![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।
প্রায় ৭-৮ মাস আগে নিজের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে এক ব্যক্তির পোস্টে হজরত মুহাম্মদ (সা.) এবং তার স্ত্রীদের নিয়ে একটি মন্তব্য করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ (২৪)। তবে পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি মন্তব্য মুছে ফেলেন। গত সোমবার তাঁর এক বন্ধু পুরোনো ওই মন্তব্য ফেসবুকে নতুন করে ভাইরাল করে দেন। এ নিয়ে ফেসবুকে বিভিন্ন ব্যক্তি শাকিলকে হুমকি-ধমকি দেন। বাড়িতে গিয়েও কয়েক শ’ লোক তাকে ও তার পরিবারকে ভয়-ভীতি দেখান। এরপর সোমবার (৯ জুন) দিবাগত রাত ২টার দিকে বাড়িতে নিজ ঘরের ভেতর ফাঁস নিয়ে আত্মহত্যা করেন শাকিল।
আত্মহত্যার আগে গতকাল রাতে ফেসবুকে চারটি পোস্ট দিয়েছিলেন শাকিল। সর্বশেষ পোস্টে তিনি লিখেছেন, ‘আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে। আমি জানি আর আমার আল্লাহ জানে, আমি নবী মুহাম্মদকে কোনো কটূক্তি করিনি। আমাকে নিয়ে আমার বাবা অনেক গর্ব করত, গ্রামের সবাই আমাকে অনেক সম্মান করত। আজ আমি আমার নিজের আপন মানুষের কাছে আমার সম্মান হারিয়েছি। আগামীকাল আমার বাবাকে সবাই গালি দিবে, আমার মাকে সবাই অসম্মান করবে, এই লজ্জা আমি কখনো সহ্য করতে পারব না। একটা ছেলে হয়ে নিজের বাবা–মায়ের মানসম্মান আমি এভাবে নষ্ট করে দুনিয়ায় বেঁচে থাকতে পারব না। কোনো দিন আমি গ্রামে মাথা তুলে চলতে পারব না। আত্মহত্যা মহাপাপ আমি জানি। আমি অনেক পাপ করেছি, আজ আর একটা শেষ পাপের জন্য প্রস্তুত হচ্ছি।’
কী ভয়ঙ্কর অবস্থা। আমার মনে হয় না ছেলেটা আত্মহত্যা না করলেও বাঁচতে পারত। গত একবছরে মব জাস্টিসের যে নমুনা দেখা যাচ্ছে, এ একে ও ওকে এটা-ওটা ট্যাগ দিয়ে পিটিয়ে মারছে, মিথ্যে মামলা দিয়ে ভোগাচ্ছে- এই ছেলেটাকে ধর্ম অবমাননার অজুহাতে মেরে ফেলা তো মামুলি ব্যাপার।
ছবি: প্রথম আলো
১০ ই জুন, ২০২৫ রাত ৮:০৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এসব কথা পাক-ভারতীয় উপমহাদেশে খাটে না।
২| ১০ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৫০
শূন্য সারমর্ম বলেছেন:
বোকা শাকিল,নবী নিয়ে লিখে কি এমন করতে পারতো সে!
১০ ই জুন, ২০২৫ রাত ৮:০৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ফেসবুক মোল্লাদের ওপর বিরক্ত হয়ে কিছু লিখেছিল হয়তো। বাস্তবতা বোঝা উচিত ছিল।
৩| ১০ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পোস্ট অনুযায়ী সে নিজের ভুল বুঝতে পেরে ৭/৮ মাস আগে মন্তব্য মুছে ফেলেছিল। এখন আবার সে বলেছে যে আমি কোন কটু মন্তব্য করিনি। আসলে সে কী মন্তব্য করেছিল সেটা জানা দরকার। তার কথার মধ্যে স্ববিরোধীতা আছে। আপনি এক তরফা ভাবে লিখেছেন। সে আগে কী লিখেছিল সেটাও আপনি জানেন না। অথচ তার পক্ষে লিখেছেন। নিরপেক্ষভাবে লেখা উচিত ছিল। তার এবং তার অভিভাবকের উচিত ছিল আইনের আশ্রয় নেয়া বা শালিশ করে মীমাংসা করা। সমস্যা থাকলে সমাধানও আছে। আত্মহত্যা কোন সমাধান না।
১০ ই জুন, ২০২৫ রাত ৮:১৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কী লিখেছিল, সেটা ক্লিয়ারলি মিডিয়ায় আসেনি। যদ্দুর জানা গেছে নবি ও তাঁর স্ত্রীদের নিয়ে হয়তো কিছু লিখেছিল। আমি কারও পক্ষে লিখিনি, পরিস্থিতিটুকু তুলে ধরেছি। একজন মানুষ যদি বড় অন্যায়ও করে ফেলে, তাকে পিটিয়ে হত্যা সভ্য জগতের নিয়ম হতে পারে না। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পক্ষে পেরে উঠা কঠিন ছিল। মব-জাস্টিসের সময়ে আইনের আশ্রয় নিয়েও লাভ হতো বলে মনে হয় না। আর উন্মত্ত জনতা কি সালিশের ধার ধারে? আদালতে দেখা যায় আসামিকে মারধর করে, আর বাইরে কোন ছার। আর তাঁর আত্মহত্যার কারণ শেষ ফেসবুক পোস্টে আছে। সে তার মা-বাবাকে অপদস্থ করাটা সহ্য করতে পারত নাঅ, কোনো সন্তানই পারে না।
৪| ১০ ই জুন, ২০২৫ রাত ৮:৩০
কামাল১৮ বলেছেন: অন্ধ বিশ্বাসের চেয়ে প্রমান সহ বিশ্বাস করা অনেক উত্তম।
তিনি কি মন্তব্য করেছিলেন এবং পরে মুছে ফেলেন সেই মন্তব্যটা মনে আছে।নবী ছয় বছরের আয়শাকে বিয়ে করেন এমন কিছু কি?অথবা বিয়ে না করেও সহবাস করেছেন এমন কিছু।এই কথা গুলি হাদিসে প্রমানিত।
১০ ই জুন, ২০২৫ রাত ৮:৪০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নবি ছয় বছরের আয়শাকে বিয়ে করেন এমন কিছু হতে পারে। বিয়ের সংখ্যা নিয়েও হতে পারে।
৫| ১০ ই জুন, ২০২৫ রাত ৮:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: দেশে কিছুদিন পরপর এই ধরণের নিউজের সংখ্যা বেড়ে যায়। দুইদিন ধরে নিউজ ফিডে কেবল এসব নিউজ দেখতে পাচ্ছি।
১০ ই জুন, ২০২৫ রাত ৮:৫৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এই ছেলে মন্তব্য মুছে ফেলেছিল। একজন শত্রুতা করে আবার সামনে এনেছে।
৬| ১০ ই জুন, ২০২৫ রাত ৮:৫৭
ফেনিক্স বলেছেন:
এসব প্রশ্মফাঁসের কি মাথা ব্যথা যে, আজ থেকে ১৪০০ বছর পুর্বের সমাজে ইসলামের নবী কয়বার বিয়ে করেছিলেন?
আজকে কতজন বাংগালী নারী গৃহকর্মীর নামে আরবদের ঘরে ধর্ষিত হচ্ছে, সেটা বুঝার কেন চেষ্টা করে না এসব বালছাল?
১০ ই জুন, ২০২৫ রাত ৯:০২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আসলে মোল্লারা ধর্মীয় বিষয় নিয়ে অনেকসময় বাড়াবাড়ি করে, পরে দেখা যায় সেখানে হুটহাট মন্তব্য করে ফেঁসে যায়। বাঁচতে চাইলে এসব ধর্মীয় উন্মাদনা এড়িয়ে চলা উচিত।
৭| ১১ ই জুন, ২০২৫ রাত ১২:৩১
ধীবধির বলেছেন: এখন মিলাদ খাওয়ার সময়, নিশ্চয়ই মিলাদ অথবা চল্লিশায় আশপাশের দশ গ্রামের লোকের অভাব হবেনা।
আমাদের দেশে আস্তিক হবার চেয়ে "নাস্তিক" মেরে জান্নাতে যাওয়ার ধান্দায় মনোযোগ বেশি। উপরওয়ালা কি এতো বোকা নাকি যে ধান্দা বুঝবেনা?
১১ ই জুন, ২০২৫ রাত ১২:৪২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সমাজের ভাও বুঝে না চললে বাঁচা কঠিন।
৮| ১১ ই জুন, ২০২৫ সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: ধর্ম বিষয়টাই ক্যাচালে। ধর্ম মানুষকে ধার্মিক বানায়। কিন্তু মানুষ বানাতে পারে না।
প্রতিটা মৃত্যুই দুঃখজনক। প্রতিটা আত্মহত্যাই আসলে হত্যা।
১২ ই জুন, ২০২৫ দুপুর ১২:৫৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রতিটা মৃত্যুই দুঃখজনক। প্রতিটা আত্মহত্যাই আসলে হত্যা। এটাই কথা।
৯| ১২ ই জুন, ২০২৫ ভোর ৪:১৯
কাঁউটাল বলেছেন: চারুকলা, নৃত্যকলা, শিল্পকলা, -- এই সকল "কলা" নিয়ে চর্চা করা লোকজনের মধ্যে নাস্তিক্যবাদি হওয়ার সম্ভবনা বেশি।
১২ ই জুন, ২০২৫ দুপুর ১২:৫৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দর্শন, সাহিত্য, বিজ্ঞান পড়েও হতে পারে। তবে এই ছেলের ক্ষেত্রে তেমন মনে হচ্ছে না। সে নামাজ-কালামও পড়ত।
১০| ১৩ ই জুন, ২০২৫ দুপুর ১২:৪৩
আধুনিক চিন্তাবিদ বলেছেন: আমি সবসময় ধর্মীয় ক্যাচাল এড়িয়ে চলার চেষ্টা করি। তবে চুপচাপ অন্যদের ক্যাচাল দেখতে থাকি।
২০ শে জুন, ২০২৫ বিকাল ৫:৪৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অনেকে অধৈর্য হয়ে এটাসেটা বলে বিপদে পড়ে যায়। আপনি হয়তো মাথা ঠান্ডা রাখতে পারেন।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নাস্তিক হলেই বা কি?
অন্য মানুষের এতো সমস্যা কেন?