![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোরা এক বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান
মাহে রমজানের সওগাত
হাজার হাজার কোরআনে হাফেজ প্রস্তুত, আপনি কি প্রস্তুত?
ছেলেটির বয়স এগার কি বার। নির্বিকার চিত্তে বসে আছে পরীক্ষকদের সামনে। পরিক্ষক কোরআন শরিফ হাতে নিয়ে পনেরো পাড়ার বার পৃষ্ঠার মাঝখান থেকে প্রশ্ন করলেন।
১...২...৩...৪...৫ সেকেন্ড পরই চোখ বন্ধ করে পড়তে লাগল ছেলেটি মহান প্রভুর ঐশী বাণী। খুব সুন্দর করে উচ্চারিত হতে লাগল প্রত্যেকটি হরফ। নীরব নিস্তব্ধ মসজিদের দেয়ালে দেয়ালে ফিরতে লাগল কোরআনের আওয়াজ। পরিক্ষক থামতে বললেন, ছেলেটি থেমে গেল। এভাবে তাকে আরও সাত-আটটি প্রশ্ন করা হল। বহমান নদীর জলের মত পড়ে যেতে লাগল ছেলেটি। ৬৬৬৬ আয়াতের এই বিশাল কোরআন বুকে নিয়ে ছেলেটি হাসছে, কাঁদছে, খাচ্ছে। মহান প্রভু এইরকম ফুল ফুটিয়ে রেখেছেন মর্তের দিকে দিকে...
পাঠক, এটি একটি রামজান মাসের তারাবির ইন্টারভিউর কথা বললাম। হাজার হাজার কোরআনের হাফেজ প্রস্তুত হচ্ছে। আপনি কি প্রস্তুত?
আপনি সারাটি বছর খাওয়া দাওয়া করেন, এই মাসটি দিনের বেলায় করবেন না। আপনি সারা বছর খাবারে ফরমালিন মিশাচ্ছেন, এই মাসে বিরত থাকুন। আপনি প্রতি নিয়ত প্রতারিত করছেন মানুষদের, একটি মাসের জন্য একটু থামুন। আপনার জন্য মানুষ খুন করা ডাল ভাত, এই পবিত্র মাসে অন্তত কোন মায়ের বুক খালি করবেন না।
আপনি ইভটিজিং ও যৌনাচারে অভ্যস্ত, একটু ভাবুন এই মাসটি কেন এসেছে। আপনি সারাটা বছর বাউল,ফোক,পপ ও অন্যান্য গান শুনেন এবং গান। এই মাসটিতেও কোরআন পড়ুন এবং শুনুন । দেখুন না কোরানের নির্জাসটা কেমন লাগে।
আপনি ইচ্ছা করলেই পারবেন একটি মাস সংযমী হতে। একটি মাস পারলে চল্লিশ দিনও পারবেন। ইসলামি মনীষীরা বলেন, ধারাবাহিক ভাবে চল্লিশ দিন কোন কাজ করলে কিছুটা পরিবর্তন লক্ষণীয়। শিশু যখন মায়ের গর্ভে থাকে চল্লিশ দিন পর পর শিশুটির গঠন প্রকৃতি পরিবর্তিত হয়। যে ব্যাক্তি চল্লিশ দিন তার স্বভাবজাত মন্দ কাজ থেকে বিরত থাকতে পারে, তার জন্য একটি দুটি বছর বিরত থাকা সম্ভব। যে মানুষটি একটি দুটি বছর বিরত থাকতে পারে সে মানুষটি হয়ে যেতে পারে জনম কি জনম সাদা মনের মানুষ।
রামজানের আদর্শ হল মন্দ কাজ থেকে বিরত থাকা। একটি মাসের ট্রেনিংয়ে আমরা আমাদের দেশ থেকে দূর করে দিতে পারি অপরাধ ও অপরাধী মানুষদের অস্থীর মনুষত্ব্য।
দশ-বার বছর থেকে যদি মানুষ আমৃত্যু বুকে ধারণ করতে পারে কোরআন,চেষ্টায় তো সব পরে আসবে প্রভূর রহমত।
একটু চেষ্টা করে দেখি না পৃথিবীর বুকে এ বুখণ্ডের মানুষ গুলো হয়ে যেতে পারি কিনা সততা, নিস্থা, উন্নতি, ভদ্রতা আর যা কিছু সুন্দর তার প্রতীক।
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১০:৩৭
এনাম কবির বলেছেন: ধন্যবাদ আজিজ ভাই
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৪ রাত ৩:২৯
শেখ আজিজুর রহমান বলেছেন: সুন্দর পোস্ট...।