নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

চাহিদা

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৪


যে হোটেলে ভাত খাই সে হোটেলটা আজ বন্ধ ছিলো। খিদেয় পেট চু চু করছে। মনে হচ্ছিল মারা যাচ্ছি। একবেলা ভাত না খেলে কী এমন হয়? কতোদিন তো না খেয়ে রইলাম। আজকে একদম অভুক্ত থাকতে পারছি না। ইদানীং খিদে একটু বেশিই লাগছে।

ভাত খেতে যাচ্ছিলাম রাস্তার পাশের এক হোটেলে। রাস্তার ডান পাশ দিয়ে হাঁটছি। দেখলাম ৯-১০ বছরের এক ছেলে মাদুর বিছিয়ে ভিক্ষে করছে।
খুবই স্বাভাবিক একটা দৃশ্য। এ দেশের অলিতে গলিতে বহু ভিক্ষুক দেখা যায়। কারও জন্য বিশেষভাবে মায়া দেখানোর সুযোগ নেই। সব গা সওয়া হয়ে গেছে।

ভাত খেয়ে ছেলেটার সামনে দিয়ে আসতেই দেখলাম, ছেলেটা বলছে, "আমি এতিম। কয়টা টাকা দিয়া যান।"
খুব মায়া লাগলো। "বাড়ি কোথায়?" জানতে চাইলাম।
"রসুলপুর।" ছেলেটা উত্তর করলো।

কিছু কি করা যায় এর জন্য? বয়স কম। কোনো কাজেও লাগানো যাবে না। বা লাগাতে পারলেও আমার পরিচিত কেউ তো এখানে নেই। কে কাজ দেবে?
বাসায় নিয়ে পড়ালেখার সুযোগ করে দেবো সে সুযোগও নেই। নিজেরই তো নুন আনতে পান্তা ফুরানো অবস্থা।

পকেট থেকে ১০ টাকার একটা নোট বের করে ওর মাদুরের দিকে তাকাতেই ৫ টাকার একটা নোট ও ২ টাকার একটা নোট দেখতে পেলাম।

১০ টাকা পেয়ে খুব খুশিই মনে হলো ছেলেটাকে। কিছু কিছু মানুষের চাহিদা কী অল্প, না?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: ভোটের কারনে বহু হোটেল দোকানপাট বন্ধ ছিলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই হবে হয়ত।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাস্তায় যখন হাঁটি তখন সবাইকেই মনে হয় সাহায্য করি। বাসে যখন কোন হকার উঠে মনে হয় সবার কাছ থেকেই কিছু একটা কিনি। সরকারগুলো দরিদ্র জনগোষ্ঠীর জন্য কিছুই করে না...

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিত্তবানদেরও কিছু দায়দায়িত্ব থাকে। অথচ তারা তা পালন করে না। আমার আপনার মতো লোকেরা চাইলেও অনেককিছু করতে পারি না।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৯

নেওয়াজ আলি বলেছেন: সালাম তোমাকে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সামান্য ব্যাপার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.