নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ আগামীর প্রত্যেয়

আনিসুর রহমান এরশাদ

আমি আমার দেশকে অত্যন্ত ভালবাসি ।

আনিসুর রহমান এরশাদ › বিস্তারিত পোস্টঃ

শুনতে চায়না তবুও বলতে চাই……………………………..

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

পানিতে না নেমে যেমন সাতার শেখা যায়না; মাঠে না নেমে যেমন খেলা শেখা যায়না তেমনি সংগ্রামে অবতীণ না হলে বিজয়ী হওয়া যায়না, পথে না নামলে পথ চেনা যায়না। তাই প্রতিযোগিতায় না নেমেই যারা হেরে যান তারা জগতের নিৎকৃষ্ট জীব।শুরু করতে পারলে উৎসাহ দেয়ার লোকও মিলবে, সমালোচনা করার লোকেরও অভাব হবেনা। উন্মুক্ত হৃদয় যাদের তারাই পারে বুকে চাপা কষ্ট নিয়েও হাসতে কিংবা চোখে অশ্রু নিয়েও কল্যাণের পথের যাত্রী হতে।চলার পথে আমরা যত বেশি ভাবুক, উপশেদাতা, পরামশদাতা পাই ততবেশি কমী ও সহযোগী পাইনা।আসলে যিনি নিজে হাজারো সংকটে নিপতিত, সমস্যায় জজরিত তিনিই অন্যকে অযাচিত হস্তক্ষেপ করেন, পরামশ দিতে উৎসাহবোধ করেন। অথচ, যারা সফল, বাধা বিপত্তি অতিক্রম করে সামনে এগিয়ে গেছেন তাদেরই পরামশ দেবার যৌক্তিক ক্ষমতা আছে।



আমি লক্ষ্য করেছি অনেকেই অন্যের উপকার করতে যেয়ে ক্ষতি করেন সঠিক পথ, পদ্ধতি না জানার কারণে।উপদেশ আর পরামশ অনেক সময় সময়ক্ষেপন ও বিরক্তির উদ্রেক করে পন্থা বা উপায় বাতলে দিতে না পারার কারণে। অনেকে পযাপ্ত ধৈযের অনুশীলন না করেই, সবোচ্চ চেষ্টা সাধনা ছাড়াই, বুদ্ধি বিবেচনাকে কাজে না লাগিয়েই সিদ্ধান্ত নেন ও ব্যথ হয়ে নিজেকে অক্ষম ভাবেন।আসলে নিজেকে গড়া ও যথাযথ মূল্যায়নের দায়িত্ব নিজেকেই নিতে হবে।লুৎফর রহমান সরকার বলেছিলেন, যে নিজের নামে পরিচিত সে উত্তম, যে বাপের নামে পরিচিত সে মধ্যম, আর যে শ্বশুরের নামে পরিচিত সে অধম।



রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বিনে মাইনের কাজ কাজও নয়, ছুটিও নয়, বারো আনা ফাঁকি।একটু ভালভাবে খেয়াল করলে দেখবেন, গলাবাজী করে নিজেকে জাহির করার প্রয়াস চালায় এমন ব্যক্তি খুব স্বল্প সময়ের ব্যবধানেই অপদাথ বলে বিবেচিত হয়ে থাকেন।যে সকল কাজের কাজী সে আসলে কোন কাজেরই কাজী নয়, যাকে সবখানেই দেখা যায় সে আসলে কোন জায়গাতেই উপযুক্ত নয়, সবাই যার বন্ধু আসলে তার প্রকৃত কোন বন্ধু নেই, যে সবার সাথেই মিশে তার কোনই নীতি নেই।চিন্তার সাথে যদি কাজের সমন্বয় সাধন না করা যায় তবে তা সন্দেহাতীতভাবে অকাজ, সময় অপচয়।অনেকে নিজের ও পরিবারের প্রতি একবারে চরম বেখেয়াল হয়ে জাতি,ধম, মানবতার জন্যে বড় কিছু করার চেষ্টা সাধনায় লিপ্ত হতে চান। ভারসাম্যপূণ জীবন না হওয়ায় এরা মূলত একটা অভিশাপ হয়েই দেখা দেন।কোন পরিসরেই নিজের দায়িত্ব কতব্যকে অবহেলা করা বা এড়িয়ে যাওয়ার অনুমতি ধম দেয়না।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: আমার কাছে অসাধারন লেগেছে আপনার উপদেশ সমৃদ্ধ পোষ্টটি...ভাল লাগা রেখে গেলাম... ;)

১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৫

আনিসুর রহমান এরশাদ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল। আপনাকে ধন্যবাদ .ভাল লাগা রেখে যাওয়ার জন্যে।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

সিংহমামা বলেছেন: এত বেশী সংগ্রাম আর ভালো লাগে না মামা। সংগ্রাম করে সাধারন পাবলিক আর ফল ভোগ করে নেতারা। কোন দরকার আছে কি সংগ্রামের নামে এইসব হুজুগে মাতার। ন্যায় সংগত দাবী আদায়ের ক্ষেত্রে রাজনৈতিক দলে লেবাস না পড়ে সংগ্রাম করা ঠিক আছে মামা।

৩| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৮

আনিসুর রহমান এরশাদ বলেছেন: ভাগিনা! ন্যায় সংগত দাবী আদায় হতে হবে সেটা যেভাবেই হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.