নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

চারপাশে সব ছাত্রলীগ-আওয়ামী লীগ

২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১২


পরিচিত একজনকে বেড়াল খামচি দিয়েছে। নিয়ে গেলাম মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে। টিকিটের লম্বা সিরিয়াল। টিকিট দেওয়ার বদলে এক লোক টাকা গুনছে। বললাম, লোকজন দাঁড়িয়ে আছে আর আপনি টাকা গুনছেন? সে খুব বিরক্ত হলো। টাকা গোনা শেষে ভেতরে চলে গেল। এর মধ্যে দুপুরের খাবারের সময় হয়ে গেছে।

অনেকক্ষণ অপেক্ষা শেষে টিকিট নিয়ে গেলাম ডাক্তারের কাছে। উনি এবার দুপুরের খাবার খেতে বাইরে গেলেন। ফিরলেন ঘণ্টাখানেক পর। কিছু লিখে পাঠিয়ে দিলেন টিকা নিতে। টিকা দেওয়া শেষে কাঁদতে কাঁদতে বের হলো (পরিচিতজন)। বলল, আর জীবনে কুকুর-বেড়াল নিয়ে আদিখ্যেতা দেখাব না।

বললাম, দুষ্টু লোকদেরই কুকুর-বেড়াল টার্গেট করে। একটু সাবধানে চলাচল আর লালনপালন করলেই তো হয়।



জনৈক বন্ধুর সাথে দেখা করতে গুলশান- ১ এ গেলাম। সে নিয়ে গেল বিশাল এক মার্কেটে। ঘোরাঘুরি করে তারপর ছাদের কফিশপে গেলাম। বুঝতে পারলাম এটা বিরাট বড়লোকদের মার্কেট। একটা চায়ের দাম একশো টাকার কম হবে না। বন্ধু জিগ্যেস করে এল। আসলেই তাই।

যাদের টাকা খরচ করার জায়গা নেই, মনে হয় তারাই এখানে আসে।

পরিবেশ ভালো। ঘুরেফিরে সবই দেখলাম, কিন্তু বুঝতে পারলাম না এটা চলে কেমনে। কারণ, তেমন কাস্টমার দেখলাম না। যে ২-৩ জন আছে, তাদের দিয়ে কয় টাকা উঠবে? কর্মচারী খরচ আছে। ফ্লোর ভাড়া আছে।



শাকিব খানের প্রিয়তমা সিনেমা নাকি ভালো ব্যবসা করেছে। এর প্রযোজক আমাদের রাষ্ট্রপতির ছেলে। আমার কেন জানি বিশ্বাস হয় না এই সিনেমা এত লাভ করেছে। এত লোকে আসলেই কি দেখেছে? নাকি প্রযোজকের অঢেল টাকা আছে, সেসব টাকা খরচ করার জায়গা পান না। খরচ করে লাভ দেখিয়ে টাকা বৈধ রাখছেন

সিনেমা হল কমে গিয়ে বড় ক্ষতি হয়েছে। ছেলেপেলেরা মোবাইল নিয়ে সারাক্ষণ পড়ে থাকে। রাত হলে নেশার জগতে। খেলার মাঠও নেই যে গিয়ে খেলাধুলা করবে। অভিভাবকদেরও হেলদোল নেই।



ছাত্রদল-শিবিরের রাজনীতি করা ছেলেপেলে সরকারি চাকরি পেয়ে এখন মুজিব কোট পরে ঘুরে বেড়ায়। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে। শেখ হাসিনার তোষামোদি করে। খুব অবাক লাগে যে, মাত্র কয়েকবছরে এত পরিবর্তন!

তবে এটা বোঝা যায় গণেশ উল্টে গেলে এরা পল্টি নিতে দেরি করবে না। এরা ঝোঁপ বুঝে কোপ মারতে উস্তাদ। এলাকায়ও একই অবস্থা। সবাই আওয়ামী লীগ-ছাত্রলীগ। মোড়ে মোড়ে পোস্টার। প্রিয় অভিভাবক অমুক।



ব্রিজের নিচে দাঁড়িয়ে পিঠা খাচ্ছিলাম। বিক্রেতাকে জিগ্যেস করলাম, চাঁদা দিতে হয় না কি? সে বলে, ৭০০ প্রতিদিন। মনে মনে বলি, ব্যবসা ভালোই। সাধে তো আর পুলিশ মরলে লোকে খুশি হয় না।

এলাকার টেনেটুনে পাশ করা ছেলেপেলে এখন পুলিশের কনস্টেবলের চাকরি পেয়ে এসপির ভাব নেয়। অভিভাবকগণও সুন্দরী এবং মেধাবী মেয়ে বিয়ে দিয়ে দেন। সরকারি চাকরি বলে কথা। পদবি বড় কথা নয়।



জজ সাহেবের গাড়ি রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। গণপরিবহণের চালক দুই কথা বলতেই জজ সাহেবের চালক লাঠি হাতে তেড়ে এলেন। বড় লোকের কুকুরও বড়লোক। এমনই অবস্থা। লোকজন চেপে ধরতেই সে থামল।

তাকেই দোষারোপ করে লাভ কী? যে সুযোগ পায়নি সেই ভাব মারায় না আর যার সুযোগ আছে সে দেখাবেই। এটাই তো আমাদের জাতীয় চরিত্র। সুযোগের অভাবে ভালো থাকি।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আফসোস!

২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আসলেই।

২| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৫

নূর আলম হিরণ বলেছেন: পুলিশ রাস্তার ধারে বসা ফুটপাতের দোকান থেকে টং দোকান থেকে টাকা উঠাচ্ছে। হাতে একটা নোটবুক, টাকা উঠাচ্ছে আর নোটবুকে দাগ দিচ্ছে, যেন মিস না হয়ে যায়। বিশ্বাস করেন এটা দেখার পর দুইদিন আমার মাথা ভনভন করে ঘুরছে যতবার সেটা চোখের সামনে ভেসে উঠেছে!

২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উপার্জন অনেক।

৩| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৯

নয়ন বড়ুয়া বলেছেন: আফসোস...

২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বয়কট করতে হবে এদের। এদের সাথে সম্পর্কচ্ছেদ করতে হবে।

৪| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৯

চিত্রা নদীর পাড়ে বলেছেন: ঘটনা সত্য , আফসোস!!

২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ক্ষমতা হাতে পেলে মানুষও অমানুষ হয়ে যায়।

৫| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫০

জুন বলেছেন: আমার সামনে ফুটপাতের এক মশারি বিক্রেতার কাছ থেকে ৫০ টাকা নিল পুলিশের লোক । বিক্রেতার আর্তনাদ আমার কানে বাজে । ভাই সারাদিন পর এই ১৫০ টাকা বিক্রি করছি আমারে মাপ করেন । বিশাল এক চড় উঠাতে গেল , লোকটা চোখের পানি নিয়ে ভয়ে ভয়ে ৫০ টাকা দিল আর মনে মনে বোধহয় অভিশাপ ।

২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ব্যক্তিত্ব আর মনুষ্যত্ববোধ বিসর্জন দিতে পারলেই এমন হওয়া সম্ভব।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

রাজীব নুর বলেছেন: প্রতিদিন অসংখ্য মানুষকে বিড়াল খামচি দেয়। ভ্যাকসিনের দাম ৫শ' টাকা। সরকারি হাসপাতালে হয়তো কম নেয়।

২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সরকারি হাসপাতালে টাকা নেয় না

৭| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫০

সোনাগাজী বলেছেন:



আপনি ও আপনার স্ত্রী মিলে, আপনার ছুটির দিনে পিঠা বিক্রয়ের চেষ্টা করে দেখতে পারেন।

২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লোকেশন ভালো হলে পিঠা, ডিম বিক্রি করে ব্যবসা ভালোই হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.