নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনামুল কাবির

মোরা এক বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান

এনাম কবির

মোরা এক বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান

এনাম কবির › বিস্তারিত পোস্টঃ

মিয়ানমার ও শহীদ মিজানুর রাহমানের পরিবার প্রতি। মিয়ানমার আমাদের বুকের প্রস্থ কতটুকু তা পাকিস্তান থেকে জেনে নিও।

১৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৯

মিয়ানমার ও শহীদ মিজানুর রাহমানের পরিবার প্রতি

মিয়ানমার আমাদের বুকের প্রস্থ কতটুকু তা পাকিস্তান থেকে জেনে নিও।



ফেলানির লাশ যখন কাঁটাতারে ঝুলে তখন একজন আমাকে বলেছিলেন ভৌগলিক দিক থেকে বাংলাদেশের পাশে কোন মুসলিম দেশ নাই। সেটা সবল কিংবা দুর্বল হোক । বিশাল ভারতের তুলনায় আমরা খড়কুটোর মত। আমাদের তিন দিকে ভারত আর সমুদ্ররের ওপারে আরেকটি দেশ। মাঝে মাঝে এ দেশটিও ব্যাঙ্গের মত ফাল মারে। ২৬১২২৭ বর্গমাইলের এই দেশটি বাংলাদেশ থেকে প্রায় পাঁচ গুন বড়। সেনা শাসিত এই দেশটি তেল ও সীসা সম্পদে সমৃদ্ধ।



মিয়ানমার আমাদের মাথা ব্যাথার কারণ হতো না যদি না তাদের হাত রুহিঙ্গাদেরকে হত্যায় রঞ্জিত না হত । তারা ঠাণ্ডা মাথায় ও পরিকল্পিত ভাবে তাদের কে তিলেতিলে ধ্বংস করে দিচ্ছে। তাতে বুঝা যায় তারা মানুষ হত্যা ও দখল দারিত্তে সিদ্ধিহস্ত। আমাদের সীমান্তের আতন্দ্র প্রহরী বি জি বি ও জাতিসংঘে প্রশংসিত বীর সেনাদের কল্যাণে হয়তো এই পিচাশের লোভাতুর চক্ষু বেশি লাল হতে দেয় না।

সারা পৃথিবীতে যত বড় বড় দেশ আছে বিশেষত পরাশক্তি গুলো আছে কিংবা তাদের তুলনায় পাশের দেশটি ছোট, ছোটদের সাথে বড়দের আচরণ ক্ষুদার্থ নেকড়ের মত। আমারা যদি হিটলারের জার্মানির কথা বাদ দেই, নীলকরদের কথাও যদি ছেড়ে দেই ,আগ্রাসী আমেরিকার কথাও যদি আমরা কয়েক মিনিটের জন্য মন থেকে সরিয়ে রাখি তার পরেও আমরা সারা পৃথিবীতে রক্তের দরিয়া দেখতে পাই। সার্বিয়া মুসলমানদের নির্যাতনের গোঙ্গানি আজো কানে বাজে। চেচনিয়া ও আফগানদের দুর্দশা আজো কাটেনি। ক্রিমিয়ার সিমান্তে যুদ্ধের দামামা কারা বাজাচ্ছে? এ সকল সবই করে যাচ্ছে রাশিয়া।



পৃথিবীর স্বর্গ কাশ্মীর, অর্ধ শতাব্দীর অধিক কাল ধরে স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে। তাদের স্বর্গীয় সম্পদ লুটে নিয়ে যাচ্ছে কারা? ষোড়শী মেয়েদের ওড়নাতে কাদের হাত? কথিত আছে কাশ্মীর সিমান্তে কোন মিডিয়াকে ঢুকতে দেয়া হয় না। লুটেরেরা নিয়ে যাচ্ছে পৃথিবীর স্বর্গ থেকে প্রাকৃতিক সম্পদ,ইজ্জত আর প্রতিবাদি মানুষের তরতাজা প্রান।

মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখা ইসরায়েল সামান্য পাথরের ডিলের বিনিময়ে বদলা নেয় শতশত ঘর বাড়ি ধ্বংস আর অগণিত মানুষের লাশ। এই পাগলা কুকুরটাকে পৃথিবীর কোন শক্তি দাবিয়ে রাখতে পারছে না।



পৃথিবীর অতীত-বর্তমান, ভবিষ্যতেও কি চলবে দুর্বলের উপর সবলের অত্যাচার? পৃথিবীতে আজো অনেক প্রান্তে মানুষের ঘুম ভাঙ্গে যুদ্ধ বিমানের বম্বিংয়ের আওয়াজে। মিয়ানমার তুমিও যদি কিছু একটা ভেবে থাকো,আমাদের বুকের প্রস্থ কতটুকু তা পাকিস্তান থেকে জেনে নিও।



শহীদ মিযানুর রাহমানের স্ত্রী। প্রিয় বোন, আপনি কি জানেন আপনি একজন শহীদের স্ত্রী। আমরা যে নবীজির উম্মত তিনিও আল্লার কাছে শহীদি মৃত্যু কামনা করতেন। দুনিয়ায় থাকতে যে দশজন সাহাবী বেহেস্তের সু-সংবাদ পেয়েছিলেন এঁর মধ্যে চারজন ছিলেন খলিফাতুল মুসলেমিন। তাঁদের মধ্যে তিন জনকে শহীদ করা হয়েছে। প্রিয় বোন শহীদি মৃত্যু তো সফল মানুষদের আবে জমজম। কালে কালে এইসব মানুষদের রক্ত সার্বভৌমত্তকে তাজা করেছে। যে পরিবারে দুজন মানুষ দেশের জন্য প্রান দেয় তাদের পরিবারের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে না।



শহীদ মিযানুর রাহমানের কন্যারা, ঋতুর পালাবদলে সামনে বর্ষা,কদম ফুলেরা সুন্দরযের পশরা সাজাতে তৈঋ হচ্ছে। যদি তোমাদের বাড়ির পুকুর পাড়ে কদম গাছ থাকে, একটি কদম ফুল হাতে নিয়ে নতুন জলের সচ্ছ পানিতে দাড়িয়ে ভেবো এই বাংলার সুন্দরজকে সাজিয়ে রাখছে তোমাদের বাবার মত মানুষদের আত্মত্যাগ। ভয় নেই, তোমাদের পাশে আছে কোটি মানুষের ভালোবাসা, দোয়া ও আশীর্বাদ। একটু ভেবে দেখ আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সব হারানোর অনেক পরে প্রধানমন্ত্রী হয়েছেন। তোমাদের দাদা ও বাবার ত্যাগের বিনিময়ে উদ্ভাসিত হোক তোমাদের জীবন ।





মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় বোন, আপনি কি জানেন আপনি একজন শহীদের স্ত্রী। আমরা যে নবীজির উম্মত তিনিও আল্লার কাছে শহীদি মৃত্যু কামনা করতেন। দুনিয়ায় থাকতে যে দশজন সাহাবী বেহেস্তের সু-সংবাদ পেয়েছিলেন এঁর মধ্যে চারজন ছিলেন খলিফাতুল মুসলেমিন। তাঁদের মধ্যে তিন জনকে শহীদ করা হয়েছে। প্রিয় বোন শহীদি মৃত্যু তো সফল মানুষদের আবে জমজম। কালে কালে এইসব মানুষদের রক্ত সার্বভৌমত্তকে তাজা করেছে। যে পরিবারে দুজন মানুষ দেশের জন্য প্রান দেয় তাদের পরিবারের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে না। ++++

কিন্তু দুঃখ হয় শহীদদের জীবেনর বিনময়ে অর্জিত সার্বভৌমত্ব ম্লান হয়ে যায় কিছু পরজীবি, দালাল আর পা-চাটা গোলামদের হাতে!!

সৎ, সত্য সুন্দেরর জন্য শহীদি চেতনায় উজ্জিবীত হোক ১৬ কোটি মানুষ। আমাদের দেশের দিকে পরাশক্তিও চোখ তুলে তাকাতে সাহস পাবেনা।

২| ১৫ ই জুন, ২০১৪ রাত ৮:৩৬

এনাম কবির বলেছেন: ভাই স্বর্গ যেমন আছে নরকও তেমন আছে। সবাই যদি স্বর্গে যায় নরক ভরবে কাকে দিয়ে। পরজীবি, দালালরা হচ্ছে নরকের কীট।
যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেটা আমরা কিছুতেই হারাতে পারব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.