নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির পাশে আরশিনগর সেথা পড়শী বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

পদ্মাসেতু নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেল

২৮ শে জুন, ২০২২ সকাল ৭:০৮

সরকারের সদিচ্ছা থাকলে যে বিশাল বিশাল কাজ করা সম্ভব, পদ্মাসেতু নির্মাণ তার উৎকৃষ্ট প্রমাণ। বেকারত্ব বা আরও যে সব সমস্যা আছে, সরকার চাইলে সেসবের সমাধানও সম্ভব। যাহোক, পদ্মাসেতু হওয়ায় অনেকের মনে কষ্ট। কারণ একটাই রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতা। দুর্নীতি বাংলাদেশের কোন কাজ নিয়ে হয় নি? পদ্মাসেতু হওয়ার পর দুর্নীতিটাই সামনে এল? এত এত টাকা খরচ হলো; এটাই মাথায় এল? এর ফলে যে ২১ জেলায় একটা বিপ্লব ঘটে গেল, সেটা মাথায় এল না? বন্যার অযুহাত দিচ্ছে অনেকে। বন্যা হচ্ছে বলে কি বিয়ে শাদী বন্ধ রাখছেন? খাওয়া বন্ধ রাখছেন? সমস্যা নিয়েই তো এগোতে হয়।
পদ্মাসেতু হওয়ায় যাদের মন খারাপ, তারা ফেরিতে চলতে পারবেন। অনেক ফেরি বেকার পড়ে আছে। এগুলো ব্যবহার করে মানবিকতার পরিচয়ও দিতে পারেন।

পদ্মাসেতু হওয়ার পর তুলকালাম কাণ্ড ঘটে গেল। একজন টিকটক করতে গিয়ে নাট-বল্টু খুলে ফেলল (আচ্ছা, টিকটকারদের রাস্তাঘাটে ছাগলের দড়ি দিয়ে বেঁধে পেটানোর আইন করা যায় না?), কাছাকাছি নামাজ পড়ার জায়গা থাকা সত্ত্বেও শো অফ করল, দ্রুতগতিতে বাইক চালিয়ে দু'জন মরল, একজন মূত্র বিসর্জন করল, টোল প্লাজা ভাঙল বিআরটিসি বাস ইত্যাদি ইত্যাদি। সামনে আরও অনেককিছু ঘটবে। সব দেখার অপেক্ষায়।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২২ সকাল ৮:১৯

সোনাগাজী বলেছেন:



ফেরী ও লন্চে করে পশ্চিম তীরের মানুষ ৪২ বছর যাওয়া আসা করছে, তাদের সেতুর দরকার আছে; মা-বাবার টাকা খরচ করে পড়ে ৩০ লাখ গ্রেজুয়েট বেকার হয়ে বসে আছে, মা-বাবা বেকারদের মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করছে; আপনাকে অর্থমন্ত্রী ৭ বিলিয়ন ডলার দিলো; আপনি কোনটা প্রথমে করবেন: সেতু, নাকি চাকুরী?

২৮ শে জুন, ২০২২ সকাল ৮:৪১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যোগাযোগ ব্যবস্থা অনুন্নত রেখে চাকুরি সৃষ্টি কতটুকু ফলপ্রসূ হবে?

২| ২৮ শে জুন, ২০২২ সকাল ৮:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ট্রাক উল্টাইছে

২৮ শে জুন, ২০২২ রাত ১০:৫৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন:

৩| ২৮ শে জুন, ২০২২ সকাল ৯:৪৫

সোনাগাজী বলেছেন:



আপনি বরং ৮ম শ্রেনী থেকে শুরু করেন আবার; ৯ম শ্রেনীতে উঠার সময়, সায়েন্স গ্রুপে যাবার চেষ্টা করবেন।

২৮ শে জুন, ২০২২ রাত ১০:৫৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আচ্ছা।

৪| ২৮ শে জুন, ২০২২ সকাল ৯:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেতুর দরকার ছিল তবে ২১ জেলায় যে বিপ্লব ঘটে গেল সেটা জানা দরকার। বিপ্লবটা কি?

২৮ শে জুন, ২০২২ রাত ১০:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সেটা ২১ জেলার লোক ছাড়া অন্যরা বোঝার কথা না।

৫| ২৮ শে জুন, ২০২২ সকাল ৯:৫৫

সোনাগাজী বলেছেন:



সেতু হয়ে গেছে, দেখা যাক, বেকারদের কি হয়? সেতু পরিস্কার করার জন্য ও পাহারা দেয়ার জন্য ১০ হাজার বিবিএ লাগবে।

২৮ শে জুন, ২০২২ রাত ১০:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রধানমন্ত্রীকে বোঝানোর জন্য আপনাকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক।

৬| ২৮ শে জুন, ২০২২ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আজও এক্সিডেন্ট হইছে। আইল্যান্ড ভেঙ্গে চুড়ে শেষ দেখলাম । সারা রাস্তায় পিঁয়াজ পড়ে আছে

২৮ শে জুন, ২০২২ রাত ১১:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিত্যনৈমিত্তিক ঘটনা এসব।

৭| ২৮ শে জুন, ২০২২ সকাল ১১:৩০

জ্যাক স্মিথ বলেছেন: গতকাল থেকে পদ্মা সেতু সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে এখন বিশৃংখলা সব দূর হবে।

২৮ শে জুন, ২০২২ রাত ১১:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাই হোক।

৮| ২৮ শে জুন, ২০২২ সকাল ১১:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:

পদ্মা সেতু বুঝাচ্ছে বাঙালী কতটুকু মানুষ হয়েছে।

২৮ শে জুন, ২০২২ রাত ১১:০১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অনেকের বিবেচনা দেখে মনে হচ্ছে না হলেই ভালো হতো।

৯| ২৮ শে জুন, ২০২২ সকাল ১১:৫৭

জুল ভার্ন বলেছেন: আমরা জাতি হিসেবে যে কতটা ক্রেজি, কতটা অর্বাচিন তা পদ্মা সেতুতে গত দুই দিনের নানান চিত্র ফুটে উঠেছে!

২৮ শে জুন, ২০২২ রাত ১১:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উদ্ভটও বটে।

১০| ২৮ শে জুন, ২০২২ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ বাঙ্গালীদের খুব ভালো চিনতে পেরেছিলেন।
তাই তো তিনি বলেছেন, সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি।

২৮ শে জুন, ২০২২ রাত ১১:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একদম।

১১| ২৮ শে জুন, ২০২২ বিকাল ৪:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সকল ঘাত-প্রতিঘাত, বাধা বিপত্তি
পায়ে দলেই এগিয়ে যেতে হবে!
কাটার আঘাতের ভয় পেলে আর
কমল তোলা যবেনা। দুঃখ বিনা
সুখ লাভও হয়না।

২৮ শে জুন, ২০২২ রাত ১১:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অবশ্যই।

১২| ২৮ শে জুন, ২০২২ রাত ৯:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:

২১ জেলায় বিপ্লব হবেই।
সেটা এত তাড়াতাড়ি বোঝা যাবে না।
ইতিমধ্যেই সমগ্র দেশে কিছুটা হলেও দারিদ্র্য কমেছে।
শতভাগ বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিতে সক্ষম হয়েছে। অনেক শিক্ষিত যুবক আধুনিক কৃষি কাজে অগ্রসর হয়েছে বিশেষ করে মাছ মুরগী পশুপালন ইত্যাদিতে নিয়যিত হয়েছে। গ্রাম গঞ্জের মহিলারাও কৃষিপণ্য কুটির শিল্প অনলাইনে বিক্রি করতে দেখেছি, কুরিয়ার হোম ডেলিভারি সার্ভিস গ্রামগঞ্জ পর্যন্ত ছড়িয়েছে। অনেকে ঘরে বসেই রেমিটেন্স আনছে, ইতিমধ্যে ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম। ভারতের পরেই। পর্যটন খাত আরো প্রসারিত হবে, বিদেশি পর্যটক লাগে না। দেশি পর্যটকরা বিদেশীদের চেয়েও বেশি খরচ করতে রাজি। দশ টাকার ডিম ভাজি পরোটা ১২০ টাকায় বেচতে পারবে পর্যটকদের কাছে।

এখন ভোলা বরিশাল পটুয়াখালী থেকে মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছানো যাচ্ছে। রেলওয়ে চালু হলে আরো বড় মাত্রায় কানেক্টিভিটি বাড়বে।
২১ জেলায় বিপ্লব হবেই।

২৮ শে জুন, ২০২২ রাত ১১:০৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এগুলো বোঝার মতো অবস্থা অনেকের নেই। বেহুদা গোয়ার্তমি করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.