নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

"আবোলতাবোল লেখার চেয়ে না লেখা ভালো?"

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১১:২২

অনেক ভাবনাই ভাবি কিন্তু লিখতে গেলেই গোল বাঁধে। মনোভাব পুরোপুরি ব্যক্ত করতে পারি না। তখন বিরক্ত লাগে। মনে হয়, আবোলতাবোল লেখার চেয়ে না লেখা ভালো। যখন লেখা আসবে, ঝর্ণা ধারার মতো আসবে। জোর করে লেখালেখির কী দরকার? আকাশের দিকে তাকিয়ে থাকলেই তো কবি হওয়া যায় না। ভেতরে কাব্য জাগতে হবে।

এ গেল আমার বিষয়। অন্যদের বিষয়ে একটু বলি। এখানে বেশিরভাগ লেখাই অপরিণত মনে হয়। মন চাইল একটা কিছু লিখে পোস্ট করে ফেললাম। ভাবনা-চিন্তার প্রয়োজন মনে করে না। বিষয়বস্তুর কথা বাদ, বানানের অবস্থাও খারাপ। কে কী লেখে নিজেরাও বোধহয় জানে না।

ভালো যারা লিখতেন, তারা বেশিরভাগ বাদ দিয়েছেন। ওনাদের লেখা পড়ে সমৃদ্ধ হওয়ারও সুযোগ নেই। ওনাদের মন্তব্যও কম চোখে পড়ে। মন্তব্য পড়ে যে নিজেকে সংশোধন করবে, তারও সুযোগ কম। ওজনদার মন্তব্য করার লোকজন কই?
একটু চাঁছাছোলা মন্তব্য করলেও অনেকে গোস্বা করে। সবসময় ইতিবাচক মন্তব্য আশা করে।

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪২

জুল ভার্ন বলেছেন: আবোল তাবোলের মধ্যেও অনেক অর্থবোধক কিছু খুঁজে নিতে হবে। মনে করে দেখুননা- সুকুমার রায়ের 'আবোল তাবোল' ছড়া কবিতাগুলোর কথা! সুকুমার রায় অব্যর্থ শব্দসন্ধানী৷ এই চেতাবনীর বাক্যবন্ধে বিন্যস্ত সর্বনামের প্রয়োগ, ক্রিয়াপদের রূপ দেখায় যে সুকুমার রায় ঠিক কাদেরকে তাঁর পরিকল্পিত ‘আবোল তাবোল’ এর উদ্দিষ্ট পাঠক বলে ঠাহর করেছিলেন৷

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আবোল তাবোলের মধ্যেও অনেক অর্থবোধক কিছু খুঁজে নিতে হবে। ঠিক আছে। তবে অর্থবোধক কিছু খুঁজে না পেলে তো মুশকিল।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০১

সাসুম বলেছেন: এত হাজার পোস্টের ভীরে আপনার এই লিখাটাই দামী।

সামুর নিউজফিড এখন বস্তির মহিলাদের বাজার। বলদ, গাধা, ছাগলে ভর্তি।

স্ক্রল করে শত শত ব্লগ ঘেটে ১ টা দরকারী বা মনোযোগ আকর্ষণ করার মত পোস্ট নেই। দলবেঁধে মাল্টি আইডি থেকে শুয়োরের দল ঘোঁৎঘোঁৎ করে কমেন্ট সেকশানে। আর সেরা ব্লগার নামের কচু ঘেচু রা সেই বলদের দলের কমেন্ট পেয়ে আনন্দে আহ্লাদিত হয়।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সত্যিই খুব বিরক্ত লাগে।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০১

জুল ভার্ন বলেছেন: লেখক বলেছেন: আবোল তাবোলের মধ্যেও অনেক অর্থবোধক কিছু খুঁজে নিতে হবে। ঠিক আছে। তবে অর্থবোধক কিছু খুঁজে না পেলে তো মুশকিল।

রিমেম্বার দ্যাট- "সব ঝিনুকে মুক্তা পাওয়া যায়না"!

০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: "সব ঝিনুকে মুক্তা পাওয়া যায়না"! নিঃসন্দেহে।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৬

শেরজা তপন বলেছেন: আবোলতাবোল লিখতে লিখতেই ভাল কিছু হবে হয়তো একদিন। এখানে মোটামুটি সবাই সখের সাহিত্যিক। বানান ও
ব্যাকারনগত ভুলত্রুটি থাকা খুবই স্বাভাবিক! গঠনমূলক সমালোচনায় কেউ রাগ করলে সেটা তাঁর সমস্যা। ব্লগের লেখকেরা ভীষন
'এমেচার' বলে হয়তো স্পর্শকাতরতা বেশী।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একমত আপনার সাথে। তবে লেখা পোস্ট করার আগে একটু যাচাই-বাছাই করে নিলে সবার জন্য ভালো হতো। পাশাপাশি নিজেকে সংশোধন করার মানসিকতাও থাকা জরুরি মনে করি।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১:২৩

জ্যাকেল বলেছেন: আমরা যা পারি তাহা হইতেছে বলতে পারি কইতে পারি- সামুতে ভাল লেখা নাই। সামু আর আগের মত নাই। কিন্তু নিজের থেকে ভাল খাবার যোগান দেবার কি চেস্টা আছে?
এখানেই ৯০% ফেল মারেন।
আমি তারচে এইসকল অখাদ্যে ঢুঁ মেরেই যাব, ভাল লাগলে মন্তব্য করব না লাগলে চুপ করে সরে যাব। তবে অভিযোগ করিয়া বসিয়া থাকিবার লোক হইতে চাই নে। ইহা সবচেয়ে নোংড়া মানসিকতা ব্লগীয় ভদ্রতায়।
ক-দিনের মধ্যেই আমি একটি সিরিজ দেওয়া শুরু করিব ইংশাআল্লাহ। কেহ কিছু না মন্তব্য করলেও আমি ইহা চালিয়ে যাব।
আর প্রকৃতই সামুকে যাহারা ভালবাসেন, তাহারা আমার মতে অভিযোগের চেয়ে কন্ট্রিবিউট করতেই মনযোগী হইবেন অবশ্যই।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সবার যে লেখক হতে হবে; এমন কিন্তু না। পাঠকও দরকার। সবার জোর করে লেখক হওয়ারই বা দরকার কী?

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫৩

জ্যাকেল বলেছেন: আর প্রকৃতই সামুকে যাহারা ভালবাসেন, তাহারা আমার মতে অভিযোগের চেয়ে কন্ট্রিবিউট করতেই মনযোগী হইবেন অবশ্যই।

কন্ট্রিবিউট = লেখা না। কোয়ালিটি মন্তব্যও হইতে পারে। তাছাড়া আরো বহু উপায় আছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আবর্জনা প্রসব করা এবং গেলা অনেকের পছন্দ হতে পারে।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কোন কিছুই অর্থহীন নয় । আমি যখন ব্লগ লেখা শুরু করি তার কয়েক বছর পরে সামুতে আসি । তখন ও অনেকে ভাল লিখতো এখন ও অনেকে ভাল লিখে। লেখার ক্ষেত্রে অহেতুক কিছু নেই । ব্লগিং এর জন্মই হয়েছে হুট-হাট কিছু লেখার জন্য হুট-হাট উড়ে আসা ভাবনাগুলো'কে অন্যদের মাঝে ছড়িয়ে দেবার জন্যে । তাই কোন লেখার ই গুরুত্ব বা কম নয় । যারা অনেক অনেক ভেবে চিন্তে গুরু গম্ভীর কিছু লিখতে চায় তাদের জন্য তো ব্লগ নয় ভাই । তাদের জন্য খাতা কলম । অনেকেই এখন আর ব্লগিং করে তার কারণ ব্যক্তিগত ব্যস্ততা । পরিশেষে বলবো, আবোলতাবোলের মাঝেই ফুটুক ফুল , তাতেই ভাল কিছু তাতেই মিলবে কূল । ধন্যবাদ ভাল থাকুন

০৪ ঠা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অনর্থক বকবকানি শোনার মত ধৈর্য সবার থাকে?

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখালেখি আম-জাম-কাঠাল নয়। পাকলেই খেতে হবে। বরং লেখার হাত পাকে লিখতে লিখতে। কেউ যদি বসে থাকে, হাত পাকলে লিখবো, তাহলে খুব সম্ভবত মৃত্যুর আগেও তার কলম ধরা উচিৎ হবে না। বরং লেখা শুরু করতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং উন্নয়নের চেষ্টা করতে হবে। তাতেই এক সময় লেখা ভালো হবে।

অবশ্য কিছু মানুষ আছেন, যারা নিজেদের পন্ডিত মনে করেন, মনে করেন তারাই অতিরিক্ত জ্ঞাণী এবং শুধুমাত্র তারাই লেখালেখি করার যোগ্য। অন্য সবাই বেকুক বা নির্বোধ। মূলত এরা এতটাই অজ্ঞ যে এরা বুঝতেও পারে না যে এরা কিছুই পারে না। এদেরই মনে হয় অন্য কেউ না লেখাই উচিৎ!

০৪ ঠা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কাকের কা কা কে কেউ গান মনে করলে তো কিছু করার নেই।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার লেখা পড়ে হয়তো হাসেন :( আমি আসলে বানান কানা।

এক লেখাকে কতবার যে রিরাইট করি তা নিজেই জানি না।

লেখালেখি ভালো, মন এবং মগজ সচল থাকে। তবে বাজে লেখা থেকে দূরে থাকা ভালো।

০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার লেখা ভালো।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১০:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেকে বোঝে না যে তারা আবোল তাবোল লিখছে।

০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই তো মনে হয়।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১০:৩০

সেডরিক বলেছেন: আপনি ব্লগে এসে সাহিত্য খুজলে তো মুশকিল। এইটা সাহিত্য পাতা না। কোন ম্যাগাজিনও না। এখানে ভালো কবিতাও আছে, কবিতা নামের অখাদ্যও আছে। বড় বড় ফিচার যেমন আছে, ৮-১০ লাইনের লেখাও (এই লেখার মতো) আছে। ব্লগের বিশ্লেষন করা লেখা যেমন আছে, হাস্যকর জরিপ/ভোট টাইপের লেখাও আছে। যেটা আপনার ভালো লাগে, পড়ুন। ভালো না লাগলে পড়বেন না। কেউ তো পড়তে বাধ্য করছে না।

ভিঞ্চির মোনালিসা আর বত্তিচেল্লীর বার্থ অফ ভেনাস দেখে যেমন মানুষ মুগ্ধ হয়, সালভাদর ডালি বা জোয়ান মিরোর পরাবাস্তববাদী শিল্পও অনেককে মুগ্ধ করে। আপনি যদি এখন তাদের শিল্প দেখে আবোল-তাবোল বা অপরিনত মনে করেন তাহলে কিন্তু সমস্যাটা অন্যখানে।

ব্লগ মানেই তো মন চাইল একটা কিছু লিখে পোস্ট করে ফেললাম। ব্লগ মানে ডিজিটাল ডায়েরী। যা মনে চায় তাই লেখার স্বাধীনতা আছে। মানহীন লেখা লিখলে লেখার সমালোচনা করা যেতে পারে, কিন্তু কি লিখতে হবে এটা ঠিক করে দেয়া লাগলে এটাকে আর ব্লগিং বলা যায় না।

চাছাছোলা মন্তব্য আর দলবেধে গ্যাং চালিয়ে আক্রমন, অপ্রাসাঙ্গিক কমেন্ট ও হেয় করার ভেতর খুব বড় একটা ফারাক আছে।

আপনার ভালো লাগলে পড়ুন, লিখুন। ভালো না লাগলে সমালোচনা করুন। আর বর্তমান ব্লগারদের দেখে বলদ ছাগল বা গাধা মনে হলে, এই ব্লগকে বস্তির মহিলাদের বাজার মনে হলে আমি বলবো, ব্রো! আপনি আসতে পারেন। আপনার মতো উচুতলার এলিট মানুষদের আমরা ডিজার্ভ করি না। আপনি বরং ওয়াইন খেয়ে বিদেশী ম্যাগাজিন পড়ুন। আপনার মূল্যবান সময় এখানে বলদ-ছাগলদের পিছনে নষ্ট করবেন কেন।

০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বদ্দা চেতি গেছে।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:২৯

সাজিদ! বলেছেন: ব্লগার সেডরিকের মন্তব্যের সাথে একমত।

০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক আছে।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৯

জটিল ভাই বলেছেন:
আপনার লিখার প্রচেষ্টা দেখে ভালো লাগছে। লিখতে লিখতে একদিন ভালো লিখক হবেন সেই শুভকামনা রইলো।

০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৩

সোনালি কাবিন বলেছেন: সেডরিক বলেছেন: আপনি ব্লগে এসে সাহিত্য খুজলে তো মুশকিল। এইটা সাহিত্য পাতা না। কোন ম্যাগাজিনও না। এখানে ভালো কবিতাও আছে, কবিতা নামের অখাদ্যও আছে। বড় বড় ফিচার যেমন আছে, ৮-১০ লাইনের লেখাও (এই লেখার মতো) আছে। ব্লগের বিশ্লেষন করা লেখা যেমন আছে, হাস্যকর জরিপ/ভোট টাইপের লেখাও আছে। যেটা আপনার ভালো লাগে, পড়ুন। ভালো না লাগলে পড়বেন না। কেউ তো পড়তে বাধ্য করছে না।

ভিঞ্চির মোনালিসা আর বত্তিচেল্লীর বার্থ অফ ভেনাস দেখে যেমন মানুষ মুগ্ধ হয়, সালভাদর ডালি বা জোয়ান মিরোর পরাবাস্তববাদী শিল্পও অনেককে মুগ্ধ করে। আপনি যদি এখন তাদের শিল্প দেখে আবোল-তাবোল বা অপরিনত মনে করেন তাহলে কিন্তু সমস্যাটা অন্যখানে।

ব্লগ মানেই তো মন চাইল একটা কিছু লিখে পোস্ট করে ফেললাম। ব্লগ মানে ডিজিটাল ডায়েরী। যা মনে চায় তাই লেখার স্বাধীনতা আছে। মানহীন লেখা লিখলে লেখার সমালোচনা করা যেতে পারে, কিন্তু কি লিখতে হবে এটা ঠিক করে দেয়া লাগলে এটাকে আর ব্লগিং বলা যায় না।

চাছাছোলা মন্তব্য আর দলবেধে গ্যাং চালিয়ে আক্রমন, অপ্রাসাঙ্গিক কমেন্ট ও হেয় করার ভেতর খুব বড় একটা ফারাক আছে।

আপনার ভালো লাগলে পড়ুন, লিখুন। ভালো না লাগলে সমালোচনা করুন। আর বর্তমান ব্লগারদের দেখে বলদ ছাগল বা গাধা মনে হলে, এই ব্লগকে বস্তির মহিলাদের বাজার মনে হলে আমি বলবো, ব্রো! আপনি আসতে পারেন। আপনার মতো উচুতলার এলিট মানুষদের আমরা ডিজার্ভ করি না। আপনি বরং ওয়াইন খেয়ে বিদেশী ম্যাগাজিন পড়ুন। আপনার মূল্যবান সময় এখানে বলদ-ছাগলদের পিছনে নষ্ট করবেন কেন।৷


# অসাধারণ মন্তব্য।

০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সহমত।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১১:৫০

সোবুজ বলেছেন: অনেকের একাধিক বই প্রকাশিত হয়েছ।অতয়েব প্রতিষ্ঠিত লেখকের অভাবনাই এই ব্লগে।আবার আমার মতে জীবনেও এক লাইন লেখে নাই এমন ব্লগার ও আছে।

০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একটু ভেবেচিন্তে লিখলে মনে হয় ভালো হয়। নিজেকে সংশোধন করার মানসিকতা থাকাও জরুরি।

১৬| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৬

নেওয়াজ আলি বলেছেন: পড়ুন পড়ুন তারপর লিখুন। লিখতে লিখতে দক্ষ কারিগর হয়ে যাবেন। শুভ কামনা

০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক আছে।

১৭| ০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগতো ব্লগই। ভাল, মন্দ, কাঁচা, পাকা, টক, মিষ্টি, ঝাল সব রকমের পোস্টই পাবেন। অহেতুক বস্তি বস্তি বলে লাভ নেই।

যার ভাল লাগে পড়বে , ভাল না লাগলে পড়বেনা।

০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাও ঠিক। তবে ফুল ফোটার আগেই জোর করে বের করে আনা বিরক্তিকর।

১৮| ০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২১

বংগল কক বলেছেন: আপনার জ্ঞানের অভাব আছে, চাঁদগাজী সাহেবের লেখা এবং কমেন্ট পড়ে আগে শিক্ষিত হন।

০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কিন্তু ওনাকে না কি নিষিদ্ধ করা হয়েছে।

১৯| ০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪২

বিটপি বলেছেন: আমি যখন প্রথম সাইনআপ করি, তখন অনেক কিছু লেখার মত টপিক ছিল। কিন্তু লেখার স্বাধীনতা ছিলনা। প্রায় ৪ মাস পর স্বাধীনতা দেওয়া হয় - তখন লেখার আগ্রহ অনেকটাই হারিয়ে ফেলি। এখান কেবল কমেন্ট করে যাই। কমেন্ট করাও সহজ, করতেও মজা।

০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মন্তব্য করা সহজ কিন্তু যথাযথ মন্তব্য যথেষ্ট কঠিন।

২০| ১৭ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্লগকে আমি অনলাইন ব্যক্তিগত দিনলিপি লেখার মাধ্যম বলেই মনে করতাম।
যারা ভালো লেখেন এবং যাদের লেখা আপনি পছন্দ করেন তাদের লেখা বেছে বেছে পড়তে পারেন।

আমি যেমন সব লেখা বা সবার লেখা পড়ি না।

২২ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যারা ভালো লেখেন এবং যাদের লেখা আপনি পছন্দ করেন তাদের লেখা বেছে বেছে পড়তে পারেন। তাই করতে হবে।

২১| ১৭ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৬

রানার ব্লগ বলেছেন: মাঝেমধ্যে আমার আবল তাবলে এসে ঢু মেরে যাবেন । যদি সুধরায় !!!

২২ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:৪৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.