![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোরা এক বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান
শব্দ গুলো উড়িয়ে দিলাম
বছর খানিক আগের কথা। হরতাল চলাকালীন সময়ে প্রিকেটিং কারীদেরকে পুলিশ ধাওয়া করে। প্রিকেটার ও সাধারণ মানুষ যার যার সুবিধা মত নিরাপদ দূরত্বে চলে যায়। ঘটনাটি ঘটছিল কুমিল্লা হাই স্কুলের সামনে। অপর পাশে ছিল একজন যুবক। সে বুঝে উঠে চলে যাওয়ার আগেই পুলিশ এসে তাকে ধরে ফেলে এবং লাঠি দিয়ে সাত আটটি আঘাত করে বসে। তার চিৎকারের ধরণ ও স্বজনরা কাছে আসার পর পুলিশটি বুজতে পারে ছেলেটি স্বাভাবিক না। সে বুদ্ধি প্রতিবন্ধি একজন মানুষ। তখন আর কিছু করার থাকে না। মানুষটি খুব করুন ভাবে চিৎকার দিতে থাকে।
কিছু দিন আগে দোকানে দুজন মহিলা কাস্টমার আসলেন। সাথে চার পাঁচ বছরের একটি মেয়ে শিশু। একজন তার মা আরেক জন তার মায়ের মা। ছিপছিপে গড়নের শিশুটি খুবই চঞ্চল। এটা ধরে তো ওটা টান দিয়ে বের করে ফেলছে। দৌড় দিয়ে পিছনে চলে যাচ্ছে নয়ত জুতা নিয়ে চেয়ারের উপর দাড়িয়ে যাচ্ছে। তাতে তার মা লজ্জা পাচ্ছিলেন। সাথে বিরক্তও। ডাক ধমক দেয়ার পরও শিশুটি তার কর্ম কাণ্ড থেকে বিরত হচ্ছে না দেখে এক পর্যায়ে তাকে মারতে তেড়ে গেলেন। আমি বললাম আরে করছেন কি? তিনি বললেন ভাই দেখছেন না কি করছে! আমি হেসে বললাম বাচ্চাটি এতো চঞ্চল বলে আপনি বিরক্ত হচ্ছেন কিন্তু সে চঞ্চল না হয়ে যদি অটিস্টিক হত তাহলে কি আপনি খুশি হতেন। মহিলাটি ফিক করে হেসে ফেললেন। তারপর শিশুটিকে কোলে নিয়ে পরম স্নেহে আদর করতে লাগলেন।
একবার এক কাজে এক ধনী মানুষের বাড়ীতে গিয়েছিলাম। ভদ্র লোক বহু বছর জাপানে ছিলেন। মানুষটি দেখতে যেমন সুন্দর ব্যাবহারও তেমন অমায়িক। দামী কয়েক আইটেমের বিস্কিট দিয়ে আপ্যায়ন করলেন। সাথে মিষ্টিও ছিল। উনার ড্রইং রুমটি প্রায় হাজার স্কয়ার ফিটের হবে। উনি আমাকে সহযোগিতার আশ্বাস দিলেন। আর বললেন ভাই আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, আমার মেয়েটির বয়স সতর। ও অসুস্থ্য ওর জন্য একটু দোয়া করবেন। আপনি কি আমার মেয়েটাকে দেখবেন? এই বলে উনি ডাকতে লাগলেন। আমি মনে মনে ভাবলাম এতো বড় মেয়ে দেখার কি আছে । কিন্তু আমি ভাবতে পারি নাই আমার জন্য কি বিস্ময় অপেক্ষা করছে । মেয়েটি এটা সেটা ধরে বাবা বলে আমাদের সামনে এসে দাঁড়াল । মেছের কাঠি দিয়ে যেন কলজেতে ঘষা দিল কেউ। মেয়েটি শুধু শারীরিক প্রতিবন্ধিই নয় অনেকটা বুদ্ধি প্রতিবন্ধিও। মোটা কাঁচের চশমা দিয়ে মায়া ভরা চোখে তাকিয়ে আছে। আমার হৃদয়টা বাঁশ পাতার মত কাঁপতে লাগল। ভদ্র লোকের দিকে তাকিয়ে দেখি চোখের কোণে বেদনার অশ্রু।
পৃথিবীর সকল পিতা মাতার সন্তান সুস্থ্য থাকুক। সকল শিশু সুস্থ্যতা নিয়ে জন্মাক।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১
এনাম কবির বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৫
অপূর্ণ রায়হান বলেছেন: পৃথিবীর সকল পিতা মাতার সন্তান সুস্থ্য থাকুক। সকল শিশু সুস্থ্যতা নিয়ে জন্মাক। +
ভালো থাকবেন ।