![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গৌরীপুরে কোথাও বসন্তোৎসব হয়নি। পালিত হচ্ছে ভ্যালেন্টানইস ডে। অংশগ্রহণার্থীরা কিশোর-কিশোরী, তরুণ-তরুণী। শিক্ষার্থী তো বটেই। ওরা তা করছে একটা কোচিং সেন্টারের উদযোগে। এ বিষয়টা সহজভাবে নিতে পারছি না আমি। তারুণ্যের উৎসব বাদ রেখে বিজাতীয় আনুষ্ঠানিকতা কেন প্রাধান্য পাবে, বুঝতে পারছি না। ওদের চেতনায় কি জ্বলে না শাশ্বত ফাগুনের দ্রোহী আগুন? নাকি বিবর্ণ মন রাঙাতে চায় বিশ্বায়নের মেকি রঙে-ঢঙে?
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
অর্ণি আনজুম বলেছেন: বিলম্বিত ধন্যবাদ।
৩| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২১
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: আপু কড়া আক্রমণ করেছেন, খুব ভালো লাগলো।
আজ বাংলা কতো তারিখ ? হিহি এমনি হয়।।।।
৮০ ভাগ মানুশ জানেনা। অথচ বাঙালি, আমরা সত্যি অস্তিত্ব হারাবার পথে। তবে আমাদের দিয়ে আবার শুরু হবে নতুন দিন। এখদিন সবাই বাংলাকে আপন ভাববে। স্বপ্ন দেখি কিন্তু বাস্তব হবে কিনা জানি না। আপনার লেখার মাঝে এক ধরনের সাংস্কৃতিক মনোভাব পাচ্ছি, যেটা হয় কনো সোস্যাল অর্গানাইজেশন এর সাথে যুক্ত থাক্লে, আপনি কি এমন কিছুর সাথে যুক্ত আছেন? নাকি ফ্যামিলির কাছ থেকে এই সুন্দর অর্জন?
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭
অরণ্য আবীর বলেছেন: গৌরীপুরের মানুষদের
বসন্ত বিহীন ভালোবাসা...