নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৎ মানুষদের পছন্দ করি ! নিজে সৎ থাকার চেষ্টা করি !!!

আসছে নতুন প্রজন্ম , আসবে নতুন দিন !

আহমেদ আলিফ

তোমাকে একটি নতুন সকাল এনে দিবো ...

আহমেদ আলিফ › বিস্তারিত পোস্টঃ

আসুন হাঁসের র্ফাম দেই :) (ভিডিও গেম)

২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭

পোলাপানদের যখন ভিডিও গেম খেলতে দেখি মেজাজটা বিল্লা হয়ে যায় (যদিও আমিও অনেক খেলেছি ছোটবেলায়) বিশেষ করে তাদের যখন ভাইসিটি খেলতে দেখি । আমার পাঁচ বছরের ছেলেকে ভাইসিটি খেলতে দেখে বললাম..
আব্বু এই গেমটা খেলো না, কম্পিউটারে আরো কতো সুন্দর সুন্দর ফ্ল্যাশ গেম আছে সেগুলি খেলো!
ছেলে: না, আমি এই গেমটা পছন্দ করি, এটাই খেলবো।
আমি: এই গেমটা কেনো পছন্দ করো?
ছেলে: এখানে পুলিশ মারা (পিটানো) যায়
আমি : তুমি পুলিশ পিটাবে কেনো?
ছেলে : পুলিশ আমার সাথে দুষ্ট করে, আমাকে দৌড়ায়
আমি: নিশ্চয় তুমি কোনো অপরাধ করেছো, তা নাহলে তুমাকে দৌড়াবে কেনো?
ছেলে : না... আমি পুলিশকে মারবো...
আমি : তুমি পুলিশকে মারলে পুলিশ তার দলবল নিয়ে এসে তুমাকে এরেস্ট করবে!
ছেলে: আমি ট্যান্ক নিয়ে আসবো পুলিশ আমাকে কিছুই করতে পারবে না। ট্যান্ক নিয়ে এসে পুলিশের গাড়ি ভেঙ্গে ... চুরে...
আমি : তা হলে পুলিশ হেলিকপ্টার নিয়ে আসবে, তখন
ছেলে: ত হলে আমি ট্যান্ক নিয়ে পানিতে নেমে পড়বো, আমার ট্যান্ক পানিতেও চলে
আমার তখন কান্দন ছাড়া কি কোনো উপায় আছে ইঃ- ইঃ. ইঃ- অ্যা- অ্যা- অ্যা
কোন ব্যাটায় এই ভাইসিটি গেম বানাইছে, কাছে পাইলে সত্যি সত্যিই তার নামে কেস করতাম
এইবার ছুটিতে বাড়ি গিয়ে দেখি ছেলে আর ভাগিনা মিলে একটা গেম খেলছে। আমি গিয়ে বললাম আব্বু তোমরা কি গেম খেলো?
জবাব আসলো "হাঁসের র্ফাম" কিছুক্ষণ গেমের দিকে খেয়াল করে বুঝলাম এতো দিনে পোলাপান একটা গেম খেলতেছে যেটাতে তাদের কিছুটা হলেও শিখার কিছু আছে।
তাহলে চলুন আমার সাথে হাঁস পালন করতে
Farm Frenzy (এখানে একটা ছবি হবে যা অনেক চেষ্টা করেও এড করতে পারলাম না /:)
প্রথমে কিছুটা নিয়ম বলে নেই।
আপনার হাঁস গুলি ঘাস খায়। আর ঘাস এর জন্য পানি প্রয়োজন তাই কুয়া থেকে পানি তুলতে হবে। আর একবারে বেশি পানি তুলতে পারবেন না বালতি দিয়ে বারে বারে তুলতে হবে।
হাঁস ডিম পাড়লে তা নির্দিষ্ট সময়ের মধ্যই গুদামে সংরক্ষণ করতে হবে তা নাহলে ডিম নষ্ট হয়ে যাবে।
গুদাম থেকে ডিম ট্রলিতে করে বাজারে বিক্রির জন্য পাঠাতে হবে। বাজার থেকে ট্রলি ফেরত আসতে কিছুটা সময় লাগবে। তাই আপনার খেয়াল রাখতে হবে এর ভিতরে গুদাম ভরে যায় কি না।
আপনি যখন পরের লেভেল গুলিতে যাবেন তখন ডিম সরাসরি বিক্রি না করে তা থেকে কেক বা পাঠা বানিয়ে বিক্রি করলে আরো বেশি টাকা পাবেন কিন্তু এর জন্য আপনাকে কেক বানানোর মেশিন কিনতে হবে।
ও মাঝে মাঝে কিন্তু আপনার র্ফামে ভাল্লুক আক্রমন করবে। ভাল্লুক কিন্তু আপনার হাঁস খেয়ে ফেলবে। ভাল্লুক আসলে তাড়াতাড়ি তাকে খাঁচায় আটকাতে হবে এবং তাকে বাজারে বিক্রিও করে দিতে পারবেন। ভাল্লুকের বাজার দর ভালো, কিন্তু আপনার গুদামে জায়গা থাকতে হবে।
টাকা হলে আপনি ভেড়া কিনতে পারবেন গরু কিনতে পারবেন। ভেড়া আপনাকে লোম দিবে আর গরু দিবে দুধ। ভেড়া গরু সবাই কিন্তু ঘাস খাবে তাই সেদিকে আপনার খেয়াল রাখতে হবে।
আপনি ইচ্ছা করলে একটি বিড়াল পোষতে পারেন, এই বিড়াল আপনাকে ডিম, লোম , দুধ সংগ্রহ করতে সাহায্য করবে।
আপনি ইচ্ছা করলে একটি কুকুরও পোষতে পারেন যা আপনাকে ভাল্লুক তাড়াতে সাহায্য করবে, তবে আমার মতে ভাল্লুক তাড়ানোর চাইতে তাকে ধরে বাজারে বিক্রি করাই বেশি লাভ।

এই গেমটাতে বাচ্চারা শিখতে পারবে কি করে অনেক গুলি বিষয় মাথায় রেখে সুষ্ঠ মানেজমেন্ট করতে হয়, কোন পথে এগুলে লাভ হবে বেশি। গেমে নেই কোনো ভায়োলেন্স/ মারপিট যা বাচ্চাদের চোখ মুখ লাল করে দেয় ।

শুধু বাচ্চারা না চাইলে বাচ্চার বাবা/মা রাও খেলতে পারেন।
খেলতে চাইলে এখানে থেকে ডাউনলোড করে নেন

কোনো সমস্যা হলে এই ফার্মারকে নক করিয়েন!
(অ: ট: ফার্ম এর মালিককে ফার্মার না বলে কৃষককে ফার্মার বেলে কেনো? /:) )

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৪

আহমেদ আলিফ বলেছেন:
অনেক দিন পর পোস্ট করতে এসে দেখলাম পোস্ট করতে ভুলে গেছি। কারন পোস্ট ড্রাফে এ নেওয়া , ছবি এড করা , আর পোস্ট সেন্ড করতে গিয়ে আমার ঘাম বের হয়ে গেলো :(

২| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৬

তূর্য হাসান বলেছেন: যার জন্য ডাউনলোড করলাম দেখি তার পছন্দ হয় নাকি। সে তো আবার সারাক্ষণ ভাইসিটিই খেলে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৯

আহমেদ আলিফ বলেছেন:
হাতের কাছে যদি শুধু ভালো জিনিসই থাকে তবে বাচ্চারা সেগুলি দিয়েই খেলতে অভ্যস্থ হবে।

মন্তব্যের জন্য ধন্যবাদ!

৩| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৩

ভিটামিন সি বলেছেন: দাদা আমি নিড ফর স্পিড এর দানবীয় গেমগুলি খেলি। ভাইস সিটি বা ফ্লাশ গেম আমার পছন্দ না। তবে আপনার বর্ণনায়িত গেমটিতে অনেক শিক্ষামুলক দিক আছে।

২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৩

আহমেদ আলিফ বলেছেন:
জি! ভাই এই গেমটা দেখে গেম সম্পর্কে আমার মনোভাব কিছুটা চেন্জ হইছে। কম পক্ষে তারা মারামারি ভায়োলেন্স শিখবে না।

ধন্যবাদ!

৪| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: অফিসে আছি বাসায় গিয়ে ডাউনলোড মামারে কমু নামার জন্যে। নামার দেখি আমার পুত্র কি কয় ।



শেয়ারের জন্য ধন্যবাদ।

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৪

আহমেদ আলিফ বলেছেন:
আপনার ছেলে কি বললো জানায়েন!
তবে জুস খেয়ে মজা পলে বাচ্চারা আর তাজা আম খেতে চায় না ;)
মন্তব্যের জন্য ধন্যবাদ!

৫| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

খেলাঘর বলেছেন:

গেইম না খেলে সকার খেলছি।

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৭

আহমেদ আলিফ বলেছেন:
ভাই, ঠিক বুঝলাম না!

৬| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: বাচ্চারা কি গেইমস খেলছে না খেলছে লক্ষ্য রাখা জরুরী । ভায়োলেন্স এভয়েড করা অবশ্যই দরকার , শিক্ষামূলক কিছু হলে ভালো ।

শুভকামনা :)

২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২০

আহমেদ আলিফ বলেছেন:
আসলে চারপাশে ভালো জিনিসের চেয়ে মন্দ জিনিসই বেশি। মন্দ গুলি আবার বেশি কালারফুল হয়।

আপনার জন্যও শুভকামনা!

৭| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: ডাউনলোড করার সময় পাই নাই।

২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৯

আহমেদ আলিফ বলেছেন:
ঠিক আছে, পরে আবার চেষ্টা করিয়েন!

৮| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

আদম_ বলেছেন: ভাই আপনে কোথায়? এইটা কিছু হইলো? লেখা দেননা কেনো? আপনারা না লেখলেতো আমার বল্গে আইসা লাভ নাই। ভাই আপনের প্লিজ লাগে, তাড়াতাড়ি লেখা দেন। জীবনমুখি একটা আগুন বরাবর লেখা.......।

১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭

আহমেদ আলিফ বলেছেন:
ভাই! লিখতে তো আমারও ইচ্ছা করে কিন্তু নেটে যতখন থাকি জীবনমুখী কাজ নিয়েই ব্যস্ত থাকি। যতটা সময় পাই দু-একটা পোস্ট দেখতে দেখতেই শেষ হয়ে যায়।
তবে ইচ্ছা আছে.......

৯| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩

 বলেছেন: :D

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

নুরএমডিচৌধূরী বলেছেন: লিখায়+++

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

আদম_ বলেছেন: নতুন পোস্ট দেন না কেন? নতুন পোস্ট দেন না কেন?নতুন পোস্ট দেন না কেন?নতুন পোস্ট দেন না কেন?নতুন পোস্ট দেন না কেন?নতুন পোস্ট দেন না কেন?নতুন পোস্ট দেন না কেন?নতুন পোস্ট দেন না কেন?
আমার ভীষণ রাগ লাগতাছে আপনার উপর।

০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

আহমেদ আলিফ বলেছেন:
ভাই সত্য বলতে কি!
আমি আসলে ব্লগ থেকে বিদায় নিবার চিন্তা করছি।
ফেবুতে যাবো ভাবছি।
যদিও ফেবুর নিয়ম কানোন কিছুই জানি না।
এই নিয়ে সামুতে একটা হেল্প পোষ্ট দিবো ভাবছি।

১২| ০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২১

আদম_ বলেছেন: আপনার এই ঘোষণা শুনে কি লিখবো বুঝতেছিনা............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.