হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: প্রস্তাবটি সুন্দর, তবে যেহুতু এখনও হয়নি সেহুতু এখানে লিখতে থাকুন। আমি ও মাঝে মাঝে ভাবতাম যে আমাদের মতো টিনেজার দের জন্য আলাদা ব্লগ হলে ভালো হতো। কিন্তু আস্তে আস্তে নিজের যায়গা তৈরি হয়ে যাচ্ছে। সুতারং লিখতে থাকো, আর লেখার চেয়ে বেশি পড়তে হবে। কেউ কমেন্ট করলে তার উত্ত্র দিতে হবে। যে তোমাকে কমেন্ট করবে তার ব্লগ দেখতে হবে। এভাবে এগিয়ে যাও। মনে রাখবে সেই অনেক দুর এগিয়ে যাত যার তিব্র মনোবল থাকে। সবসময় পাশে আছি। এগিয়ে যায়। ভালো থেকো
১|
২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৪
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: প্রস্তাবটি সুন্দর, তবে যেহুতু এখনও হয়নি সেহুতু এখানে লিখতে থাকুন। আমি ও মাঝে মাঝে ভাবতাম যে আমাদের মতো টিনেজার দের জন্য আলাদা ব্লগ হলে ভালো হতো। কিন্তু আস্তে আস্তে নিজের যায়গা তৈরি হয়ে যাচ্ছে। সুতারং লিখতে থাকো, আর লেখার চেয়ে বেশি পড়তে হবে। কেউ কমেন্ট করলে তার উত্ত্র দিতে হবে। যে তোমাকে কমেন্ট করবে তার ব্লগ দেখতে হবে। এভাবে এগিয়ে যাও। মনে রাখবে সেই অনেক দুর এগিয়ে যাত যার তিব্র মনোবল থাকে। সবসময় পাশে আছি। এগিয়ে যায়। ভালো থেকো