নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার ভাইয়ের কথার কথা

আনোয়ার ভাই

কিছু একটা করি

আনোয়ার ভাই › বিস্তারিত পোস্টঃ

পরকীয়া

০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২৮



১০ মিনিট হল দাড়িয়ে আছি, রিকশার জন্য। এর মধ্যে কয়েকটি রিকশা এলেও কেউ ওদিকটায় যেতে রাজি হচ্ছে না। অধিকাংশ রিকশাওয়ালা না বলতেও যেন কষ্ট পায়। ভাবসাব এমন যেন অনেক কামিয়েছি ভাই আর প্রয়োজন নেই। এবার না ডাকতেই একটি রিকশা সামনে এসে হাজির। আমার নাম ধরে ডাকল, ....ভাই কই যাইবেন ? আমি প্রশ্ন করলাম কে তুমি ? উত্তরে বলল , আমি নূরু । আমি উচ্ছাসিত হলাম। হালিম মামার ছেলে নূরু।

রিকশায় চেপে বসতেই উচ্ছাস আর আমার মধ্যে থাকল না। আমি চলে গেলাম ২৫ বছর আগে।

হালিম মামা ও মামীর বিয়ের অনেক বছর হলেও তাদের কোন সন্তান হয়নি। এ জন্য কত পীর, মাজার আর কবিরাজের কাছে গেছে তারা। মামা ও মামীর অনেক আরাধনার পর এই নূরুর জন্ম হয়। আমার খেয়াল আছে, তখন খূব আনন্দ করেছিল মামা-মামী। আমার মায়ের জেঠাত ভাই হালিম মামা একটি জুট মিলের স্থায়ী শ্রমিক ছিল। সপ্তাহে একেবারে খারাপ রোজগার ছিল না তার। যা পেত তা দিয়ে বেশ সুখেই দিন কাটছিল। নূরুর পর এক মেয়ে হয় তাদের। দুই সন্তান নিয়ে যখন সুখে দিন কাটাচ্ছিল তখন এক ঝড় এসে তছনছ করে দেয় সব।

লোকটির নাম বাদল। হালিম মামার দূর সম্পর্কের আত্মীয়। একই মিলে কাজ করে। মামার ভাড়া বাসায় আসা যাওয়া ছিল অবাধ। হালিম মামা একটু সরল প্রকৃতির লোক। এই সুযোগে মামীকে পটিয়ে ফেলে ওই বদমাশটি। হয়ত গ্রাম্য মামী অতসত প্যাচ বুঝতে পারেনি। সম্পর্ক নিয়ে এক কান দুই কান হয়ে পাড়া শুদ্ধ লোক জেনে যায়। হালিম মামা সিদ্ধান্ত নেয় মামীকে তালাক দেবার। ভেঙ্গে যায় সুখের সংসার। মামী মেয়েটিকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। মামা কিছু দিন পর বিয়ে করে নতুন মামী আনে। সেই ঘরেও সন্তান আসে। নূরু যখন সবে মাত্র বুঝতে শিখেছে তখন মারা যায় মামা।

সেই নূরু এখন রিকশা চালক। রিকশা চলতে চলতে শূনলাম নূরু বিয়ে করেছে। ওর বোনটা বড় হয়েছে ঢাকায় মানুষের বাড়িতে কাজ করে। ওর মা মানে মামী'র অন্যত্র বিয়ে হয়েছে।

মামীর পরকীয়ার জন্যই আজ নূরু রিকশা চালক। নয়তো হিসেব অন্যরকম হতে পারত।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৭

আমি রাফিজাকে ভালবাসি বলেছেন: কি আর বলবো..............

২| ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৯

আনোয়ার ভাই বলেছেন: আসলেই , বলার কিছু নাই ।

৩| ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪০

ভালোরনি বলেছেন: পরকিয়া ভালা পাই না।

৪| ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪২

আনোয়ার ভাই বলেছেন: তাই ।

৫| ০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৭

আনোয়ার ভাই বলেছেন: পরকীয়া একটি সংসার ধ্বংস করে দেয়

৬| ০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪৭

এম ইয়াছিন মজুমদার বলেছেন: পরকিয়া ভালা পাই না।
(কপি পেষ্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি এর চেয়ে সুন্দর ভাষা খুঁজে পাইনি @ ভালোরনি)

০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫২

আনোয়ার ভাই বলেছেন: দু:খিত হওয়ার কিছু নেই । ধন্যবাদ

৭| ০৬ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৪৩

লুবনা ইয়াসমিন বলেছেন: মামা মামিকে নিয়ে অন্য খানে চলে গিয়ে সংসার বাচাতে পারতেন, অন্তত ছেলেমেয়েদের কথা চিন্তা করে।

প্রতিবেশী বা আশে পাশের পরিবেশ শুধু কথাই শুনাতে পারে, আর একটি পরিবার কে ধ্বংশের মুখে ঠেলে দেয়। কথায় কথায় তালাক ভাল পাই না।আপনার লেখাটি সবার চোখ খুলে দিয়েছে।

পাপকে ঘৃনা কর পাপীকে নয়।

০৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৫৩

আনোয়ার ভাই বলেছেন: আপনার কথা একেবারে ঠিক। প্রতিবেশী বা আশে পাশের পরিবেশ শুধু কথাই শুনাতে পার। তাদের বেলায়ও তা ঘটেছিল। আর আমি তখন কিশোর। এখন হলে বিষয়টি আমি ওরকম ঘটতে দিতাম না।

৮| ০৬ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:১৭

লজিক মানুষ বলেছেন: লুবানা আপু, মামা যদি মামিকে নিয়ে অন্য কোথাও চলে যেতো, বাদল যে সেই খানে যেতো না তার নিশ্চয়তা কি? আর মামি যে ঐ খানেও পরকিয়া শুরু করতো না তার নিশ্চয়তা কি? মামা বেচারা এতো কষ্ট করে রোজগার করবে আর ঘরে মামি তার সৎ(!!!) ব্যবহার করবে???? বাহঃ কত্ত সুন্দর !!!

০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪১

আনোয়ার ভাই বলেছেন: অন্যখানে গিয়ে অন্তত ট্রাই করা যেত। হয়ত সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজেকে শোধরে নিত মামী।

৯| ০৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:০৮

ভালোরনি বলেছেন: পরকিয়া ভালা পাই না। নো মারসি এবাউট দিস ম্যাটার।

লুবনা আপু: অন্য কোথাও সেটল হওয়া কতটুকু সহজ বা সময়সাপেক্ক্ বাআদৌ সম্ভবপর ছিলো কিনা ভাবতে হবে।আমি আমার জব বাড়ি বাবা মা রিলেটিভস ছেরে ঢাকা ছেরে কোথায় গিয়ে সেটল হব? এতই সহজ? আর বাংলাদেশের অন্যকোথাও গিয়ে সেটল হলেই কি মুক্তি পাবো? সেকেন্ড অপশন দেশের বাইরে। মানুষ তো তিন চার বছরের প্রিপারেসন নিয়েও ইমিগ্রান্ট হতে পারে না। আর চাইলেই বাইরে গিয়ে সেটল হওয়া যায়?
দু্ঃক্ষিত, আমার চিন্তা ভাবনা ভুলও হতে পারে। ব্যাক্তিগত আক্রমন করার জন্য লিখি নাই।

লজিক ভাই: ::আর মামি যে ঐ খানেও পরকিয়া শুরু করতো না তার নিশ্চয়তা কি?:: আপনার এই কথা টা ভালা পাইছি। কয়লা ধুইলেও ময়লা যায় না।

১০| ০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:২২

আনোয়ার ভাই বলেছেন: অন্যখানে গিয়ে অন্তত ট্রাই করা যেত। হয়ত সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজেকে শোধরে নিত মামী।

১১| ০৬ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৩১

অয়োময় বলেছেন: কয়েকটি জীবন ধংস করার জন্য একটি পরকিয়া ই যথেস্ঠ।

১০ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:০০

আনোয়ার ভাই বলেছেন: পরকীয়া : কয়েকটি জীবন ধংস করার জন্য একটি পরকিয়া ই যথেষ্ট। ঠিক বলেছেন।

১২| ০৬ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫৮

লুবনা ইয়াসমিন বলেছেন:
বাদল, হালিম মামার দূর সম্পর্কের আত্মীয়
সম্পর্ক নিয়ে এক কান দুই কান হয়ে পাড়া শুদ্ধ লোক জেনে যায়।
হালিম মামা সিদ্ধান্ত নেয় মামীকে তালাক দেবার। ভেঙ্গে যায় সুখের সংসার।
মামী মেয়েটিকে নিয়ে বাপের বাড়ি চলে যায়।
মামী'র অন্যত্র বিয়ে হয়েছে।


এর মধ্যে কোথায় পেলেন যে সেই মামীর আবারও পরকিয়ায় জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে!? এত কিছুর পরেও মামীর যদি অন্যত্র বিয়ে হতে পারে, আর সেই সংসার করার জন্য মেয়েকে কাজের মেয়ে আর এত আরাধ্য ছেলেকে রিক্সা চালক হতে হয়, তার চেয়ে সবকিছু মেনে নিয়ে সংসার করাই ভাল ছিল, সেটাই বোঝাতে চেয়েছিলাম।

কয়লা ধুলে ময়লা যায় না কথাটা বাদল সাহেবের ক্ষেত্রে খাটবে। অবশ্যই বেচারী মামীর জন্য নয়। যত দোষ নন্দ ঘোষ। এখন একপেশে মানসিকতার পরিবর্তন হওয়ার সময় এসেছে।
আর পরকিয়ার সংজ্ঞা ঠিক করতে হবে। যতক্ষন কেউ ধরা না পড়ে ততক্ষন কিছু না আর ধরা পরলেই পরকিয়া।পরকিয়ার সংজ্ঞা সঠিকভাবে করলে “ঠগ বাছতে গা উজার” হয়ে যাবার মতন অবস্থা হবে বৈকি।

কান কথায় বিশ্বাস করে ফতোয়া না দিয়ে সঠিক ভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিষয়বস্তুর গভীরে প্রবেশ করা প্রয়োজন।

কয়েকটা জীবন ধ্বংস করার জন্য পরকিয়ার রটনাই যথেষ্ট।

১০ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৫৬

আনোয়ার ভাই বলেছেন: যতক্ষন কেউ ধরা না পড়ে ততক্ষন কিছু না আর ধরা পরলেই পরকিয়া।পরকিয়ার সংজ্ঞা সঠিকভাবে করলে “ঠগ বাছতে গা উজার” হয়ে যাবার মতন অবস্থা হবে বৈকি।

দেখলে পাপ না দেখলে মাপ,.....

১৩| ০৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৬

অয়োময় বলেছেন: লুবনা আপু কি বুঝাতে চাইলেন?.............বেচারী মামী!

যে একবার করেছে সে কি দ্বিতীয়বার করতে পারেনা।

কয়লা ধুলে ময়লা যায় না কথাটা বাদল সাহেবের ক্ষেত্রে খাটবে। অবশ্যই বেচারী মামীর জন্য নয়।

কেন নয়?

১৪| ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫৬

আনোয়ার ভাই বলেছেন: কয়লা ধুলে ময়লা যায় না কথাটা বাদল সাহেবের ক্ষেত্রে খাটবে। অবশ্যই বেচারী মামীর জন্য নয়।

১৫| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৭

ভালোরনি বলেছেন: হুমমম। হতে পারে।

০৮ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪২

আনোয়ার ভাই বলেছেন: চেষ্টা করা যেত

১৬| ০৮ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৮

চানাচুর বলেছেন: :(

১৭| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৬

একজন আরমান বলেছেন: এটা আমাদের সবার জন্য একটি অভিসাপ। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.