নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির পাশে আরশিনগর সেথা পড়শী বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

৮ম শ্রেণি পাশ নারী প্রধানমন্ত্রী হতে পারলে হিরো আলম কেন এমপি হতে পারবে না?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৫


বগুড়া ৪-৬ আসনে নির্বাচন হলো। সম্ভাবনা জাগিয়েও হিরো আলম স্বল্প ভোটের ব্যবধানে হেরেছেন। ওনার অভিযোগ ভোট গণনায় কারচুপি হয়েছে। ওনাকে হারিয়ে দেওয়া হয়েছে।

ওনি বলছেন, ওনার মতো অশিক্ষিত লোককে স্যার সম্ভোধন করতে হবে বলে প্রশাসনের লোকজন ওনার প্রতি অবিচার করেছেন।

সত্য মিথ্যা জানি না, তবে কিছু একটা যে হয়েছে এটা বোঝা যায়। আর রাজনীতি টা তো এখন ভাঁড়দের দখলে। তো ওনি এমপি হলে নতুন কী ক্ষতি হতো, বোধগম্য হচ্ছে না। মমতাজ কি এদেশে এমপি হননি? সংসদে এমন অনেকেই আছেন, যারা ঠিকমতো কথাই বলতে পারেন না। তৈলমর্দন করে টিকে আছেন। তাহলে হিরো আলমে সমস্যা কী? অশিক্ষিত বলে? আরও বহু শিক্ষিত লোক থেকেও তো তেমন লাভ হচ্ছে না।

দেশের একজন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ৮ম শ্রেণি পর্যন্ত পড়েছিলেন। ওনি প্রধানমন্ত্রীত্ব করায় তো চাঁদ-তারা খসে পড়েনি। হিরো আলম এমপি হলে খসে পড়ত? না কি ওই প্রধানমন্ত্রীর মতো পেছনে সাইনবোর্ড না থাকায় জীবনযুদ্ধে পিছিয়ে গেল হিরো আলম?

একেবারে প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে, মানুষের ঠ্যালা-গুঁতায় বড় হওয়া একজন মানুষ এ পর্যন্ত উঠে এসেছে; এটাই বা কম কী? একটা সময় আসবে যখন এরাই সংসদ না শুধু, সর্বত্রই রাজ করবে।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: শুনুন যোগ্যতা ও দক্ষতা থাকতে হয়।
দেশ তো ছেলের হাতের মোয়া না। যারা চায় হিরো আলম এমপি হোক তাঁরা বোকা।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হিরো আলমের চেয়েও অযোগ্য লোক বড় বড় পদে গেছে।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: হারিয়ে দিলেও হিরো হিরো হয়েই বেঁচে থাকবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তার অবস্থান থেকে সে যতদূর সম্ভব এগোনোর চেষ্টা করেছে।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩১

ঋণাত্মক শূণ্য বলেছেন: তার পক্ষ নিয়ে হাজার পেজ লেখা যায়। হাজার যুক্তি দেখানো যায়। প্রশ্ন তোলা যায় অন্য কোন অযোগ্যকে উঁচুতে উঠানো হয়েছে কিনা তা নিয়েও।

কিন্তু ভায়া, বুকে হাত রেখে বলেন তো, আসলেই কি তার মত লোককে এমন পজিশনে বসানো কি আমাদেরই ঠিক হবে? উনি যতগুলি ভোট পেয়েছেন, সব বোকার হদ্দেরা দিয়েছে!

উনি বিনোদোন জগতে জোর করে ঠেসে (নিজের যোগ্যতাতেই) বসে আছেন, সেখানে থাকাই ভালো মনে করি। জনপ্রতিনিধি হিসাবে এমন মানুষ আসলে খুব ধীরে ধীরে আমাদের জীবনের মানদন্ডই নেমে যাবে। আমরা হয়ত বুঝতেও পারবো না।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লোকজন তো ভালোদের উপরও ভরসা করতে পারছে না। যাদেরকে ভালো মনে করে ক্ষমতায় বসিয়েছে, তারা কি মর্যাদা রক্ষা করেছে?

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪১

চারাগাছ বলেছেন:

গায়িকা মমতাজ এমপি হলে হিরো আলম এমপি হতে পারবে না কেন ?
এমন প্রশ্ন আসেনি।
এলো ৮ পাশ একজন প্রধানমন্ত্রী হলে হিরো আলম এমপি হতে পারবে না কেন ?
আপনি এমন ভাবে বললেন হিরো আলমের প্রধান অন্তরায় ছিল সে শিক্ষিত নয়। আপনি কি পাশ আপনি এমপি হতে পারছেন না কেন ?

হিরো আলম কিছু শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করছে এটাই অনেক।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুশীল সমাজ হিরো আলমকে মেনে নেবে না। উচ্চ শিক্ষিতদের খবরদারি ঠিকই মেনে নেয়।
শুধু আমি না, আপনিও এমপি হতে পারবেন না যদি পেছনে শক্ত সমর্থন না থাকে, পারিবারিক ব্যাকগ্রাউন্ড না থাকে।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৭

রানার ব্লগ বলেছেন: জন প্রতিনিধি হবার জন্য শিক্ষা যোগ্যতা লাগে না । বাংলাদেশ সংবিধানে এমন কিছুই নাই !!!

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকলে সুবিধা।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৪

জ্যাক স্মিথ বলেছেন: হিরো আলম যদি এমপি হয়, তাহলে আমাদের বিনোদোন দিবে কে? জনপ্রিয়তাই কি রাজনীতিবিদ হওয়ার একমাত্র চাবিকাঠি?

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: না।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৬

ফুয়াদের বাপ বলেছেন: বাবা হিরো ভারামিতেই বেশ ভালো করছিল অনলাইন প্লাটফ্রমগুলোতে। কেউ কেউ তার ডেডিকেশানের গুনাবলীতে পঞ্চমুখ হয়ে আগ বাড়িয়ে বলছেন "বাবা হিরো-ই" এখন বঙ্গরাজ্যর সফলতার একমাত্র মটিভেশান। শত বাঁশ পশ্চাতে প্রবেশ করার পরেও কিভাবে ঠাঁয় দাঁড়িয়ে রবিন্দ্র গাইতে হয় তা তার কাছ থেকে শিখবে আগামী প্রজন্ম - কি বেরসিক-ভয়ংকর বাস্তবতা।

বাবা হিরো কাউকেই আর ছাড়লোনা-পদ্য-গদ্য-গান-অভিনয়-হীরকরাজ্যে রাজনীতির নাট্যাভিনয়। জয় গুরু-কলকিতে দাই লম্বা টান।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: স্বাধীন দেশে যে কেউ নির্বাচন করার অধিকার রাখে। ভোট দেওয়া না দেওয়া আপনার ব্যাপার।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০০

শূন্য সারমর্ম বলেছেন:


যে রাজনীতির সংস্কৃতি দাড়া করানো হয়েছে,ভালোবাসতেই হচ্ছে হয় শুধু।আলম সাহেব ভোট করলেন,ভোট পেলেন,পোস্ট আকারে ব্লগেও আসলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হয়।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৮

নাহল তরকারি বলেছেন: নবাব সিরাজউদ্দৌলা রাজনীতি জানতেন না। তারপেরও তিনি রাজা হয়েছেন। তার রাজা হওয়াতে চাদ ক্ষসে পড়ে নাই। কিন্তু তার রাজনৈতিক জ্ঞানের অভাবের জন্য ইংরেজদের বাংলা দখল করতে সহজ হয়েছে। বর্তমানে অনেকে রাজনীতি না বুঝেই জনপ্রতিনিদি হচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণ মানুষ। তিনি রাজনীতি বুঝেন। তাই তিনি সব কিছু ম্যানেজ করে নিচ্ছেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যোগ্য লোকদের মনোনীত করলেই হলো।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: রাজীব নুর বলেছেন: শুনুন যোগ্যতা ও দক্ষতা থাকতে হয়।
দেশ তো ছেলের হাতের মোয়া না। যারা চায় হিরো আলম এমপি হোক তাঁরা বোকা

সহমত

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আচ্ছা।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

বাকপ্রবাস বলেছেন: ভালর পথ রুদ্ধ হয়ে নোংরা এসে পড়ছে মুখে
গদগদ গিলে খেয়ে নাচছি ভীষণ পরম সুখে

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কী আর করা!

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

কামাল১৮ বলেছেন: একটা কথা প্রমানিত হয়েছে,জনগন চায় তাদের ভিতর থেকে নেতৃত্ব গড়ে উঠুক।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হুম।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: যে দেশে ভোট চুরি হয়, রাতের আঁধারে ব্যালট ভরা হয়, ভিন্ন রাজনৈতিক মতাদর্শকে ঠেকানোর জন্য প্রশাসন ব্যবহার করা হয়, যোগ্যতার বদলে পরিবারতান্ত্রিক রাজনীতি চলে, যে দেশে ১০০ টাকার বিরানী খেয়ে ভোট দেয়া হয়, সে দেশে মৌলিক গণতন্ত্র কার্যকর রাষ্ট্র ব্যবস্থা হতে পারে না, বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার বেশীরভাগ দেশগুলোতে এ ধরনের অবস্থাই বিরাজ করছে। দুঃখজনক হলেও সত্য যে অনেক উন্নত দেশেও এই ধারার কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। গণতন্ত্রের কিছু মৌলিক বৈশিষ্ট্যগুলো ঠিক রেখে, রাষ্ট্র পরিচালন ব্যবস্থায় কিছু পরিবর্তন জরুরী।

আমি মনে করি, কোন রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করা আর জনপ্রতিনিধি হওয়ার মাঝে কিছু পার্থক্য থাকা উচিত, জনপ্রতিনিধি হওয়ার জন্য কিছু নূন্যতম যোগ্যতার মানদন্ড বেধে দেয়া উচিত। একজন মানসিক বিকারগ্রস্থ ব্যক্তি যেমন জনপ্রতিনিধি হতে পারে না তেমনি নূন্যতম শিক্ষাগত যোগ্যতা না থাকলে তাদের এই ধরনের প্রতিনিধিত্বমূলক পজিশনের জন্য যোগ্য বিবেচনা করা উচিত নয়। সংসদে গিয়ে আমরা কোন স্তুতিমূলক গান গাওয়া বা অকথ্য ভাষায় গালাগালি করা কিংবা কেবল নারী হওয়াই কোন যোগ্যতা হতে পারে না।

লেখক যথার্থই বলেছেন, এইট পাশ মানুষ প্রধানমন্ত্রী হতে পারলে আলম কেন এম.পি. হতে পারবে না।

সমস্যা হলো, সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায়। দেশের মানুষ কম-বেশী বদলেছে বিগত কয়েক দশকে, আগামীতে আরো বদলাবে। রাজনীতি কোন কমেডি শো নয় যদিও কোন এক দেশে এক কমেডিয়ান অবশ্য রাষ্ট্রপতি হয়ে বসে আছে, সে দেশের অবস্থাও সবাই জানেন আর বাংলাদেশের মহান সংসদও কোন অংশে কম যায় না। তবুও বলবো, এইসব বন্ধ হওয়া উচিত। ১৬/১৮ কোটি মানুষের ভাগ্য এবং তাদের ভবিষ্যত তিন শতাধিক মানুষের হাতে অর্পিত হলে তাদেরকে অবশ্যই তাদের দায়িত্ব পালনের মতো সম্যক জ্ঞান বা প্রজ্ঞা থাকা জরুরী। তা না হলে পা চাটা, চাটুকার, দলকানা, দুর্নীতিপরায়ণ, অশিক্ষিত লোকজন দিয়ে সৃষ্ট গণতন্ত্র সব দেশের জন্য সমান সুফল বয়ে না-ও আনতে পারে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ১০০% সহমত আপনার সাথে। অবশ্যই যোগ্যতার মানদন্ড বেঁধে দেয়া উচিত। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত। রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন দরকার। দুমুখো নীতি অপসারণ দরকার।

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১২

নেওয়াজ আলি বলেছেন: বর্তমানে নির্বাচনে কিছু একটা হবে এটা অনেকই জানে। চুরি এখন স্মার্ট ভাবে করে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৩৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঠিক।

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫৬

শার্দূল ২২ বলেছেন: আমি আপনার সাথে একমত, ৬৫ ভাগ হিরো আলম জনগণের দেশে হিরো আলমই যোগ্য নেতা। সে যদি হেরে যায় তো নিরঘাৎ ভোট কারচুপি হয়েছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৩৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মানুষ এখন রাজনীতি থেকে দূরে সরে গেছে।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

অনামিকাসুলতানা বলেছেন: রাজীব নুর বলেছেন: শুনুন যোগ্যতা ও দক্ষতা থাকতে হয়।
দেশ তো ছেলের হাতের মোয়া না। যারা চায় হিরো আলম এমপি হোক তাঁরা বোক

নুত্ ন ব লেছেন,
নবাব সিরাজউদ্দৌলা রাজনীতি জানতেন না। তারপেরও তিনি রাজা হয়েছেন। তার রাজা হওয়াতে চাদ ক্ষসে পড়ে নাই। কিন্তু তার রাজনৈতিক জ্ঞানের অভাবের জন্য ইংরেজদের বাংলা দখল করতে সহজ হয়েছে। বর্তমানে অনেকে রাজনীতি না বুঝেই জনপ্রতিনিদি হচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণ মানুষ। তিনি রাজনীতি বুঝেন। তাই তিনি সব কিছু ম্যানেজ করে নিচ্ছেন।
আমি সহ মত

২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রধানমন্ত্রী তো উনার দলের লোকজনকেই মনোনয়ন দেবেন। সাধারণের কেউ রাজনীতিতে আসতে পারবে না? দলীয় বলয়েই থাকতে হবে?

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ভোট মানি না। হিরো আলমকে কারসাজি করে হারানো হয়েছে। সে জনপ্রতিনিধি হলে নিম্ন আয়ের মানুষের জন্য অনেক কিছু করতো বলে আমার বিশ্বাস।

২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হিরো আলম যথাসম্ভব চেষ্টা করে গরিবদের জন্য কিছু করার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.