছে সীমান্ত।হামলার পর ফ্রান্সে আড়াই হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত শহরে সব ধরণের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ অফিস বন্ধ রয়েছে। অনিদিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে আইফেল টাওয়ার।

তথ্যসূত্রঃ বিবিসি নিউজ ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রকৃত হামলাকারী সন্ত্রাসীরা ধরা পড়ুক।

সাম্রাজ্যবাদীদের নোংরা খেলাও বন্ধ হোক। ক্ষমতার দম্ভে আর ষড়যন্ত্রের যাতাকলে প্রাণ যায় আমজনতার!

প‌্যরিসবাসীর প্রতি সহমর্মিতা।

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ বস এই সব বিষয়ে যত হামলা হয়ছে ওই সব হামলা জন্য যত নাস্তিক মার্কা সরকার ও নাস্তিক মার্কা ব্লগার কৃতপক্ষ আছে
শুধু তারাই দায়ই । :) B-) ;)

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

প্রভাতের পথিক বলেছেন: পাশ্চাত্যের সবাই এখন পুটকি মারা খাক কি বলেন?

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮

আমি মিন্টু বলেছেন: ওই মিয়া এইটা কি কন পুটকি থাকলে ছেন পুটকি মারা খাইবো । :) :D B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.