নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গণতন্ত্র ও জাতীয়তাবাদীদের জয়যাত্রা অগ্রগামী হোক

fb.com/naminrng হাতে গোলাপফুল ধরলে তার কিছু গন্ধ লেগে থাকে।

nurul amin

আমি

nurul amin › বিস্তারিত পোস্টঃ

ডাকাত যদি জোরদখল করে কোন সম্পত্তি ভোগ করতে থাকে তবে তার রক্ষনাবেক্ষনে মনোযোগী হয় না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৯

শর্ত পূরণ না করায় র‌্যাব-এর প্রশিক্ষণের ওপর এক ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিচারবর্হিভূত হত্যাকাণ্ডসহ অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘনের কারণেই এ শর্ত দেয়া হয়েছে। বলা হয়েছে মার্কিন তহবিলে পরিচালিত প্রশিক্ষণে র‌্যাবের সদস্যদের যেন বাংলাদেশ সরকার কোনও মনোনয়ন না দেয়। র‌্যাব কর্তৃক মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বন্ধ হয়েছে এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার যথেষ্ট সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে এমনটি নিশ্চিত হলেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। মনেহয় না এ সকল নিষেধাজ্ঞায় কোন কাজ হবে কারণ ডাকাত যদি জোরদখল করে কোন সম্পত্তি ভোগ করতে থাকে তবে তার রক্ষনাবেক্ষনে মনোযোগী হয় না। দেশের কি কি ক্ষতি হয়েছে আর হবে তা' নিয়ে আম্লিগ চিন্তিত নয়। এ দেশ তো তারা ভোগ করতে দখল করেছে। কে কি বলল বা বাধা দিল তাতে আম্লিগের কিছুই যায় আসে না। বাংলাদেশ নামে ভুখন্ড থাকলেই হল। দাদারা আছে না? ওনারা জনগনের বিদ্রোহ দমনে সাহায্য করবে! তথ্যসুত্র:মানবজমিন

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৩

nurul amin বলেছেন: আমরা এর পরিত্রান চাই।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০১

শাহ আজিজ বলেছেন: বিবাহ আসরে বিচার করেই দ্রোণ হামলা হয়েছিল , নয়কি??

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

nurul amin বলেছেন: নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

ময়না বঙ্গাল বলেছেন: ন্যায়পরায়ণতা ক্ষেত্র বিশেষে পরিবর্তন ঘটানো মানব সভ্যতার মূল ব্যাধী। মতলববাজি খতম করি, বিবেক দন্ড বহাল করি। এই নীতির যত আমল হবে তত বিশ্ব শান্তির দিকে এগিয়ে যাবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬

nurul amin বলেছেন: ধন্যবাদ

৪| ১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুধু র‌্যাবই কি ?কোন সরকারী প্রতিষ্ঠানেই আইনকানুনের বালাই নেই। এ অবস্থাও আজকের না, স্বরণাতীত কাল থেকেই চলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.