নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির পাশে আরশিনগর সেথা পড়শী বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

তথাকথিত মুমিন না কি প্রগতিশীল চিন্তার লোকদের সাথে চলতে পছন্দ করেন?

০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১:৫১

দেশ ডিজিটাল হওয়ার পর একটা বিরাট সমস্যা হয়ে গেছে। যত্রতত্র মুমিনদের উপদ্রব। এত এত ওয়াজ নসিহত করে, মাঝেমধ্যে বিরক্তি ধরে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা বেজায়গায় অপ্রাসঙ্গিক মন্তব্য করে। এরা কী বোঝাতে চায়?
আকাম-কুকাম সবই করে আবার রাতের বেলা দ্বীনের দাওয়াতও দেয়। ভাবখানা এমন এমন উপদেশে খারাপ কাজগুলো কাটাকাটি হয়ে যাবে।
এই মুমিনগণ বাস্তবজীবনেও উপদেশ বাণী প্রস্তুত রাখেন। অতি মাত্রায় বিরক্ত লাগে। এমন যদি হতো এরা নিজেরা ভালো। তাহলে ঠিক ছিল। কিন্তু এরা নিজেরাই নানান অপকর্মে জড়িত। এদের সাথে পথ চলে শান্তি নেই। এরা সারাক্ষণ উপদেশ দেয়, বেহেশতের লোভ দেখায়, দোজখের ভয় দেখায়। সে পর্যন্ত ঠিক আছে কিন্তু সবসময় একই রকম ধর্মীয় বাণী ভালো লাগে? মানুষের দম ফেলার দরকার নেই?

এদের চেয়ে প্রগতিশীল চিন্তার লোকজন ভালো। এরা উদার মানবিক চিন্তা করে। তথাকথিত মুমিনগণ কি এমন করে? আমি ব্যক্তিগতভাবে এই মুমিনদের সাথে চলতে পারি না। এরা ভণ্ড। এদের গানে সমস্যা, চলচ্চিত্রে সমস্যা, যত সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমস্যা। যদিও নিজেরা এসব উপভোগ করে। অথচ স্বীকার করে না।
প্রগতিশীলদের মধ্যে ভণ্ডামি নেই (তথাকথিত বাদে)। যা বিশ্বাস করে তাই বলে, তাই করে।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ২:০১

ককচক বলেছেন: ধর্মকে তুচ্ছতাচ্ছিল্য করাটাই কিছু কিছু মানুষ প্রগতিশীলতা মনে করে। এরা বিরক্তিকর! আবার কিছুকিছু ধর্মে বিশ্বাসী মানুষ স্রেফ নামাজ ও রোজাকেই ধর্ম মনে করে। এরা নামাজ পড়ে ঘুষ খায়, এরা নামাজ পড়ে মিথ্যা বলে। এরা নামাজ পড়েও মানুষের ক্ষতি করে। আমি এদেরও পছন্দ করিনা।

ভণ্ড হিংসুক স্বঘোষিত প্রগতিশীল ও তথাকথিত ভণ্ড বেকুম ধার্মিক উভয়শ্রেণীই বিরক্তিকর!

০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ২:৫৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক বলেছেন।

২| ০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ২:০৪

রানার ব্লগ বলেছেন: প্রগতিশীল ও ধার্মিক এই দুই গ্রুপের কা কা কা কা শুনতে শুনতে কান ঝালাপালা !!!

০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৩:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মুশকিল।

৩| ০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ২:২২

সাসুম বলেছেন: আমি বেকুব মানুষ দের সাথে চলতে পছন্দ করিনা।


এক বইয়ের পাঠক এবং নিজের মুলাকে দুনিয়ার সেরা মূলা ঘোষণা দিয়ে এর বাইরে থাকা সকল চিন্তা ধারনা ভুল এই ধরনের বেকুব ছাড়া যেকোন জ্ঞানী মানুষ কে পছন্দ করি এবং চলি।

হোক সে মোল্লা বা নাস্তেক নাসারা বুদ্ধিজীবী কিংবা প্রোগোতিশীল ।

০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৩:০১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মধ্যপন্থিলোকগুলোই ভালো। কোনো ঝুট-ঝামেলায় নেই।

৪| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৩:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: মুমিন বলে কিছু নাই। এরা ভন্ড। মুমিন কখনও ধর্ম পালনের জন্য জোর করেনা। গালি দেয়না। শিশু ধর্ষণ করেনা। কাউকে অসম্মান করে কথা বলে। প্রকৃত মুমিন ১% এর ও কম। অন্য গুলো নিজে পাপ করে অন্য জনকে বলে তুই পাপী।

০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৪:১৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সহমত।

৫| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৭

অগ্নিবেশ বলেছেন: বাংলাদেশের স্কুল কলেজ থেকে পাশ করা শিক্ষিত মুসলমানদের এই একটা বড় দোষ।
তারা ঠিকই জানে ইসলামের আইনের উৎস কোরান হাদিস, কোরান হাদিসে যা আছে
তা মানতেই হবে। মোল্লারা ত সেটাই বলে। ইহজগত হল ইমানদারদের জন্য জেল খানা,
এখানে পরীক্ষা দিতেই হবে। আপনার আরাম আয়েশের জন্য ইসলাম না।

এই সব পশ্চিমা শিক্ষায় শিক্ষিতরা না পারে মুসলমান হতে,
না পারে মা বাপের থেকে পাওয়া ধর্ম ত্যাগ করতে, না পারে গিলতে।
কি জ্বালা।

০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৪:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রকৃতপক্ষে ধর্ম মেনে চললে অন্য কথা। যারা এসব বলছে তারা তো ভণ্ড।

৬| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৩:৫০

অগ্নিবেশ বলেছেন: ভাইরে ভাই, পোস্টের পরে পোস্ট আসতেছে, কোনো ভাইদেরত দেখছিনা মোল্লাদের চোখে আঙ্গুল দিয়ে
দেখাতে কোথায় তারা ভুল বলছে? কোরান হাদিসের রেফারেন্স কোথায়? কোথায় বলা আছে, নারীদের
বাইরে কাজের অনুমতি আছে। হয় পুরোটা গ্রহন করেন না হলে ছাড়েন, ইসলামে মাঝামাঝি কিছু নেই

০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৪:২২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নারীদের বাইরে কাজের অনুমতি নেই?

৭| ০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০০

জ্যাকেল বলেছেন: এইটা কি হইল! :-/

০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১১:৩৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মতামত দিতে পারেন।

৮| ০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩০

কামাল৮০ বলেছেন: পুরনোকে পিছনে ফেলে নতুনকে গ্রহন করাই প্রগতি।এখানে খারাপ কি আছে।যারা পুরনোকে আকড়ে ধরে রাখে তারা প্রতিক্রিয়াশীল।দুটির মাঝখানে আবার কি আছে।যাকিছু ভালো তা গ্রহন করা যা কিছু খারাপ তা ত্যাগ করা।

০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১১:৩৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একমত।

৯| ০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

ঢাবিয়ান বলেছেন: জনাব অগ্নিবেশ এর ধর্মীয় পরিচয় জানাটা খুব প্রয়োজন। ব্লগে ইনি যেভাবে নবী রসুল আক্রমন করে কমেন্ট করছেন, তাতে কেন যেন মনে হচ্ছে উনি মুসলিম পরিবার থেকে আসেন নাই। নাস্তিকতা এক জিনিষ আর বিধর্মী হিসেবে আরেক ধর্মকে আক্রমন করে বক্তব্য দেয়াটা ভিন্ন জিনিষ। আশা করি উনি উনার ধর্মীয় পরিচয় প্রকাশ করবেন ।

০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১১:৪০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিজস্ব মতামত পেশ করতে পারেন।

১০| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৮:০৯

ইমরোজ৭৫ বলেছেন: বাংলাদেশের মানেই দুই ভাগে বিভক্ত। যেমন: বিশ্বকাপে ব্রাজিল আর আর্জেটিনা। রাজনৈকি দল এর কথা না ই বললাম। আর ধর্মীয় দিক থেকে মনে করেন মুসলিম বনাম প্রগতিশীল। কারন আমি দেখি ধর্মের নামে শুধু ইসলামকেই ছোট করানো হয়। হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ এদের নিয়ে কিন্তু আজেবাজে মতব্য করে না। আজেবাজে মত্যব করে শধু ইসলাম কে নিয়ে।

এখন ধর্ম বনাম আধুনিকতা যদ্ধ এখন বাদ দেন।

০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১১:৪১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ইসলাম নিয়ে ইসলামিস্টদের বাড়াবাড়ির কারণে এমনটা হয় মনে হচ্ছে।

১১| ০৫ ই আগস্ট, ২০২২ ভোর ৬:১৫

অগ্নিবেশ বলেছেন: ঢাবিয়ান ভাই, নবী রসুলকে আক্রমন?? কিভাবে সম্ভব?? আমি সহি ইসলামের পক্ষে, অর্ধ্মুসলিমদের বিপক্ষে। নবী রসুল যেই কাজ গুলো করেছেন সেগুলো আপনার দৃষ্টিতে আকাম কুকাম মনে হতে পারে, কোরান হাদিস পড়ার পর আমারও এরকম মনে হয়েছিল। কিন্ত আসলে নবীর শিশু বিবাহ থেকে শুরু করে কাফের হত্যা দাসী সহবত সবই আল্লাহর আদেশে হয়েছে, আল্লাই সবচেয়ে ভালো জানেন, এখানে আমাদের যুক্তি খাটে না। তাই ঠিক যেমনটা কোরান হাদিসে লেখা আছে সেটাই মেনে নিতে হবে।
এই ব্লগের এই আপনারা ইসলামের ভেক ধরে থাকেন, বলেন ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মে জোরাজুরি নেই ইত্যাদি ইত্যাদি, কোথায় পান এগুলো?? সারা জাহানে ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আল্লাহ জিহাদ করতে নির্দেশ দিয়েছেন।
মানবিক যুক্তি দিয়ে ইসলামকে যাচাই করছেন ইসলামের ক্ষতি করে অন্যের মুসলমানি যাচাই করছেন?? কোরান হাদিস রিডিং পড়লেও আপনাদের অন্তরে জ্বালা ধরে, আপনারা মুসলমান?

০৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পুরনো অনেককিছুই এই আধুনিক যুগে চলে না। খাপ খাইয়ে চলতে হবে।

১২| ০৫ ই আগস্ট, ২০২২ ভোর ৬:২৩

অগ্নিবেশ বলেছেন: বৈরাগী ভাই, আমি কোরানের আয়াত কপি পেস্ট দিলেই অনেকের দিলে জ্বালা ধরে, আর আমি ত আপনাকে ভুল তথ্য দিতেই পারি, তাই এইবার বাংলাতে কোরান হাদিস পড়ে উত্তর জেনে নিয়েন। এখনকার ইসলামিক ফাউন্ডেশন এর বাংলা অনুবাদ আলেমদের দ্বারা যাচাই করে নেওয়া। অন্যের মুখ থেকে না শুনে নিজেই জানুন। কত সময়ই নষ্ট করেন। কোরান হাদিস পড়েলে সোয়াব ও হবে আর জানতেও পারবেন। সহি ইসলাম জানুন, বিভ্রান্ত হইয়েন না, এর তার ব্যাখ্যা আপনি কেন নেবেন?

০৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মোটামুটি জানাশোনা আছে।

১৩| ০৫ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৫

তানভির জুমার বলেছেন: অগ্নিবেশ বলেছেন: ঢাবিয়ান ভাই, নবী রসুলকে আক্রমন?? কিভাবে সম্ভব?? আমি সহি ইসলামের পক্ষে, অর্ধ্মুসলিমদের বিপক্ষে। নবী রসুল যেই কাজ গুলো করেছেন সেগুলো আপনার দৃষ্টিতে আকাম কুকাম মনে হতে পারে, কোরান হাদিস পড়ার পর আমারও এরকম মনে হয়েছিল। কিন্ত আসলে নবীর শিশু বিবাহ থেকে শুরু করে কাফের হত্যা দাসী সহবত সবই আল্লাহর আদেশে হয়েছে, আল্লাই সবচেয়ে ভালো জানেন, এখানে আমাদের যুক্তি খাটে না। তাই ঠিক যেমনটা কোরান হাদিসে লেখা আছে সেটাই মেনে নিতে হবে।

আপনার এই কমেন্টের মধ্যেই প্রমানিত আপনি কতটা ভয়ংকর ইসলাম বিদ্বেষী।

১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধর্মীয় কিছু কিছু বিষয় বর্তমানে অস্বাভাবিক মনে হওয়াই স্বাভাবিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.