নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনামুল কাবির

মোরা এক বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান

এনাম কবির

মোরা এক বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান

এনাম কবির › বিস্তারিত পোস্টঃ

আজ মা দিবসে

১৪ ই মে, ২০১৪ সকাল ১০:৪৯

আম্মা এসে বললেন আনেছা (ছদ্বনাম) তোমার সাথে একটু কথা বলতে চায়।

আমি বললাম কি ব্যাপার?

আম্মা আনেছা আপাকে ডাকলেন। উনার দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার তাকাতে পারছিলাম না, ক্লান্তি ও বিষন্নতায় চেহারা মলিন।

ভাইয়া আমাকে দুই হাজার টাকা দেন। পাঁচ মাস ধরে ঘর ভারা দিতে পারছিনা, অফিস থেকে এসে দেখি শাশুড়ি ও ছেলে গুলোকে বের করে ঘরে তালা লাগিয়ে দিয়েছে বাড়িওয়ালা। আমি বেতন পেয়ে আপনার টাকা দিয়ে দেব।

আরিফ (ছদ্বনাম) কি করছে? ও টাকা দেয় না। ওর তো বেতন অনেক বেড়েছে।

না, দেয় না।

ও কি আলাদা বাসা করেছে?

না আমাদের সাথেই থাকে, কিন্তু আলাদা রান্নাবান্না করে, সে আমাকে বলে দিয়েছে এক পয়সাও দিতে পারবে না।

আমি ওনার কথায় থ মেরে গেলাম। আরিফ ২০ বছরের যুবক। নতুন বিবাহ করেছে। তার ভবিষ্যৎ আছে, তাই মাকে এক পয়সাও দিতে পারবে না। যে রুমটাতে তার মা থাকে তার ভাড়াও দিতে পারবে না। স্বামী শ্বশুর মরা আনেছা আপার আরো ছোটছোট তিন ছেলেকে নিয়ে সাগরে হাবুডুবু কাচ্ছেন। ছয় হাজার টাকা বেতনেও কিচ্ছু হচ্ছে না “উনার ছেলে তার অতিত ভুলে ভবিষ্যৎ নিয়ে বিভোর।

“মা তোমার চরণ তলে মাথা ঠেকাই” তাকে এই কথাটি বলার কেউ আছেন কি?

আজ মা দিবসে আরিফের স্বাভাবিক বিবেক ফিরে আসার প্রার্থনা করি...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.