নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিকেত মাহমুদের ব্লগ

অনিকেত মাহমুদ

মুক্ত চিন্তায় বিশ্বাসী

অনিকেত মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

মানুষের চেয়েও ভালো স্মৃতিশক্তি শিম্পাঞ্জির!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক

মানুষের থেকেও নাকি ভালো স্মৃতিশক্তি শিম্পাঞ্জির! অন্ততপক্ষে স্বল্পকালীন স্মৃতির ক্ষেত্রে মানুষের থেকে এগিয়েই আছে এই শাখামৃগরা। লাইভসায়েন্স জানিয়েছে, স্বল্পকালীন স্মৃতির ক্ষেত্রে মানুষের তুলনায় শিম্পাঞ্জিদের এগিয়ে থাকার ইঙ্গিত দিয়েছে জাপানি বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণা। বিডিনিউজ।

জাপানি বিজ্ঞানীরা শিম্পাঞ্জিদের স্বল্পকালীন স্মৃতিশক্তির প্রমাণ দেন যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স-এর বার্ষিক সম্মেলনে। উপস্থিত বিজ্ঞানীদের অ্যায়ুমু নামের একটি শিম্পাঞ্জির ভিডিও দেখান তারা। অ্যায়ুমুকে প্রথমে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো এলোমেলোভাবে দেখানো হয়। এরপর সংখ্যাগুলো ঠিক যে ক্রম অনুসারে দেখানো হয়েছিল, ঠিক সেই ক্রম অনুসারেই সংখ্যাগুলোকে চিহ্নিত করতে সক্ষম হয় অ্যায়ুমু। ১ থেকে ১৯ পর্যন্ত সংখ্যাগুলোর সঙ্গেই শিম্পাঞ্জিটির পরিচয়টাও বেশ ভালোই। উর্ধ্বগামী ক্রমঅনুসারে সংখ্যাগুলোকে চিহ্নিত করতে পারে সে। অ্যায়ুমুকে উল্টোপাল্টা করে নয়টি সংখ্যা দেখার পর ঠিক ওই ক্রম অনুসারে সংখ্যাগুলোকে সাজাতে পারলেও খুব কম মানুষই এই কাজটি করতে পারে। যারা পারেন তাদের বেশিরভাগই ভোগেন স্যাভেন্ট সিনড্রোমে। স্যাভান্ট সিনড্রোমের শিকার ব্যক্তিদের মধ্যে এমন অতিমানবীয় ক্ষমতা থাকলেও এদের বেশিরভাগই ভোগেন একাধিক মানসিক রোগে। স্বল্পকালীন স্মৃতিশক্তি পরীক্ষা করতে ছয়টি শিম্পাঞ্জির ওপর পরীক্ষা চালান বিজ্ঞানীরা। এর মধ্যে ছয়টি শিম্পাঞ্জিই একই রকম ক্ষমতা দেখায়। বিজ্ঞানীরা ধারণা করছেন বন্য প্রকৃতিতে টিকে থাকতে শিম্পাঞ্জিদের অনেকখানি সহযোগিতা করে এই স্বল্পকালীন স্মৃতিশক্তি।



তথ্যসূত্র-

Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

টুটুল২০০৮ বলেছেন: শিম্পাঞ্জির শর্ট মেমরী অসাধারন।
অভিযোগ - ছবিটা গড়িলার।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ। :)
+++++++++++++++++++

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

সাদা রং- বলেছেন: কিংকং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.