নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির পাশে আরশিনগর সেথা পড়শী বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেমের বর্তমান রূপ

১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০২


দেশপ্রেম মানে নিজের দেশের প্রতি প্রেম; এ প্রেম অনেকটা নিজের মায়ের প্রতি ভালোবাসার মতোই। কবি-সাহিত্যিকরা দেশ বা জন্মভূমিকে স্বর্গের চেয়েও বড় বলে অভিহিত করেছেন। কত জাতি সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিজেদের সর্বস্ব বিলিয়ে দিল! আবার কেউ কেউ দেশ পেয়েও গুরুত্ব বোঝে না। যারা বোঝে না তারা কি ফিলিস্তিনের অবস্থা দেখেও কিছু বোঝে না?

ভারত ভেঙে পাকিস্তান হলো। বোধোদয় হলো শুধু ধর্মের ভিত্তিতে দেশ হয় না। ২৩ বৎসরের অবিচার, জেল-জুলুম সহ্য করে একাত্তরের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন হলো। বাঙালিরা নিজেদের জন্য স্বতন্ত্র আবাসভূমি পেল। যার নাম বাংলাদেশ। পাওয়া-না পাওয়ার হিসেব কষতে কষতে কেটে গেল ৫২ বছর। এখন ৫৩ তে পড়েছে।

আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। দেশে এখনও সুশাসন নিশ্চিত হয়নি, দুর্নীতি বন্ধ করা যায়নি, বেকারত্ব হ্রাস করা যায়নি, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ঠেকানো যায়নি। যাদের তত্ত্বাবধানে দেশটা স্বাধীন হয়েছিল, তারা ক্ষমতায় থাকা সত্ত্বেও দেশের মানুষ নিশ্চিন্ত হতে পারছে না। গণতান্ত্রিক কাঠামো তথৈবচ অবস্থায় থাকায় বহির্বিশ্বের সাথেও দেশের গোল বেঁধেছে। এ সুযোগে যারা স্বাধীনতা চায়নি, তারা এবং তাদের বংশধরেরা ডালপালা মেলার সুযোগ পেয়েছে। বলছে, পাকিস্তানই ভালো ছিল। এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, দেশকে দুটো গালি দিতে পারলেই দেশপ্রেম।

স্বাধীনতা বিরোধিরা ধর্মকে এমনভাবে ব্যবহার শুরু করেছে, সরকারের অদক্ষতার দরুণ জনগণ বিভ্রান্ত হয়ে বিরোধীদের কাতারে চলে যাচ্ছে। প্রকৃত দেশপ্রেমিক এবং উদারচিন্তার লোকজন পড়েছে মহাবিপদে। ওরা কার হয়ে কথা বলবে? মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলের হয়েও নেতারা যখন নিদেশে আবাসভূমি গড়ে, অর্থ পাচার করে তখন সাধারণ দেশপ্রেমিক মানুষ কী করতে পারে? নেতাকর্মীরা, আমলারা যখন নিজেদের উদরপূর্তি করে, তখন তাদের দেখে নানা প্রশ্ন উঁকি দেওয়াও তো অস্বাভাবিক কিছু না।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: যারা দেশকে ভালোবেসে রাজনীতি করছেন দে্যশের মানুষের জন্য, তাদের মধ্যেই তো দেশপ্রেম নেই।
৭১ এর পর দেশের মানুষ দেশপ্রেম হারাতে শুরু করে।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লুটপাটের রাজনীতি।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৪

অপু দ্যা গ্রেট বলেছেন:


এখন আপনি কাউকে দেখবেন না দেশের জন্য দেশ গঠনের জন্য রাজনীতি করছে। দেশ প্রেম কারো মধ্যে জীবিত নাই। এইটাই সত্য।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দ্বৈত নাগরিকত্ব থাকায় এবার অনেকের মনোনয়ন বাতিল হয়েছে। এদের মতো অনেকেই মূলত নিজেদের আখের গোছাতে রাজনীতি করে।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


দেশপ্রেম বলে কিছু নেই।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আছে, তবে এরা মূলধারায় যেতে পারে না। অথবা গেলে একই চরিত্রের হয়ে যায়।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৩

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্যবসা খারাপ।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩২

বিজন রয় বলেছেন: বাংলাদেশে ৯৫% দেশপ্রেমী!!!

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শিওর?

৬| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৪

বিজন রয় বলেছেন: কোন সন্দেহ আছে আপনার?

হুজুর মামুনুল হককে জিগান

হা হা হা .................

২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এরা বাটপার। এছাড়াও নামধারী যত দেশপ্রেমিক আছে, এরা সুযোগ পেলেই অর্থপাচার করবে, অন্য দেশের নাগরিকত্ব নেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.