![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলহামদুলিল্লাহ!
ফোনেটিক স্টাইলে আরবী লেখার জন্য অভ্র কিবোর্ডের নতুন একটি লেয়াউট এখন আপনাদের সামনে উপস্থিত!
আরবী বিশ্বের সর্বাধিক প্রচলিত ভাষা সমূহের একটি। তার ওপর মুসলিম হিসেবে আমাদের নিকট আরবী ভাষার রয়েছে বিশেষ একটি অবস্থান।
ব্লগ-ফেসবুকে লেখালেখি কিংবা সার্চ ইঞ্জিনে অনুসন্ধানের কাজে আরবী লেখা বর্তমান বিশ্বের ইন্টারনেট ইউজারদের কাছে নিত্যদিনের প্রয়োজনীয় একটা বিষয়। সমগ্র ইন্টারনেট বিশ্বের কথা বাদ দিয়ে শুধু বাংলাদেশের দিকে খেয়াল করলেও দেখা যাব এদেশে ইসলামিক মাইন্ডের তরুণদের মাঝে এর প্রয়োজন অপরিসীম। প্রায়শই আমাদের আরবী লেখার দরকার পড়ে। এছাড়া এটি প্রয়োজন পড়তে পারে মাদারাসা স্কুল কলেজ অথবা ভার্সিটির দপ্তরে শিক্ষকমণ্ডলীর প্রশ্নপত্র তৈরির কাজে। আর অনেকের মত যদি আপনিও অনলাইনকে দাওয়াহ ইলাল্লাহ-এর একটি অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়ে থাকেন তবে আপনার সুবিধার্থে এই কি-লেয়াউট হতে পারে সর্বক্ষনের সঙ্গী।
Kyo Arabic…!
ক’দিন আগে পিসিতে আরবী লেখা নিয়ে বেশ পেরেশানিতে ছিলাম। উইন্ডোজের ডিফল্ট আরবী লেয়াউট থাকলেও সেটা দিয়ে লেখা বেশ দুঃসাধ্য। অনলাইনে বেশ কিছু আরবি লেখার সফটওয়ার কিংবা লেয়াউট পেলেও মনের মত একটাও হচ্ছিল না। হঠাৎ খুঁজতে খুঁজতে সেদিন Arabic-91 নামে একটা মিশরীয় আরবীর কিবোর্ড লেয়াউট পেলাম, যেটাকে একদম ইংলিশ টু এ্যারাবিক বলা যায় না। আবার না বলাও যায় না।
সত্য বলতে কি! arab-key.com এর Arabic-91 লেয়াউট থেকে উৎসাহী হয়েই এই অভ্র লেয়াউটটি ডিজাইন করা হয়েছে।
আশা করছি ছোট্ট এই প্রচেষ্টা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে।
জানিয়ে রাখা ভালোঃ উইন্ডোজে আরবি লেখার জন্য আপনাকে আলাদা কোনো ফন্ট সেটআপ দেয়ার প্রয়োজন পড়বে না, মাইক্রোসফটের বিখ্যাত Times New Roman অথবা Traditional Arabic দিয়েই আপনি নিশ্চিন্তে আরবী লেখতে পারবেন। এছাড়া আরও স্টাইলিশ আরবী ফন্ট এর প্রয়োজনে অনুগ্রহ পুর্বক কোনো সার্চ ইঞ্জিনের সহায়তা নিন।
যেভাবে ব্যবহার করবেনঃ-
১. প্রথমে Kyo Arabic.avrolayout ফাইলটি ডাউনলোড করে নিন।
Download Link Mediafire Link Google Drive
২. ডাবল ক্লিক করে ইন্সটল দিন। কোনো এ্যাকসেস পারমিশন চাইলে সম্মতি দিন।
৩. আপনার পিসি রিস্টার্ট দিন। অথবা শুধু আপনার অভ্রু কিবোর্ড বন্ধ করে পুনরায় চালু করুন।
৪. এবার লেয়াউট লিস্ট থেকে Kyo Arabic সিলেক্ট করুন।
Arabic Typing by Avro-1
ex: Select from system tray icon
৫. প্রয়োজনে Show active keyboard layout অপশনে গিয়ে লেআউট দেখে নিন।
Arabic Typing by Avro-2
ex: kyo arabic beta 1.1 version preview
৬. এবার নিশ্চিন্তে আরবী লেখুন
২| ১৭ ই মে, ২০১৫ দুপুর ২:০৭
জনাব মাহাবুব বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ
৩| ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
ভুলো মন বলেছেন: অভ্রের জন্য আমার হিন্দি লেআউট দরকার ছিল!!
৪| ১৮ ই মে, ২০১৫ দুপুর ১২:২৫
মধুমিতা বলেছেন: ডাউনলোড লিংক কোথায়?
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৫ দুপুর ১২:২১
তৌফিক মাসুদ বলেছেন: আরবি লেখার খুব একটা দরকার হয়না। তারপরেও মাঝে মধ্যে লেখলে মন্দ নয়।
শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে