![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি
এই নির্বাচনের সমর্থকেরা বলেছেন, জামায়াত আসেনি বলে বিএনপি আসেনি নির্বাচনে। এটি অসত্য, কারণ বিএনপি একবারও দাবি তোলেনি জামায়াতকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার। এই নির্বাচনের সমর্থকেরা বলেছেন, জামায়াতকে বাদ দিলে বিএনপির সঙ্গে আলোচনা করা হবে পরবর্তী নির্বাচন নিয়ে। এটি বিভ্রান্তিকর, কারণ নির্বাচনের জন্য ইতিমধ্যে আদালতের রায়ে অযোগ্য ঘোষিত হয়েছে জামায়াত। বাকি কাজ অর্থাৎ জামায়াতকে ১৮ দলের জোট থেকে বের করে দেওয়া সম্ভব স্রেফ দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। এই ক্ষমতা আওয়ামী লীগ সরকারের আছে, চাইলেই একমুহূর্তে তারা করতে পারে এটি। বিচিত্র এই দেশে সরকারের স্তাবকেরা সরকারের কাছে এই দাবি না তুলে বিএনপিকে বলছে নিজে নিজে কাট্টি নিতে জামায়াতের সঙ্গে!
এই নির্বাচনের সমর্থকেরা বলেছেন, নির্বাচনে বিএনপি জিতে এলে বিঘ্নিত হবে যুদ্ধাপরাধীদের বিচার। এই রব গত কয়েক বছরে হাজারোবার তুলেও তাদের ভয় তবু নির্বাচনে জিতবে বিএনপিই! যদি তা-ই হতো, সেটাই হচ্ছে গণতন্ত্র! গণতন্ত্র মানলে এই ভয় আর আশঙ্কা মেনেই সুষ্ঠু নির্বাচনের জন্য এককাট্টা হওয়া উচিত ছিল তাদের। বিএনপি জিতে এসে বিচার বিঘ্নিত করলে বিএনপি হটাও আন্দোলনে মানুষকে শামিল করার চেষ্টা করা উচিত ছিল তাদের।
এই নির্বাচনের সমর্থকেরা তা করেননি, জনগণের মতামত আর বিচার বিবেচনাবোধের ওপর আস্থা নেই তাঁদের। নির্বাচনহীন নির্বাচনের পরও তাই আমরা তাঁদের দেখব এই নির্বাচনের জয়গান গাইতে। দেশের সিংহভাগ মানুষের ভোটাধিকার হত্যা করার এক আততায়ী সরকারকে সমর্থন করতে!
৫ জানুয়ারি তবু বাংলাদেশের ইতিহাসে নিখাদ কলঙ্কজনক এক দিন হয়ে রইবে। এই নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে, তার বৈধতা প্রবলভাবে প্রশ্নবিদ্ধ এবং জনসমর্থন অতিসামান্য। সেই সরকার হবে আন্তর্জাতিকভাবেও একঘরে। সেই সরকারের অধীনে বাংলাদেশের অগ্রযাত্রা পিছিয়ে যাবে বহুদূর। আমার মনে হয় না মুক্তিযুদ্ধ আর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বারবার জয়ী বাঙালি জাতির প্রাপ্য হতে পারে এমন একটি সরকার।আসিফ নজরুল
২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৮
মুহসিন বলেছেন: ক
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯
হাসিব০৭ বলেছেন: বুঝলাম না ১৮ দলের সাথে জামায়াত থাকলে আপনাদের সমস্যা কোথায়?????? সমস্যা থাকলে সেটা বিএনপি ফেস করবে কিন্তু আপনারা এই ব্যপারটা নিয়া এত আগ্রহ দেখানোর কারনটা কি??? অন্যের পরে থাকা খাবার খাওয়া জন্যে নয়তো?????
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২
মারজ সোহাগ বলেছেন: (শতকরা)% হিসাব কি প্রতি হাজারে নাকি প্রতি লাখে হয়? নাকি বর্তমানে গায়েবানা ভোটের সিস্টেম চালু আছে
Click This Link
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯
nurul amin বলেছেন: আসলে জামায়াত কোন ফ্যাক্টর না। তারা হল ক্ষমতা দখলের মাধ্যম
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭
রাজীব বলেছেন: জামায়াত নিষিদ্ধ হলে কি মহাজোটে যোগ দিতে পারবে?
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০
nurul amin বলেছেন: হয়ত কিছু অংশ যাবে
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০
অেসন বলেছেন: জামাতকে আইনগত তাবে নিষিদ্ধ করলে জামাত কি শেষ হয়ে যাবে ?
কখনোই না। আমার মনে হয় বিএনপির ব্যানারেই তারা তাদের আদর্শ সমুন্নত রাখবে। খেয়াল করে দেখুন, সাঈদীর রায় কিংবা কাদের মোল্লার
ফাঁসির পর যেসব জায়গায় সহিংসতার প্রকোপ দেখা যায়, সেসকল
জায়গাতে ১৮ দলের কর্মসূচীতেও সহিংসতা বেশী দেখা যায়। তাহলে
জামাত কি বিএনপির চেয়ে শক্তিশালী ? মোটেই না। তবে বিএনপি-জামাত মিলেমিশে একাকার। সুতরাং বিএনপি যতক্ষন জামাতকে ত্যাগ না
করবে ততক্ষন এই সমস্যার সমাধান হবে না।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৬
নষ্ট ছেলে বলেছেন: জামাত-শিবিরকে নিষিদ্ধ করলে কি তারা পাকিস্থানে চলে যাবে?
তাদের নেতারা বিএনপির ব্যানারে নির্বাচন করবে তখন আল্টিমেট লাভবান বিএনপিই হবে।
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন:
শেখ হাসিনা কি স্বৈরাচারী নন ??
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০০
nurul amin বলেছেন: ত