![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরাই তো ঘোরাও
জাতীয় উন্নয়নের চাকা,
তোমাদের জীবন তবু
চিরদিন আঁধারে ঢাকা।
কত আর সইবে শোষণ বঞ্চনা,
কত আর বইবে অপমান লাঞ্চনা!
তোমরা তো নও বন্দিশালায় রাখা।
কঠিন স্বরে কণ্ঠ ভাসাও প্রতিবাদে,
কঠোর দুঠি হাত ওঠাও প্রতিরোধে;
ফাঁকির খাতা এবার করে দাও ফাঁকা।
ধীরে ধীরে ভয়কে করো জয়
শোষণের হবেই জানি পরাজয়;
শুরু হোক মুক্তির ইতিহাস লেখা।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৫ সকাল ৭:৩৫
হান্নান কল্লোল বলেছেন: বেশ!