নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমৃদ্ধ আগামীর প্রত্যেয়

আনিসুর রহমান এরশাদ

আমি আমার দেশকে অত্যন্ত ভালবাসি ।

আনিসুর রহমান এরশাদ › বিস্তারিত পোস্টঃ

একজন সাধারণ মানুষের অসাধারণ স্বপ্ন : সরল চিন্তার দর্পণ থেকে

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২২

মৃত্যু যেখানে সমস্যার একমাত্র সমাধান জীবন সেখানে অথহীন, বিরক্তিকর। অনিশ্চিত সুখ প্রাপ্তির সুতীব্র প্রত্যাশা নিশ্চিত সুখ পাবার পথে বড় বাঁধা হয়ে দাড়িয়েছে।সাময়িক আনন্দ তৃপ্তির লোভ আর ভোগের মোহ জীবন্ত মানুষকেও মৃত লাশ বানিয়ে ফেলেছে। এমতাবস্থায় কষ্টকে যে জয় করতে পেরেছে শুধুমাত্র মধুময় জীবন যাপন তার জন্যেই সম্ভবপর। নি:সন্দেহে শান্তি ও নিরাপত্তার জন্যে অতি ব্যাকুলতা নিরাপত্তাহীনতার উদ্বেগ, উৎকণ্ঠা বৃদ্ধির কারণ।তাই আমার দৃষ্টিতে অস্বাভাবিক প্রক্রিয়ায় স্বাভাবিক পরিবতনকে স্বাগত জানানোর আগ্রহ দূরাকাক্ষা।



আপনার গন্তব্যে পৌছানো আপনার দায়িত্ব পথ কিংবা ড্রাইভারের নয়।নিজের মগজ ও হৃদয়ের সমন্বয় ছাড়া সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আপনি অন্য কাউকে দিতে পারেন না।মনে রাখতে হবে, উদাসীন ভাবুক হয়ে কবি হওয়া যায় নেতা হওয়া যায়না।এটা ঠিক যে, নিজেকে দিয়ে সবাইকে মাপলে, নিজের আলোকে অন্যকেও বিচার করলে, নিজের মতো করে অন্যকে ভাবলে তা যৌক্তিক কিংবা পক্ষপাতশূণ্য হবে না।কোন একটি বৈশিষ্ট্য দিয়ে গোটা ব্যাপারটিকে বুঝতে চাওয়া বা বিশেষ একটি সূচক দিয়ে পুরোটাকে মাপতে চাওয়া কিছু ঝামেলা বৃদ্ধির উপায় মাত্র।



আমি মনে করি, লক্ষ্যে পৌছে ব্যক্তিগত অজনের লোভের চাইতে বৃহত্তর লক্ষ্য পূরণে নিজেকে বিলাতে পারাটা বেশি মহত্তর।তার মানে পন্ডিতদের মিলন মেলায় পান্ডিত্যের খুব অভাব থাকবে ব্যাপারটি এমন নয়।অনেকে খুব সহজেই, ভক্তি শ্রদ্ধার তীব্র মাত্রায় উচ্চকিত প্রশংসাবাণীর ঝোঁকে নিজ অস্তিত্বকেও ভুলে যায়।এটা খুব স্বস্তির নয়।পুরাতনকে তখন ভাঙ্গা যুক্তিসংগত হবে যখন নতুনটা নিশ্চিত তার চেয়ে বেশি শক্তিশালী ও মজবুত হবে।আর হ্যাঁ, অপারেশন যত সুক্ষ হবে তত বেশি ধারালো ছুরির প্রয়োজন হবে।



কিছু স্বাথপর মানুষের বিলাসী জিন্দেগী যাপন ও শান্তিসুখে বাচাঁর বিভোর স্বপ্ন অধিকাংশ মানুষকে দ্রুত মৃত্যুর দিকে ধাবিত করছে। অনেকে যেন ভুলেই গেছে, সব জায়গায় সবাই উপযুক্ত নয়। সবাইকে সবখানে মানায়না।মাস্টার মশাইকে কখনো ড্রাইভারের আসনে বসানো যায়না।বসালে হিতে বিপরিত হতে পারে।যেখানে যে যোগ্য তাকে সেখানে বসাতে পারলে কাংখিত ফলাফল আনয়ন সম্ভব।



মনে রাখবেন,সমতা প্রতিষ্ঠায় সোচ্চার এমন জোরালো কণ্ঠও কখনও কখনও বৈষম্য বাড়াতে পারে।তাই সাবধানে পথ চলবেন, বেশি শুনবেন, কম বলবেন। অনেক সময় একজন জীবিত বিশ্বজিতের চেয়ে মৃত বিশ্বজিত বেশি শক্তিশালিী হতে পারে। শরম লজ্জাহীন মানুষ আর পশুর মাঝে তেমন মৌলিক কোন পাথক্য নেই ।প্রকৃত মানুষের পক্ষেই এটা মেনে নেয়া সম্ভব যে, জয় পরাজয়ের খেলায় কাউকে না কাউকে হারতে হবে।স্বপ্নে সম্ভাবনা আর হতাশাতে মৃত্যু।



যে উদ্যোগ বা কাজটা ভাল লেগে যায় তা মাথায় সারাক্ষণ গুরপাক খাওয়ার প্রবণতাটা পুরাতন রোগ। তীব্র আবেগ থাকাটা বিপদজনক মনে হলেও বিবেকের তাড়না এসে যোগ হলে তার ফলাফল কোন মাত্রায় হতে পারে তা সচেতনতায় উদ্বুদ্ধ প্রতিটি ব্যক্তিই তা খুব সহজেই অনুধাবন করতে পারে। ইদানিং অনুবাদের কাজটাকে খুব গুরুত্বপূণ বলে মনে হচ্ছে। অনুবাদ প্রক্রিয়াকে কেবলমাত্র জ্ঞান নয়, ভাষার উন্নয়ন ও সম্প্রচারের মাধ্যম হিসেবে দেখা যেতে পারে। অনুবাদের অপরিহার্য্যতা অনস্বীকার্য্য;কারণ অনুবাদের মাধ্যমেই প্রয়োজনীয় সমস্ত তথ্য তত্ত্ব সাধারন শিক্ষিতদের কাছেও বোধগম্য করে তোলা সম্ভব৷অনুবাদ একটি অবিচ্ছিন্ন ও অবিশ্রান্ত প্রক্রিয়া, এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভাষা, মান, অভিগম্যতা আর বিতরণ ক্ষেত্র গুরুত্বপূণ। সংগ্রহে থাকা ভাল আর্টিকেল ও মূল্যবান বইগুলো বাংলায় অনুবাদ করলে তা দারুণ পূণ্যের কাজ হবে। অনুবাদকৃত প্রবন্ধ যখন মানুষ পড়ে উপকৃত হবে তখন পুরুষ্কারতো আছেই। শাব্দিক অনুবাদে অধিকাংশ সময় রচনার মূল অর্থ, চেতনা ও উদ্দেশ্য হারিয়ে যায়।তাই অবশ্যই অনুবাদকে একটি শিল্প হিসেবে গ্রহন করে রচনার মূল চেতনা ও অনুভূতিকে অপরিবর্তনীয় রেখে অনুবাদ করার যোগ্যতা যাদের আছে তারা মানুষের ঘুমন্ত আত্নাকে জাগাতে ভুমিকা রাখতে পারে। বিষয়বস্তু লিখতে হবে সহজে যা শুধুমাত্র বাক্য থেকে বাক্যে অনুবাদ নয় অনুবাদের ভাষা হতে হবে ঝরঝরে, প্রাঞ্জল ও বজ্রের মতো শক্তিশালী যা মানুষের অনুভূতিকে নাড়া দিয়ে যেতে সক্ষম হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.