নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
মেয়েরা বাইরে আসছে, কাজ করছে; অর্থনীতি-সংস্কৃতি সহ সকল খাতে অবদান রাখছে। এক শ্রেণির মানুষ বাহবা দিচ্ছে, অন্য শ্রেণি সমালোচনা করছে। যারা বাহবা দিচ্ছে, তাদেরকে তুলনা করা হচ্ছে শেয়ালের সাথে। বলা হচ্ছে, শেয়াল তো মুরগির স্বাধীনতা চাইবেই। তাতে তাদের শিকারে সুবিধা।
অনেক সময় এটা সত্যি হয়। অনেকে সত্যি সত্যিই অসহায় মেয়েদের সুযোগ নেয়। কিন্তু সামগ্রিকভাবে কি শেয়ালের সাথে তুলনা করা উচিত? যারা নারী মুক্তির কথা বলে তারা সকলেই কি শেয়াল?
তাই যদি হয়, নারীদের কী করা উচিত? ঘরে বন্দি হয়ে থাকা? না কি নারীমুক্তি বিরোধীদের পশ্চাদ্দেশে লাথি দেয়া আর শেয়ালের সাথে লড়াই করা?
আরও একটা বিষয় প্রচলিত। কোন মেয়ে যদি একটু খোলামেলা চলে, সে যদি নির্যাতিত হয় তাহলে এই শ্রেণি বলে খোলা খাবারে মাছি বসবেই। যদিও দেখা যায় অনেক পর্দানশীন নারীও নিপীড়িত হয়, তবুও মুখস্ত বুলিটা আওড়ানো বন্দ হয় না। অনেকে তো ধর্ষনের জন্য সরাসরি পোষাককেই দায়ী করে। নিজের অবদমিত যৌনাকাঙ্ক্ষাকে পাশ কেটে চলে।
আমরা পুরুষতান্ত্রিক সমাজে চলি। এখানে পুরুষের মতামতই সই। এখন কথা হলো, সমাজটা যদি নারীতান্ত্রিক হতো, তখন কী ঘটত? এখন নারীদের প্রতি সমাজের যা মনোভাব, একই মনোভাব কি পুরুষদের প্রতিও থাকত না? তখনও কি বলা হতো না পুরুষের পোষাক তাদের ধর্ষণে দায়ী? পুরুষদের কি মুরগির সাথে তুলনা করা হতো না? খোলা খাবারের সাথে তুলনা করা হতো না? তাহলে ঘটনা তো একই দাঁড়ালো।
ধর্ষণের জন্য দায়ী কী আসলে? পোষাক না কি অবদমিত যৌনাকাঙ্ক্ষা?
২০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৫০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাংলাদেশে নারীতান্ত্রিক সমাজ হলে কী ঘটার সম্ভাবনা?
২| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৫৭
কলাবাগান১ বলেছেন: এটা হলে শিয়াল রা গর্তে ঢুকতো আর চিল্লায় বলুন মার্কা পোস্ট দিত না। এদের কাছে হিজাব এর অপোজিট ই হল বিকিনি কিন্তু মাঝখানে যে শুশ্রী, শালীন পোশাক আছে সেটা চোখেই দেখে না...
২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:১৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এদের কাছে হিজাব এর অপোজিট ই হল বিকিনি কিন্তু মাঝখানে সুশ্রী, শালীন পোশাক আছে সেটা চোখেই দেখে না... সে ক্ষেত্রে পুরুষদের নিয়েও বোধকরি একই কথাবার্তা বলত কট্টরপন্থি নারীরা। মাঝখানে সুশ্রী, শালীন পোশাক ওদেরও চোখে পড়ত না মনে হয়।
৩| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:০৬
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: বাংলাদেশে নারীতান্ত্রিক সমাজ হলে কী ঘটার সম্ভাবনা?
-লেখক হিসেবে আপনার মতামত তো তুলে ধরেননি, যেই বিষয়ে পোষ্ট লিখছেন, সেই বিষয়ে আপনার ভাবনার কথা লেখার দরকার ছিলো।
২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:১৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সবার মতামত পর্যবেক্ষণ করছি।
৪| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:০৯
রিফাত হোসেন বলেছেন: সোনাগাজী বলেছেন:
-লেখক হিসেবে আপনার মতামত তো তুলে ধরেননি, যেই বিষয়ে পোষ্ট লিখছেন, সেই বিষয়ে আপনার ভাবনার কথা লেখার দরকার ছিলো।
২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:১৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমারও তাই মনে হচ্ছে। আসলে নিরপেক্ষতার স্বার্থে মতামত দেওয়া থেকে বিরত।
৫| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৩০
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: আমারও তাই মনে হচ্ছে। আসলে নিরপেক্ষতার স্বার্থে মতামত দেওয়া থেকে বিরত।
-আপনার দেখানো কারণটা সঠিক হয়নি, আপনি পোষ্ট লিখছেন, আপনি বিষয়ের উপর আপনার মতামত জানাবেন; সেখানে পক্ষ/নিরপেক্ষ এমন কিছু নেই।
২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৪১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমার ধারণা সমাজ নারীতান্ত্রিক হলে এখনকার কট্টরপন্থি পুরুষরা নারীদের নিয়ে যে মনোভাব পোষণ করে, তখনকার কট্টরপন্থি নারীরাও পুরুষদের নিয়ে একই মনোভাব পোষণ করত। আর উদারপন্থি নারীরা একই মনোভাব পোষণ করত; এখনকার উদারপন্থি পুরুষরা যেমন করে।
আবার নারীরা সুশিক্ষায় শিক্ষিত হলে পরিস্থিতি আরও অনেক ভালো হতে পারত।
ধর্ষণের জন্য দায়ী অবদমিত যৌনাকাঙ্ক্ষা।
৬| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৩৫
স্বাধীন বাংলা ৭১ বলেছেন: বলদার বাচ্চাডার পোষ্ট নির্বাচিত ফাতায় গিলেও অবাগ হইতুম না। কজন পোষ্টালেই নির্বাচন পাতা।জঠিলরে যারা বলগে প্রমূট কৈচ্ছে হেতেরা বলদাডার পোষ্টে লাইকাইতাছে।
২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৪৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ওনি আসলে এতটা কট্টর না। চিন্তা-ভাবনায় যথেষ্ট মার্জিত। কিন্তু নারীদের নিয়ে ওনার ভাবনাটা মধ্যযুগীয়।
৭| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৫১
কামাল৮০ বলেছেন: এটাতো বেগম রোকেয়া অনেক আগেই লিখে গেছেন।
২১ শে অক্টোবর, ২০২২ রাত ১:০০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: রবীন্দ্রনাথও বলেছেন, দুর্বলের অত্যাচার আরও ভয়ঙ্কর।
৮| ২১ শে অক্টোবর, ২০২২ ভোর ৫:৩৮
কামাল৮০ বলেছেন: রবি ঠাকুর নারী বান্ধব ছিল না।সে ছিল ঈশ্বর প্রেমি।আর ঈশ্বর নারীকে বানিয়েছে পুরুষের মনোরঞ্জনের জন্য।ঈশ্বর নিজেও একজন পুরুষ।ইংরেজীতে তাকে HE বলা হয়।
২১ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাহলে দেখা যাচ্ছে সবাই আধিপত্যবাদী।
৯| ২১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৮
মোহাম্মদ গোফরান বলেছেন: পোশাক যদি ধর্ষনের কারণ হতো তবে প্রতিদিন দেশে শত শত ধর্ষিতা হতো। কূখ্যাত রাজাকার মৌলবাদী ধর্ষকরা ৭১ সালে শুধু স্বাধীনতা চাওয়ার অপরাধে আমাদের মা-বোনদের ধর্ষণ করেছিল। নারী বিদ্বেষীরা ধর্ষনের কারণ হিসেবে পোশাককে দায়ী করে কারণ তারা বিশ্রী বিকট কালো বোরখা পরিয়ে মেয়েদের গৃহবন্দী করে যৌনদাসী বানিয়ে রাখতে চায়। যদি ধর্ষনের কারণ পোশাক হতো এরা মাদ্রাসায় ৪/৫ বছরের ছেলে শিশুদের ধর্ষণ করতোনা।
২১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নারী বিদ্বেষীরা ধর্ষণের কারণ হিসেবে পোশাককে দায়ী করে কারণ এতে তাদের কলুষতাকে ঢাকতে সুবিধা হয়।
১০| ২১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হলো মগজহীনদের দেশ।
২১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভণ্ডদেরও।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৪৬
সোনাগাজী বলেছেন:
আরাকানে নারীতান্ত্রিক সমাজ আছে; আসামে কিছুটা আছে; রাশিয়া ও পুর্ব ইউরোপ পুরোটাই নারীতান্ত্রীকের কাছাকাছি। মুসলিম দেশগুলোর মাঝে ইন্দোনেশয়ার কিছু অন্চলে আছে; এরা সবাই ভালো আছে।