নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারানো ঠিকানায়, খুজে ফিরি তোমার শেষ স্মৃতিচিহ্ন

আনিছুর রহমান সুজন

মানুষ হওয়ার চেষ্টা নিরন্তর।

আনিছুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

আমার মতো গাধা শিক্ষকের উপদেশ........

১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০




আমি যে কলেজের ছাত্র আপনি ঐ কলেজের প্রফেসর, জ্ঞান,বুদ্ধিতে আমি আপনার তুলনায় নগন্য। কিন্তু আমাকে সঠিক জ্ঞান দান করা অাপনার কর্তব্য, না হয় ভুল শেখানোর খেসারত আপনাকে পেতেই হবে। জ্ঞান, বুদ্ধিতে না পারি, আপনার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করার মতো সৎসাহস আমার আছে। সব সময় ভুল শেখালে ছাত্র কোন একদিন ভুল ধরবেই, আপনি মহাজ্ঞানী, আমিতো অজ্ঞান নই। ভুল বিদ্যার খেসারত আপনার পাওয়া উচিত। সব কিছু জানার মতো মেধা কাউকে দেয়া হয়নি, সব কিছু হজম করার মতো শরীরও কাউকে দেয়া হয়নি। নীতি বিবর্জিত মানুষের দাম নেই, চুরের ও ধর্ম থাকে, আপনার ধর্ম কই? বিশ্বাসের দাম কোথায়? মহাবিশ্বের তুলনায় অনুর হিসাবে কতো হাজার কোটি ভাগের একভাগ ক্ষুদ্র একটা গ্রহে আপনার বসবাস জানেন? গ্রহ মহাবিশ্বের তুলনায় এতো ছোট হলে আপনার অস্তিত্ব কোথায়? সবই ধোঁয়াসা! আপনার সীমানা কতো ক্ষুদ্র এটা চোখ বন্ধ করে চিন্তা করুন। নিয়ম শৃংখলায় প্রকৃতিই আপনাকে শিক্ষা দিয়ে দিবে। সহ্য করার ক্ষমতার বাইরে আপনার কাজ গুলো কোন একদিন ভয়াবহ কাল হয়ে দাঁড়াবেই। জীবনবোধ পাল্টালে মানুষ, সমাজ, জাতি সব পাল্টে যায়। হিমালয়ের মতো হৃদয়ের অধিকারীরা বড় হয়, কুকুর উচ্ছিষ্ট খায়, সবই নিয়মের বেড়াজাল। লোভ আপনাকে খারাপের দিকে টানছে, টানবেই স্বাভাবিক। নিজেকে যতটুকু সামলে রাখা যায় তাই উত্তম। আপনার শেখানো জ্ঞানে দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশ, আপনার পরিবার, এর প্রভাব আপনাকে অপমানের সর্বোচ্চ সীমায় নিয়ে যাবে। মানুষ তার স্বপ্নের সমান বড় হয়, স্বপ্নকে ছোট সীমায় বেঁধে রাখাই মুর্খতা। একার শক্তিতে কিছু হয়তো করা যায়, অনেকের শক্তিতে দেশ বদলে যায়, নতুন অধ্যায় সূচনা হয়, এই জন্যই মানুষ তার কর্মের শক্তিতে অমর হয়। সুখের ঠিকানা অনেকগুলো হৃদয়ের বন্ধনে তৈরী হয়, এজন্যই মানুষ সমাজ বদ্ধ প্রাণী। মহাকালের যাত্রায় আপনার যাত্রা সীমানাবিহীন, নিজের চিন্তাশক্তিতে আপনি /আমি সব সময় কোন না কোন স্থানে বা গ্রহে বা অন্য কোন গেলাক্সীর কোথাও ঘুরে ফিরছি, ফিরতে থাকবো শ্রষ্টার অপার মহিমায়। মানুষ সব সময় সময়ের সীমারেখায় বন্দী, চিন্তার সীমানায় বন্দী হয়ে গেলে মানসিকতা লোপপায়।

বি.দ্র. : আমার মতো গাধা ছাত্রের উপদেশ, নিজের এবং আপনার জন্য

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯

হাবিব বলেছেন: বেশ বলেছেন। ভালো লাগলো

২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: শিরোনামটা পছন্দ হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.